![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি বলি বসন্ত, তুমি শুধুই একটা নাম
তবে কি ভুল হবে? হয়ত না.....
যদি বলি ঘোর সেটা, হারিয়ে যায়।
এক অবাধ্য ষাঁড়ের উপর চেপে
হারায় রূপ, লহমা, যৌবন।
অবাধ্য বিশ্বায়ন, অবাধ্য আগ্রাসে
গিলে ফেলা প্রকৃতির নির্যাস যেন
এক অতিথি পাখি।
বাঁচতে হয় বলে বেঁচে থাকার যে করুণ নিনাদ,
তাই ধরাধামে এসেছ কী তুমি... প্রকৃতি?
তবে এই যে এতোশত রূপ, চরিত বর্ণনা
এতোশত অ্যাখ্যাণ, আবেগ নির্মাণ।
আজন্ম চেহারা হারিয়ে ক্ষণিকের বেশ,
এই কি শেষ, লিখা কবিতা?
কবিতা হারিয়ে যদি নবিতা জন্মায়
তবে মাহাত্ব্য কিসে তোমার?
পৃথিবীর রূপ বদলায়, শাশ্বত প্রকৃতিও কী তবে?
জন্ম মৃত্যুই ভবিতব্য হয় যদি,
বদলিয়ে রঙ, রূপ, নাম
সবই যদি বদলায়,
তবে মায়াও কি বদলায়?
বসন্তের মায়া?
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০
স্বরূপ অরূপ বলেছেন: প্রশ্নটা সবসময়ের।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬
আরিফুল হক৩৫ বলেছেন: কবি, আপনার কবিতাটা আবৃতি করে YouTube এ দিতে চাই। যদি অনুমতি দেন।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
স্বরূপ অরূপ বলেছেন: অবশ্যই দিতে পারেন। তবে কিন্তু যদি হচ্ছে, আমার নামখানি উল্লেখ করতে পারলে খুশি হবো। আর কাজটি শেষ করে আমাকে দেখাবেন আশা করি। শ্রোতা হিসেবে আমিও আপনার আবৃত্তি শুনতে চাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: বসন্ত বিদায় নিতে অল্প কিছুদিন বাকী। শেষ বেলায় এসে প্রশ্ন??