নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এতো বিহবল কেন বিটপী লতায়? জল দাও তারে শিকড়ে আকড়!

স্বরূপ অরূপ

স্বরূপ অরূপ › বিস্তারিত পোস্টঃ

ঘুরপাখিদের ঘোরাঘুরি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

ঘুরপাখিরা পাখনা মেলো
ঘুর পাখিরা ঘুর
মেঘালয়ের প্রাচির ঘেঁষা
কোন সে সমুদ্ধুর ।
ঘুরপাখিরা ইচ্ছেমত
পালে লাগুক হাওয়া,
সো্মেশ্বরীর বাঁকা চোখে
বন্ধ নাওয়া দাওয়া ।
ঘুরপাখিরা সাবধান
অনেক খালবিল ,
একটু হলেই ভাসতে পারে
তোমার আমার দিল ।
ঘুরপাখিরা আরও আছে
করে নাও মার্চ,
সময় পেলে ঘুরতে হবে
রানীখং চার্চ ।
তারপর আরও আছে
সময় মেপে প্লে
খুটিয়ে খুটিয়ে দেখে নেবো
চায়না ক্লে ।
নীল, হলুদ পানি আছে
রৌদ্র ছায়া দিয়া ,
পিং বরনের খনি পাহাড়
জুড়াইবো এই হিয়া ।
সবুজ মাঠে নদীর পাটে
মায়ায় লাগা নূর খনি
দাড়িয়ে আছে স্মৃতিসৌধ
হাজংমাতা রাশমনি ।
শেষ হয়েও হইবে না শেষ
সময় এক বুড়ি,
কাঁটায় কাঁটায় মেপে ধরে
ঘুরবো বিরিশিরি ।
(বন্ধুদের নিয়ে বিরিশিরি যাওয়ার প্রেক্ষাপট নিয়ে লিখে ফেলি এই ছড়াটি। সময়- ২০১৪, ফেব্রুয়ারির শেষ)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর হয়েছে।

++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

স্বরূপ অরূপ বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লেগেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

স্বরূপ অরূপ বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো হয়েছে। সাধু-চলিত মিশ্রণ না ঘটালেও বোধহয় চলতো।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮

স্বরূপ অরূপ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.