নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

মানুষটা আসলে ভালো ছিল না ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

ব্লগেই পরে আছি বেশ অনেকক্ষণ , কেমন যেন ব্লগের স্ক্রিনে দিনটি আটকে আছে , কিছুতেই সরতে পারছি না । টিপ টিপ একটা পানি পরার শব্দ আসছে । রান্নাঘরের কলটা একটু ঢিলা হয়ে গিয়ে এরকম হয় মাঝে মাঝে । আর যখন বাসায় কেউ থাকে না ঐ ছন্দময় শব্দটি আমাকে সঙ্গ দেয় , তখন মনে হয় কেউ না থাক পানির ফোঁটাগুলো তো আছে ।

কে যেন হঠাৎ কলিং বেলটা বাজাল , ভাল্লাগছিল না তাই দরজাটা খুলিনি । মানুষটি বেশ ভালো ছিল , কেন বলছি ? কারণ সে বেলটা একবারি বাজিয়ে চলে গেল । হয়তো সেও চায়নি বাড়ির ভেতরের মানুষটিকে বিরক্ত করতে ।

আজ ভাবছি সবার লেখা পড়বো আর ভালো লাগার লেখাতে ভালো লাগা জানিয়ে আসবো । ব্লগিং চলছে , সাথে সাথে চলছে রবীন্দ্রসঙ্গীত "সেই ভালো সেই ভালো , আমারে না হয় না জানো " ভীষণ সুন্দর একটি গান । আমার ভালো লাগা গান গুলোর মধ্যে অন্যতম । এই গানের শব্দ গুলো কেমন যেন শিরায় শিরায় মিশে গেছে আমার , রক্তবিন্দুর সাথে সাঁতার কেটে হৃদপিণ্ডে এসে লাগে , ভীষণ ভালো লাগার একটি গান । শুনেছি রবীন্দ্রসঙ্গীত নাকি তানের নয় প্রাণের , প্রাণভরে উপভোগ করতে হয় , প্রতিটি কথার মানে বুঝতে হয় ।

হঠাৎ মনে পরে গেল , আজ তো আমার কিছু বই ডেলিভারি আসার কথা ছিল । দৌড়ে দরজার কাছে গিয়ে দেখলাম একটা অ্যাপোলজি লেটার পরে আছে । পোস্টম্যান একবারই বেল বাজিয়ে তার দায়িত্ব শেষ করে চলে গেলো । এখন আমাকে রয়াল মেইল থেকে কষ্ট করে বইগুলো নিয়ে আসতে হবে । খুব রাগ হচ্ছিলো পোস্টম্যান এর উপর , সে তো আরও কয়েকবার বেল টা বাজালেও পারতো । এখন মনে হচ্ছে মানুষটা আসলে ভালো ছিল না ।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

গেম চেঞ্জার বলেছেন: ঘটনা সত্যি হলে উচিত শিক্ষা হইছে । =p~ =p~ =p~ আর মিছে হইলে বলব অসাধারণ । চমৎকার ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

গুলশান কিবরীয়া বলেছেন: দুর্ভাগ্য বশত ঘটনা সত্য । অনেক ধন্যবাদ আপনাকে ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন:

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

গুলশান কিবরীয়া বলেছেন: বাবা সাধু আপনার আহে না । সাধুদের ই তো শুনেছি অঅঅঅনেক ফিলিংস থাকে । অনেক ধন্যবাদ আপনাকে ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: নানান জটিলতায় অামার অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে । সহজে অাবেগ অাসেনা!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

গুলশান কিবরীয়া বলেছেন: জটিলতায়ও আলাদা কিছু আবেগ থাকে , খুজে দেখতে পারেন । সাধনায় সবই সম্ভব রূপক বিধৌত সাধু , নামটা চমৎকার আপনার ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

সাহসী সন্তান বলেছেন: লেখাটা একটু ছোট হইলেও পড়তে বেশ ভাল লাগছিল। সবে মাত্র পাড় শুরু করেছি, এর মধ্যেই দেখলাম শেষ হয়ে গেল! আপনার প্রথম মন্তব্যের উত্তরে বুঝতে পারলাম যে ঘটনাটি সত্য। আসলে সত্য ঘটনা গুলো সব সময় এমন ছোটই হয়। তাই আর বেশি কিছু বলবো না। তবে উচিত শিক্ষাটাযে হয়েছে এটাতো নিশ্চিত?? :P কিন্তু পড়ার পরে আপনার তখনকার অবস্থাটা মনে পড়ে সামান্য একটু হাসি লাগলো.........!! ;)

