![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আজ তার বার্ধক্যে এসে পড়েছে, শৈশব পেড়িয়ে যৌবন ও সে হারিয়েছে, তাই বৃথা আনন্দ করো না, ক্ষণিকের সময় হাতে, নশ্বর এ পৃথিবী যেন মৃত্যুর দ্বারপ্রান্তে। সে মৃত্যু আসার আগে আজ তীর্থে ভ্রমণ করো, পবিত্র জলে হে পৃথিবী তুমি অবগাহন করো। ধুয়ে ফেলো তোমার গায়ের শত কালিমা, সাজিয়ে নাও বিদায়ের আগে আবার আঙিনা।
বিলাসিতায় মগ্ন মুসলিম জাতি তার আরেক মুসলিম ভাইয়ের নির্মম হত্যার সংবাদ শুনে কেবল একটি নিঃশ্বাস ছেড়ে নিজেদের রাজভোজ আর খোশগল্পে মনোনিবেশ করে। হায় আফসোস! কোথায় সেই মহামানব যিনি বলেছিলেন, "গোটা মুসলিম উম্মাহ একটি দেহের মতন", কোন মুখে তার সাথে সাক্ষাৎ করবো? কেন আল্লাহ বলেছেন, " মুমিনরা পরস্পর ভাই ভাই "? আজ আমরা আমাদের দেহের এক অংশে আঘাত পেলে অপর অংশে তা অনুভব করি না, সেই আঘাত সারানোর চেষ্টা করি না। কেবল ব্যাথানাশক ওষুধ সেবন করে সাময়িক শুশ্রূষার চেষ্টা করি যা দীর্ঘমেয়াদে মরণব্যাধি ক্যানসারের আকারে আত্মপ্রকাশ করে যখন দিন গণনা করা ছাড়া কিছুই বাকি থাকে না। গাজার জমিন আজ লাশের ভার সইতে পারছে না তাই আকাশে আমাদের ভাইবোনের লাশ উত্থিত হয় কিন্তু তাতেও আমাদের আনন্দে ভাটা পড়ে না। ঈমানের এতটাই অবক্ষয় হয়েছে যে মুসলিম তার সহোদরের অনিষ্ট কামনা করে। সম্পদের মোহে মরিয়া হয়ে বিলাসী জীবনের উচ্চাকাঙ্ক্ষায় আমরা অন্ধের মত মরীচিকার পিছনে ছুটে চলছি। কোরআনের আয়াতগুলো যেন জীবন্ত চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমাদের অন্তর তালাবদ্ধ তাই বিবেকের কড়া নড়ছে না।
# اَلۡہٰکُمُ التَّکَاثُرُ ۙ حَتّٰی زُرۡتُمُ الۡمَقَابِرَ ؕ
(পার্থিব ভোগ সামগ্রীতে) একে অন্যের উপর আধিক্য লাভের প্রচেষ্টা তোমাদেরকে উদাসীন করে রেখেছে। যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছ। (আত তাকাছুর - ১, ২)
এ আয়াতে আছে বর্তমান সমাজের নির্মম বাস্তবতা। সামান্য একটু চিন্তা করলেই এর শতভাগ সত্যতার প্রমাণ মেলে, অস্বীকার করার বিন্দুমাত্র সুযোগ নেই। পক্ষান্তরে অন্য আয়াতে আছে জীবনের কঠিন বাস্তবতা যেটা উপলব্ধি করতে পারলে মৃত্যুর পূর্বেই বহু হিসাব চুকে যেত। আফসোস উপরের আয়াতের মধ্যে আমরা শক্তভাবে আবদ্ধ।
اِعۡلَمُوۡۤا اَنَّمَا الۡحَیٰوۃُ الدُّنۡیَا لَعِبٌ وَّلَہۡوٌ وَّزِیۡنَۃٌ وَّتَفَاخُرٌۢ بَیۡنَکُمۡ وَتَکَاثُرٌ فِی الۡاَمۡوَالِ وَالۡاَوۡلَادِ ؕ کَمَثَلِ غَیۡثٍ اَعۡجَبَ الۡکُفَّارَ نَبَاتُہٗ ثُمَّ یَہِیۡجُ فَتَرٰىہُ مُصۡفَرًّا ثُمَّ یَکُوۡنُ حُطَامًا ؕ وَفِی الۡاٰخِرَۃِ عَذَابٌ شَدِیۡدٌ ۙ وَّمَغۡفِرَۃٌ مِّنَ اللّٰہِ وَرِضۡوَانٌ ؕ وَمَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ
