![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার আবদারে
অদ্য ভোর জাগা লাগে,
৮ টায় বেড়িয়ে বাসে
ঢুলতে অফিস আসা লাগে।
অভিমানের তীক্ষ্ণ ছটা
সেরম মিষ্টি মিঠা লাগে
সরু তিতা কথা তোমার
শুনতে চরম গরম লাগে।
অধিকারী ভালোবাসায়
অধিকার থাকা লাগে,
সেই অধিকারের রানী তুমি
আমায় তখন রাজা লাগে।
ক্ষেপলে যখন আমায় তখন
আস্ত গো - বেচারা লাগে।
থামছ এবার, এবার থামো
চোখটি মুছে জল,
গো-বেচারার ভালোবাসায়
তুমিই শিকড় তল।
ভালোবাসার ছড়া, ১৪/২/২০১৮
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০
স্বরূপ অরূপ বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪
স্বরূপ অরূপ বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ছড়া
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪
স্বরূপ অরূপ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০
সৈয়দ ইসলাম বলেছেন:
আপনার পদ্য ভাল লাগলো। তবে পুরাতন শব্দ পরিহারে নতুন শব্দ প্রয়োগ, সহজ ও সাবলীল ভাষা প্রয়োগে কবিতা বেশি মধুর হয়ে উঠে। ধন্যবাদ ও শুভকামনা।
ও হ্যা, লক্ষ্য করলাম খুব পাশাপাশি সময়ের মধ্যেই আপনি তিনটি লেখা পুস্ট করেছেন। এমনটায় পাঠক আপনার লেখার প্রতি হয়ত ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। আবারো ধন্যবাদ।