নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এতো বিহবল কেন বিটপী লতায়? জল দাও তারে শিকড়ে আকড়!

স্বরূপ অরূপ

স্বরূপ অরূপ › বিস্তারিত পোস্টঃ

চাওয়া না চাওয়ায়

২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৮

নরম সকালে তাপের আদর মিছে
মাথায় উঠলে রাগাবে,
আমার চাই টং- এর মায়া, চুম্বন চুমু।
গাঢ় ছোয়ায় সূর্যের মায়া তো
বিকেল শেষেই পালাবে,
আমার চাই ছায়ার চাদর, পরম কাতর।
শরীরের টান তো রঙ্গিন মরিচিকা
সময় শেষে উদাও,
আমার চাই চিন্তার খোরাক, সবুজ আলিঙ্গন
বয়স শেষেও বাঁচাবে।
আমার চাওয়া না চাওয়াও ধূসর কিন্তু
ক্ষণে ক্ষণে আপেক্ষিক
আমার চাই না চাওয়া অনেক, বিশাদ রতি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার চাই টং- এর মায়া?

টং- এর মায়া কী??

২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৭

স্বরূপ অরূপ বলেছেন: টং এর চায়ের দোকানে যে চা খাওয়া হয়, সেই চা যে মায়া দেয় সেই মায়া।

২| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও! বুঝেছি।

ধন্যবাদ।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৬

স্বরূপ অরূপ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব চাওয়াই কি পূরণ হয়।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৫

স্বরূপ অরূপ বলেছেন: চাওয়া পাওয়া নিয়ে বলতে পারছি, এটাই বা কম কি

৪| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৫

স্বরূপ অরূপ বলেছেন: ধন্যবাদ

৫| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৬

আকতার আর হোসাইন বলেছেন: চাওয়া, না চাওয়া সব সময় রয়ে যায় অপূর্ণতা,

ধুসর সময়েও স্বপ্ন দেখি..

স্বপ্নেই আমার যত ব্যস্ততা
স্বপ্ন বুকের মাঝে আগলে রাখি..

আমি স্বপ্ন নিয়েই তবে বাঁচতে চাই..

স্বপ্ন দেখতে যে বাধা নাই.. বাধা নাই..

তাই আমি শুধু স্বপ্ন আর স্বপ্ন বুকের মাঝে আগলে রাখি..

স্বপ্ন নিয়েই আমি ভুবন মাঝে বাঁচিবার চাহি..


ভাই,, আপনার কবিতার মন্তব্য করতে গিয়ে নিজেই একটি ছোট্ট কবিতা লিখে ফেললাম।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬

স্বরূপ অরূপ বলেছেন: দারুণ।

৬| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৭

কক্ষচ্যুত ধ্রুব বলেছেন: প্লেটোনিক ভালোবাসা নিয়ে লেখা নাকি?

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮

স্বরূপ অরূপ বলেছেন: না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.