জেনে রেখ, পার্থিব জীবন তো কেবল খেলাধুলা, কৌতুক, বাহ্যিক সাজসজ্জা, তোমাদের পারস্পরিক অহংকার প্রদর্শন এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে একে অন্যের উপরে থাকার প্রতিযোগিতারই নাম। তার উপমা হল বৃষ্টি, যা দ্বারা উদগত ফসল কৃষকদেরকে মুগ্ধ করে দেয়, তারপর তা তেজস্বী হয়ে ওঠে। তারপর তুমি দেখতে পাও তা হলুদ বর্ণ হয়ে গেছে। অবশেষে তা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। আর আখেরাতে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর পক্ষ হতে ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়। (আল হাদীদ - ২০)
# وَمَا لَکُمۡ لَا تُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَالۡمُسۡتَضۡعَفِیۡنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالۡوِلۡدَانِ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ ہٰذِہِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَہۡلُہَا ۚ وَاجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚۙ وَّاجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا ؕ
(হে মুসলিমগণ!) তোমাদের জন্য এর কী বৈধতা আছে যে, তোমরা আল্লাহর পথে সেই সকল অসহায় নর-নারী ও শিশুদের জন্য লড়াই করবে না, যারা দু‘আ করছে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এই জনপদ থেকে যার অধিবাসীরা জালিম অন্যত্র সরিয়ে নাও এবং আমাদের জন্য তোমার পক্ষ হতে একজন অভিভাবক বানিয়ে দাও এবং আমাদের জন্য তোমার পক্ষ হতে একজন সাহায্যকারী দাঁড় করিয়ে দাও? (আন নিসা - ৭৫)
এ আয়াতে কি ফিলিস্তিনের মুসলিমদের আর্তনাদ নেই, নেই কি প্রতিবেশি আরাকানের অসহায়ত্ব, কাশ্মীর সহ গোটা ভারতে নিপীড়িত মুসলিমের আকুতি? তবে যে সকল মুসলমানদের আল্লাহ তায়ালা প্রতিবাদ করার ক্ষমতা দান করেছেন তাদের চিন্তাচেতনাও কোরআনে ব্যক্ত করা হয়েছে। দেখুন তো কোথায় অমিল আছে? ভোগবিলাসে মত্ত আরব বাদশাহদের অবস্থাই যেন সুস্পষ্ট।
إِنَّ ٱلَّذِينَ ٱرْتَدُّوا۟ عَلَىٰٓ أَدْبَـٰرِهِم مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْهُدَى ۙ ٱلشَّيْطَـٰنُ سَوَّلَ لَهُمْ وَأَمْلَىٰ لَهُمْ
ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لِلَّذِينَ كَرِهُوا۟ مَا نَزَّلَ ٱللَّهُ سَنُطِيعُكُمْ فِى بَعْضِ ٱلْأَمْرِ ۖ وَٱللَّهُ يَعْلَمُ إِسْرَارَهُمْ ٢٦
নিশ্চয় যারা হিদায়াতের পথ সুস্পষ্ট হওয়ার পর তাদের পৃষ্টপ্রদর্শনপূর্বক মুখ ফিরিয়ে নেয়, শয়তান তাদের কাজকে চমৎকৃত করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দিয়ে থাকে। এটি এ জন্য যে, আল্লাহ যা নাযিল করেছেন, তা যারা অপছন্দ করে তাদের উদ্দেশ্যে তারা বলে, ‘অচিরেই আমরা কতিপয় বিষয়ে তোমাদের আনুগত্য করব’। আল্লাহ তাদের গোপনীয়তা সম্পর্কে অবহিত রয়েছেন। (সুরা মুহাম্মদ :২৫,২৬)
