নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছুই নেই তবুও যদি কারো নিতান্তই জানতে ইচ্ছে হয় তাহলে ঢু-মারুন facebook.com/aru.sokal-কিংবা[email protected]

অরুদ্ধ সকাল

কথা না রাখার স্বদেশে; আর কথার কন্টক বেঁধাতে চাইনা। তাই কথার রাজ্যে কথার ফেরি করে ফিরি রোজ। হা-পিতেশ করতে গিয়েও ঠেকে যাই। হয়তো জীবনটা এমনই কেউ হারে কেউ জেতে।ভালবাসার সংবৃতি নেই বলে আহত হই; তবুও পড়ে থাকি নুড়ি’র মতো যদি মুক্তো ভেবে কেউ হাতে তোলে; যদি ওঁচলা ভেবে কেউ ছুড়ে ফেলে তবুও তেমনি থাকি, যেমনি আছি এখনো। কারও সংবেদ্য না হতে পারি নৈবেদ্য হতে দোষ কি!!\nযোগাযোগ: facebook.com/aru.sokal

অরুদ্ধ সকাল › বিস্তারিত পোস্টঃ

.............. যে সুখ বিকিয়ে দিয়ে দুঃখ কিনতে চায়..............

১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ২:১৪















যে ব্যাথা লুকায় কথার ছলে,

বুকের রেলগাড়ি চলে যার ব্যাথার কয়লা ভরে।

যার হাত পা ভরা ছ্যাকা আগুন দাগা,

যার কষ্ট ঝুলে থাকে হৃদয়ের ঘর জুড়ে।

তাকে আর কি শান্তনা দেব বলো।



সে.যে একা থাকা মাঠে,

কিংবা জনশূন্য সাগরে;

ভাসা স্বপ্নের বিভোরে,

সময় কে পোড়ায় অবিরত।

মঙ্গা,দাঙ্গা,হাঙ্গামাকে যে রেখেছে সযতনে জীবন শিকোয় তুলে।



যে পেয়েও হারায়, পরম সে সুখ,

যে আধাঁর বাধে আলো ভরা বুক;

যে কয়লা পাহাড়কে কাছে টানে,

চুম্বন করে তার গায়।

যে সর্বনাশে চুপ করে রয়;

যার জমে থাকা ক্লেশ লুকিয়ে আড়ালে করে হায় হায় !!



তাকে কি আর বলবো .......... .

যে সুখ বিকিয়ে দিয়ে দুঃখ কিনতে চায়।











----------------------------------------------------------------------------------

কবিতাটা একটা দু:খী মেয়ের কষ্ট দেখে লিখেছিলাম

সে, তখন ভিক্ষ্যে করছিলো একটা লোকাল ট্রেনে .............আর আমি ছিলাম যাত্রী।




মন্তব্য ১৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৪৪

লেখোয়াড় বলেছেন: সুন্দর। ভাল লাগল। +++

১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৩২

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ
লেখোয়ার

২| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫০

পাহাড়ের কান্না বলেছেন: তাকে কি আর বলবো?

সুন্দর।

১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৪০

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ

আপনি কেমন আছেন?

৩| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৭

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো

১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৮

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ সায়েম

৪| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৮

পাপতাড়ুয়া বলেছেন: ফিল টা ভালোই।

প্লাস।

কেমন আছো,সকাল বন্ধু?

ব্যথা বানান টা ঠিক করে নাও।

১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৩

অরুদ্ধ সকাল বলেছেন:

ভালো আছি বন্ধু ......................
আমি তো খালি বানান ভুল করি
ফিলটা ট্রেনে বসে থেকেই আসছে ...............................
চারদিকে রোমান্টিকের এতো ছড়াছড়ি যে সাধারণদের কে নিয়ে লেখার সময় খুব কম থাকে সবার।

ধন্যবাদ
ভালো থাকো

৫| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৭

অন্ধ আগন্তুক বলেছেন: যে সর্বনাশে চুপ করে রয়;
যার জমে থাকা ক্লেশ লুকিয়ে আড়ালে করে হায় হায় !!

যে সর্বনাশে চুপ করে রয়;
যার জমে থাকা ক্লেশ লুকিয়ে আড়ালে করে হায় হায় !!


আক্ষেপ !!!

অ ট - সকাল রয় তাহলে শুধুই গদ্যকার !!! আর অরুদ্ধ সকাল কবিতাও লেখে বেশ !!!

১৫ ই আগস্ট, ২০১০ রাত ৮:১৭

অরুদ্ধ সকাল বলেছেন:

হ্যা ঘটনাটা তো
এখানেই
অরুদ্ধ শুধু কি কবিতাই লিখছে.........কি ?


______________________________


অনেক ধন্যবাদ

৬| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:০৪

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: ভালো লাগলো দেখে যে কেউ এসব নিয়ে লিখে যাচ্ছেন! কবিরা ত ভীষণ আত্মকেন্দ্রিক এখন, মাটি স্পর্শ করবার ইচ্ছে

কারোরই দেখি না...

সকাল রয় তাহলে শুধুই গদ্যকার !!! আর অরুদ্ধ সকাল কবিতাও লেখে বেশ !!! - ইহার ব্যাখ্যা চাই কবি...

১৫ ই আগস্ট, ২০১০ রাত ৮:২০

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ
বস !!!

আসলে আমি চেষ্টা করছি.......................


আসলে ইহার ব্যাখ্যা ...............

৭| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫৭

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: মুগ্ধতা!! +

১৫ ই আগস্ট, ২০১০ রাত ৮:০৬

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ
মনসুর ভাই

৮| ১৬ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৩২

করবি বলেছেন: এই সব ভাবনায় আক্ষেপের শেষ কোথায় সকাল !!

১৬ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৪৭

অরুদ্ধ সকাল বলেছেন:

কবি
আসলে এই সব ভাবনারা প্রতিদিন চোখের সামনে ভাসে ।


ধন্যবাদ

৯| ১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:২৩

বাবুল হোসেইন বলেছেন: ভালো। কবিতার ভাবনা সুন্দর।


গল্পটাও।

ভালো লাগা রইল।

+++


১৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:১৫

অরুদ্ধ সকাল বলেছেন:

thanks kobi

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.