![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি বলা হয় কতটা বদলেছি আমি ... একটুও না।
যদি বলা হয় কতটুকু বদলেছে চারপাশ ...... একটুও না।
এখনো হৃদয়ের মাঝে ভালোবাসার কুঠির
কেউ বাস করে, কেউ করে না।
অনুশোচনার দাবদাহ নেই কোন।
নৌকার ভেলায় এলিয়ে দিয়ে গড়া এই জীবন
এক পাড় থেকে অন্য পাড়ে যায়... আমিও যাই।
দেখি তার রং,রূপ বদলায়।
অনেক মানুষ অমানুষের ভিড়ে ঐ আমি
কখনো আগলে ধরি সখা, আপনজন।
হাওয়ায় ভেসে তারাও যায় এক এক করে দূর অমানিশায়...
তবু বদলায় না সূর্যের কক্ষপথে ঘোরা।
বদলায় না ভালোবাসা, ঘৃণা।
যদি বলা হয় এই অর্থহীন জীবনের মানে কি? ...... কিছুই না।
যদি বলা হয় এই জীবনে হারিয়েছি কি? ......... কিছুই না।
চারপাশে নষ্ট উল্কার ভীতি, পোড়ায় অস্থিমজ্জা,
কলমের খোঁচার বিনিময়ে কোপ।
ঝরে রক্তবিন্দু অসভ্যের ত্রাসে,
নিরপেক্ষতার চাদরে নেড়ি কুকুরেরা কাশে।
শ্মশানের তাপ ধুয়ে মুছে যায় যদিও
দাগ লেগে থাকে অন্তরচিতে।
যদি বলা হয় এই অসভ্যতার মাঝে বেঁচে থাকার মানে কি? ...... কিছুই না।
যদি বলা হয় নষ্টদের মাঝে আলো ছড়িয়ে লাভ কি? ...... এক প্রলম্বিত যুদ্ধ।
যদি বলা হয় এই প্রলম্বিত যুদ্ধের শেষ কোথায়? ...... হয়ত প্রলম্বিত ‘কিছুই না’।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২
স্বরূপ অরূপ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: কিছুই না বলা টা সহজ। কিন্তু বাস্তব বড় কঠিন।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২
স্বরূপ অরূপ বলেছেন: হা এটাও ঠিক
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯
স্বার্থহীন বলেছেন: আসলে জীবনের মানে ----কিছুই না।