# وَیَقُوۡلُ الَّذِیۡنَ اٰمَنُوۡا لَوۡلَا نُزِّلَتۡ سُوۡرَۃٌ ۚ فَاِذَاۤ اُنۡزِلَتۡ سُوۡرَۃٌ مُّحۡکَمَۃٌ وَّذُکِرَ فِیۡہَا الۡقِتَالُ ۙ رَاَیۡتَ الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ یَّنۡظُرُوۡنَ اِلَیۡکَ نَظَرَ الۡمَغۡشِیِّ عَلَیۡہِ مِنَ الۡمَوۡتِ ؕ فَاَوۡلٰی لَہُمۡ ۚ
আর যারা ঈমান এনেছে তারা বলে, কোন সূরা নাযিল হয় না কেন? অতঃপর যখন যথোচিত কোন সূরা নাযিল হয় এবং তাতে যুদ্ধের উল্লেখ থাকে, তখন যাদের অন্তরে ব্যাধি আছে, তুমি তাদেরকে দেখবে তোমার দিকে তাকিয়ে আছে মৃত্যুভয়ে মূর্ছিত ব্যক্তির তাকানোর মত। তাদের জন্য রয়েছে চরম ধ্বংস। (মুহাম্মাদ - ২০)
নতুন দাঁত গজানো বহু ইসলামি বক্তার মুখে ফিলিস্তিনের যুদ্ধে যোগদানের বেশ আকুতি ও আহ্বান শোনা গেছে। মনে হতো যেন এক্ষুনি বুকের তাজা রক্ত ঢেলে আল আকসা মুক্ত করবে। কিন্তু যখন নিজ মাতৃভূমিতে পাখির মত গুলি করে নির্বিচারে নির্দোষ মানুষকে এমনকি নিষ্পাপ বাচ্চাদেরও শহীদ করা হয়েছিল তখন সেই মুক্তিকামীদের কোন হদিশ পাওয়া যায় নি। আল্লাহ এমন প্রজন্মকে দাঁড় করিয়ে দিয়েছিলেন যাদের মাধ্যমে কল্পনাতীত ভাবে জালেমের পরাজয় ঘটেছে। একইভাবে আল্লাহ আবার এমন কোন দলকে প্রেরণ করবেন যারা ইসরায়েলী বর্বর জালিমদের কচুকাটা করবেন ইনশাআল্লাহ।
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تَنۡصُرُوا اللّٰہَ یَنۡصُرۡکُمۡ وَیُثَبِّتۡ اَقۡدَامَکُمۡ
হে মুমিনগণ! তোমরা যদি আল্লাহ (তাআলার দীন)-এর সাহায্য কর, তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের কদম অবিচলিত রাখবেন। (মুহাম্মাদ - ৭)
এতো বিপুল সংখ্যক মুসলমান থাকা স্বত্বেও পৃথিবী জুড়ে মুসলমানদের অসহায় অবস্থা। যে ভবিষ্যৎবাণী নবীজি ﷺ হাজার বছর পূর্বেই করে গেছেন এবং তার কারণও বলেছেন।
# আব্দুর রহমান ইবনে ইবরাহীম (রাহঃ) .... ছাওবান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অদূর ভবিষ্যতে অন্য জাতির লোকেরা তোমাদের উপর বিজয়ী হবে, যেমন খাদ্য গ্রহণকারী বড় পাত্রের দিকে আসে। তখন জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করেঃ আমাদের সংখ্যা কি কম হবে? তিনি বলেনঃ না, বরং সে সময় তোমরা সংখ্যায় অধিক হবে। কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মত। আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর হতে তোমাদের প্রভাব-প্রতিপত্তি দূর করে দেবেন এবং তোমাদের হৃদয়ে অলসতার সৃষ্টি করে দেবেন। তখন জনৈক সাহাবী বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! অলসতার সৃষ্টি কেন হবে? তিনি বলেনঃ দুনিয়ার মহব্বত ও মুত্যু ভয়। ( সুনানে আবু দাউদ :৪২৯৭)
দুনিয়াপ্রীতি ও মৃত্যুর ভয় মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ তায়ালা প্রকৃত মুমিনদের পরিচয় তুলে কোরআনে বলেছেন,
