![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্দোলনে আন্দোলিত হই,
রক্তের শিরা উপশিরায় জাগে খানিক তাপ।
তারপর, মাইন্ড স্ট্রোক।
বিভ্রম ভাঙ্গে! ভাঙ্গে কি?
কালের গহবর ডাটা পাস করে।
জানায়, সব তো এক একটা হলুদ ফটোগ্রাফি!
বাস্তুচ্যুত হয়, হস্তচ্যুত হয়, আদর্শচ্যুত হয়
এক প্রথা নেমেছে আরেক প্রথার বিরুদ্ধে।
প্রথা কি জানে, সে নিজেই এক অভিশাপ।
বুঝতে পারি,
প্রথাদের এই যুদ্ধে অবলার কাজ নেই, অনুকম্পা দেওয়া ছাড়া।
১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১০
স্বরূপ অরূপ বলেছেন: পড়বার জন্য আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল বলেই ধন্যবাদ না জানিয়ে পারছি না, ধন্যবাদ