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ لَمْ يَرْتَابُوا۟ وَجَـٰهَدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ فِى سَبِيلِ ٱللَّهِ ۚ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلصَّـٰدِقُونَ ١٥
মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি। আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এরাই সত্যনিষ্ঠ। (হুজুরাত:১৫)
ক্ষমতাভেদে দায়িত্বে তারতম্য থাকবে এটাই স্বাভাবিক। যার ক্ষমতা বেশি তার দায়িত্ব ও জবাবদিহিতা বেশি। একজন মুমিন মুসলিমের ক্ষেত্রেও একই। আমরা সাধারণ মুসলিম তাই চাইলেই অনেক কঠিন সিদ্ধান্ত নেয়া সম্ভব নয় কিন্তু নিজের সাধ্যমত অপর মুসলিম ভাইয়ের সাহায্যে এগিয়ে আসা আমাদের ঈমানী দায়িত্ব।
# সর্বস্তরের মুসলিমের জন্য অপরিহার্য অপর মুসলিমের বালা মুসিবতে আল্লাহর দরবারে অধিক পরিমাণে দোয়া করা। যার এছাড়া অন্য কিছু করার সাধ্য নেই সেই এতটুকু তো করতেই পারে।
# দানের হাত প্রশস্ত করা। ক্ষতিগ্রস্থ মুসলিম ভাইকে অর্থ, খাদ্য ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা করা।
# জালেমকে দুর্বল করার চেষ্টা করা। যে সকল পদক্ষেপ নিলে জালেমের শক্তি কমে যাবে সে কাজ করা। যেমন, অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক দিয়ে দুর্বল করার চেষ্টা করা।
# নিপীড়িত মুসলিমের পক্ষে ও জালেমের বিপক্ষে জনমত গড়ে তোলা এবং নিজ দেশের সরকারে চাপ সৃষ্টি করা যাতে অন্যায়ের বিরূদ্ধে শক্ত অবস্থান নিতে পারে। কেবল নিন্দা জানানো কোন সমাধান নয়।
# সম্ভব হলে জালেমের সহায়তাকারী দেশে বসবাস পরিত্যাগ করা। সেখানে সেবা, মেধা দিয়ে তাদের বল বৃদ্ধি না করে নিজের ভাইয়ের জীবন বাঁচানোর কথা মাথায় রাখা উচিত।
# শারীরিক ও মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করা যাতে ডাক আসার সাথে সাথে নিজের জান মাল নিয়ে নিপীড়িত ভাইয়ের সাহায্যে এগিয়ে যাওয়া যায়।
# নিজেদের সন্তানদের ভোগবাদী চেতনা থেকে বের করে অপরের কল্যানের জন্য সর্বদা ত্যাগী মনোভাব গড়ে তোলা।
এ পরীক্ষা শুধু ফিলিস্তিনের মুসলমানদের নয়, এটি গোটা মুসলিম উম্মাহর পরীক্ষা। নিপীড়িত ভাইদের আর্তনাদ ভোগবিলাসে নিমজ্জিত আরবদের নিশ্চুপতা যদি পুরো মুসলিম বিশ্বের জন্য আযাব ডেকে আনে তাহলে অবাক হওয়ার কথা নয়। গাজাবাসী তো মরেও বেঁচে যাবে কিন্তু যদি হাশরের মাঠে আমাদের এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখন আমরা কি উত্তর দিবো???
০৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০৬
আরোগ্য বলেছেন: আল্লাহ আমাদের ক্ষমা করুক।
২| ০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আরবরা আবাবিলের আশায় বসে আছে!
০৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০৯
আরোগ্য বলেছেন: আবাবিল আসার বাকি থাকলে কি আর জিহাদের আয়াত নাযিল হতো! তবে যদি আবাবিল আসেই তাহলে আরবদের ধ্বংসের জন্য হবে।
৩| ০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
দেশে বিক্ষোভ শুরু হয়েছে ইসরাইল বিরোধী, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ; এখন শুধু অনলাইনে হামাসে রেজিস্টার করে যুদ্ধে পাঠাতে হবে। কি বলেন?
০৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১২
আরোগ্য বলেছেন: হামাসের ব্যাপারে আমি ইতিবাচক মনোভাব রাখি না। হামাস যা করেছে তা আমার কাছে আত্মঘাতী হামলার মত। গোটা ফিলিস্তিন ভুক্তভোগী। নিজের ঘাটি শক্ত না করে জিহাদের ঘোষণা করা কেমনে উপযুক্ত হয় তা আমার বুঝে আসে না।
৪| ০৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩৩
ভুয়া মফিজ বলেছেন: আমাগো যাদের ট্যাকা-পয়সা আর ক্ষমতা নাই, তারা ভালো মুসলমান। আর যাগো আল্লায় সব দিছে, তারা খরাপ মুসলমান। আবার আমাগোরে যদি আল্লায় ট্যাকা-পয়সা আর ক্ষমতা দেয়, কয়জন ভালো থাকবো কওন মুশকিল।
আসল কথা হইলো, মুসলমানগো মইদ্দে কোন ঐক্য নাইক্কা। অন্যদিকে আমাগো প্রতিপক্ষের মইদ্দে হেইডা আছে। এই অবস্থার যতোদিন বদল না হইবো, ততোদিন নিরীহ মুসলমানরা এমতেই নির্যাতিত হইতে থাকবো। এইটাই আল্লাহর ইশারা।
০৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৯
আরোগ্য বলেছেন: কথা হাচা কইসেন। অতি অর্থই (সম্পদ) অনর্থের মূল। সম্পদের মোহ মানুষরে কঠিন সত্য দেখতে দেয় না।
ওই গল্পটা তো ছোটকালে আপনেও পড়সেন। ওই যে এক বুইড়া মরার আগে পোলাগো হাতে কঞ্চি দিয়া ভাঙতে কয় একতার শক্তি বুঝানের লেইগা। আমগো মুসলমান গো অবস্থা ওই কঞ্চির রহম। নিজেরাই দলাদলি কইরা মরন লাগে, বিধর্মীরা একটু উস্কানি দিলেই যথেষ্ট। আল্লাহ আমগো সৎ বুদ্ধি দান করুক।
৫| ০৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিশ্ব আজ বেহায়ার মত তামাশা দেখছে, এর হিসাব একদিন দিতে হবে ।
০৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১৫
আরোগ্য বলেছেন: ফিলিস্তিন মুক্ত হবে ঠিকই কিন্তু আমরা না মুনাফিকের কাতারে এসে পড়ি। আল্লাহ ক্ষমা করুক।
৬| ০৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৯
ঢাবিয়ান বলেছেন: গাজায় হত্যাকান্ড বন্ধে দেশে দেশে এত মিছিল না করে উচিত ছিল সমগ্র মুসলিম উম্মাহর গাজাবাসীর পক্ষে সমস্ত মুসলিম দেশ এক্ত্রিত হয়ে না দাঁড়ানো পর্যন্ত হজ্ব, উমরাহ না করার কথা ঘোষনা করা। । যেদিন কাবা ঘরে মানুষ যাওয়া বন্ধ হবে , সেইদিন টনক নরবে সৌদিআরব ও মিডলিস্ট এর মুসলিম বিশ্বের।সব মুসলিম দেশগুলো সম্মিলিত আওয়াজ তুললে আপনাতেই ইজরাইল ও আমেরিকা রাস্তা মাপতো। কিন্ত আমরা ধর্মীয় ভন্ডামি পছন্দ করি কিন্তু ধর্মকে প্রকৃতভাবে ধারন করতে এক বিন্দু আগ্রহী নই।
০৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১৯
আরোগ্য বলেছেন: আসলেই মিছিল মিটিংয়ে তেমন কোন প্রতিক্রিয়া হবে কি? এখন উচিত আরব দেশগুলো বয়কট করা। অতি মাত্রায় প্রোট জমে গেছে তাদের দেহে সেই সাথে বিবেকেও পর্দা পড়েছে। কিছু দিন চর্বি না পেলে হুশ ফিরবে।
৭| ০৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
নতুন বলেছেন: ঢাবিয়ান বলেছেন: গাজায় হত্যাকান্ড বন্ধে দেশে দেশে এত মিছিল না করে উচিত ছিল সমগ্র মুসলিম উম্মাহর গাজাবাসীর পক্ষে সমস্ত মুসলিম দেশ এক্ত্রিত হয়ে না দাঁড়ানো পর্যন্ত হজ্ব, উমরাহ না করার কথা ঘোষনা করা। । যেদিন কাবা ঘরে মানুষ যাওয়া বন্ধ হবে , সেইদিন টনক নরবে সৌদিআরব ও মিডলিস্ট এর মুসলিম বিশ্বের।সব মুসলিম দেশগুলো সম্মিলিত আওয়াজ তুললে আপনাতেই ইজরাইল ও আমেরিকা রাস্তা মাপতো। কিন্ত আমরা ধর্মীয় ভন্ডামি পছন্দ করি কিন্তু ধর্মকে প্রকৃতভাবে ধারন করতে এক বিন্দু আগ্রহী নই।
কড়া সত্য কথা বলেছেন। সৌদি রাজপরিবার আমেরিকাতে বিলিওন ডলার ব্যাবসা করছে, তারা আমেরিকার কাছে মাথা বিক্রি করে বসে আসে।
সবাই মিলে হজ্জ এবং ওমরা বয়কট করলে সৌদি রাজপরিবার বুঝতে পারবে তাদের গদি থাকবেনা। তখন আমেরিকাকে অনুরোধ করবে এই সমস্যার সমাধান হবে।
৮| ০৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
ঢাবিয়ান বলেছেন: @ নতুন , হুদাইবিয়ার সন্ধিই হচ্ছে সবচেয়ে প্রমান। চৌদ্দশত সাহাবীসহ উমরাহ পালন করার জন্য মক্কা রওনা হয়েছিলেন নবীজি।পথিমধ্যে হুদাইবিয়া নামক স্থানে উনি তীব্র বাধার সম্মুখীন হন। সেখানে যুদ্ধে না জড়িয়ে নবীজি কুরাইশদের সাথে সন্ধি স্থাপন করেছিলেন। এবং এই সন্ধি মোতাবেক '' মুসলিমগণ এ বছর উমরাহ না করেই মদীনায় ফিরে যাবে।মুসলমানরা এই বছর হজ পালন করতে পারবে না; তবে পরের বছর তারা তিন দিন অবস্থান করতে পারবে। '' নবীজি শর্ত মেনে নিয়ে মদিনায় ফিরে যান।
অথচ এখন মনে হয় যে, হজ্ব/ওমরাহ নবীজির সময়ের চাইতেও বেশি জরুরী হয়ে পড়েছে। এগুলো ধর্মীয় ভন্ডামি ছাড়া আর কি ? গাজায় এভাবে নিরীহ মানুষ মরছে অথচ ইসলাম ধর্মের উৎপত্তি স্থল থেকে কোন টু শব্দ নাই। অথচ এই মক্কা থেকে যদি আওয়াজ উঠে, ইজরাইল নিজেরাই পাততারি গুটাতে বাধ্য হবে। তাই সোদি রাজপরিবারের বদমাইশদের শায়েস্তা করার এই একটাই রাস্তা যেটা হচ্ছে তাদের ধর্মীয় ভন্ডামির মুখোস খুলে দেয়া।
৯| ০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৩
করুণাধারা বলেছেন: আমরা মোটামুটি মুসলিম, কিন্তু সাচ্চা মুসলিম হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাসীনরা, তাদের ধারণামত। পৃথিবীর নানা দেশের মানুষেরা ফিলিস্তিনের মানুষের পক্ষে দাঁড়াচ্ছে, এমনকি আমেরিকায় অনেক ইহুদী পর্যন্ত প্যালেস্টিনের উপর এই অত্যাচারের বিপক্ষে প্রতিবাদ জানাচ্ছে। আরব দেশের জনগণের কখনো সাহস হয়নি ইসরাইলের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হবার!
০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৬
আরোগ্য বলেছেন: আপা মুনাফিক তো মুসলমানদের মধ্যেই ঘাপটি মেরে থাকে। যারা কাফের মুশরিক তারা তো সুস্পষ্ট কিন্তু বিপদের সময়ই মুনাফিকের পরিচয় পাওয়া যায়। সময় করে সুরা মুহাম্মাদ আর সুরা ফাতহ্ এর অর্থ পড়ে দেখবেন অনেক কিছু পরিস্কার বুঝা যাবে। একটা জিনিস খুব ভালোমত উপলব্ধি করলাম মানুষ যা খায় তার প্রভাব খুব তাড়াতাড়ি স্বভাবে পড়ে। এ নিয়ে ইনশাআল্লাহ কোন এক সময় পোস্ট লিখবো। আরবদের অতি ভোজনের কারণে পাকস্থলী অনেক বেশি ব্যস্ত থাকে, মস্তিষ্ক কাজের সুযোগ পায় না তাই কি করা উচিত দিশা পায় না। ওদের অতিসত্বর চর্বি কমানোর ব্যবস্থা না নিলে পুরা মুসলিম বিশ্ব বিপদে পড়তে পারে। আল্লাহ হেপাজত করুক।
১০| ০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: ফিলিস্তিনিদের পক্ষে গিয়ে কেন আমাদের দেশে জুতো চুরী করতে হবে?
০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৪১
আরোগ্য বলেছেন: কি করবে কন টাকা দিয়া বাটার জুতা কিনা পারবে না তাই সুবর্ণ সুযোগ লুফে নেওয়ার চেষ্টা করলো।একটা কথা আছে না, ইজ্জত যায় না ধুইলে আর খাসলত যায় না মরলে।
১১| ০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:২০
রানার ব্লগ বলেছেন: আমাদের পূর্বপুরুষ যে নিচু জাতের ছিলো তার প্রমান আমরা প্রতি পদে পদে রেখে যাচ্ছি । ফিলিস্থিনিদের প্রুতি সহমর্মিতা দেখাতে গিয়ে লুটপাট করছি ।
০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৪
আরোগ্য বলেছেন: ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা ঈমানের দাবী কিন্তু কাজকর্ম, চালচলনে তো পূবপুরুষের পরিচয় বেরিয়ে আসে।
১২| ০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৬
নতুন নকিব বলেছেন:
ফিলিস্তিনে ইসরায়েল যা করছে তা ইতিহাসের ভয়াবহ নিকৃষ্ট গণহত্যা। আরব বিশ্ব নিরব দর্শকের ভূমিকায়। পশ্চিমা বিশ্ব খুনীদের দোসর।
০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৫০
আরোগ্য বলেছেন: পশ্চিমা বিশ্ব যা করছে তা হলো উলঙ্গ আস্ফালন কিন্তু আরব বিশ্ব......
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:২৩
রাসেল বলেছেন: সমগ্র মানব জাতির জন্য কলঙ্ক। মানুষ হিসাবে নিজের প্রতি নিজের ঘৃণা জানিতেছি।