ধন্যবাদ সুন্দর লেখার জন্য!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ সাহসী সন্তান । প্রবর্তিতে বড়ো করে লিখবো । আসলে এখনো শিক্ষা হয়নি , না হলে বসে আছি ব্লগে ।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ তো চমৎকার এক অনুগল্প !
অভিনন্দন !!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

গুলশান কিবরীয়া বলেছেন: ভীষণ ভালো লেগেছে আপনার ভালো লেগেছে বলে । অনেক ধন্যবাদ ।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০

হ্যাকার সাহেব বলেছেন: অনেক ভাল লাগলো আপনার লেখাটা......!
কিন্তু আপু একটা কথা,,, আপচয় করা ভাল না , তাই দয়া করে কোন কাছের মিস্ত্রী ডেকে কল টা ঠিক করে নিবে বলে আশা করছি! :)
আর একটা কথা শিরোনাম টা একটু হলেও মনের ভিতর আমার নাড়া নিয়েছে! কারণ, লোক টা আসলেই ভাল ছিল,
তার উপর অনেক দ্বায়িক্ত্ব !এক জায়গায় যদি এত সময় ব্যয় করে তাহলে অন্য জায়গায়ে যেতে আর ও অনেক সময় লাগবে।





শুক্রবার বলে কথা তাই তাড়াতাড়ি চলে গেছে!



তার পর মোটামো

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪

গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পড়ারা জন্য । আসলে কলটা ঠিকই আছে , একটু জোরে টাইট করে লাগাতে হয় । ঐ সময়টাতে এতো আলসেমি ধরেছিল যে উঠে গিয়ে ওটাকে টাইট দিতে ইচ্ছা হচ্ছিলো না । লন্ডনে রয়্যাল মেইল এর পোস্টম্যান গুলো খুব ফাঁকিবাজ হয় সবসময় ,দরজা খুলতে একটু তো সময় লাগবেই ততটুকুও তারা অপেক্ষা করতে নারাজ । একেবারে ঝরের গতিতে চলে ।

৭| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

রুদ্র জাহেদ বলেছেন: আপুনি আপনার চমৎকার লেখা পড়ার দ্বারা একটা অভিজ্ঞতা নিয়ে ফেললাম কিন্তু

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:৫৩

গুলশান কিবরীয়া বলেছেন: কি অভিজ্ঞতা ?

৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৪

ডাঃ মারজান বলেছেন: আরেকটু বেশি লিখলেননা কেন! শেষ হয়ে গেলো! ভালো লাগছিল!

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১

গুলশান কিবরীয়া বলেছেন: তাই , ভালো লাগছিলো ? আসলে খুব সামান্য একটা ছোট মুহূর্তের একটি ঘটনা , এর চেয়ে বড়ো হলে হয়তো ভালো লাগতনা ।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮

সুহায়েল বলেছেন: কেমন আছেন

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

গুলশান কিবরীয়া বলেছেন: জি ভালো আছি , আপনি ভালো তো ? আমার ব্লগে আপনাকে স্বাগতম । অনেক শুভকামনা জানবেন ।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

আরজু পনি বলেছেন:

হাহাহাহা মজা পেলাম।
সুহায়েল এর ব্লগের সুত্র ধরে এই পোস্টে এলাম, ভেবেছি হয়তো নতুন পোস্ট। তারিখ দেখি সেপ্টেম্বর মাসের ।

আপনি এতো ঘনঘন প্রোপিক বদলান কেন ? নিজেকে ভিন্ন ভিন্ন রুপে দেখতে চান ? নাকি অস্থির ?

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ সুহায়েলকে ওনার বরকতেই আপনি এই লেখাটি পরেছেন । :D

আপনাকেও অশেষ ধন্যবাদ পড়ার জন্য আর মন্তব্যের জন্য । :D

আর প্রোপিক এর কথা বলছেন - আর বলেন না , আগের ডাইনী ছবিটা দিয়েছিলাম সাহসী সন্তানকে ভয় দেখানোর জন্য । সে ভয় পাচ্ছে না , ভীষণ সাহসী রে বাবা !! ;) এখন কোন ছবিতেই সন্তুষ্ট হতে পারছি না , একটু অস্থিরতার মধ্যে আছি - এটা সত্য । B-) দেখি সহব্লগাররা রাজি থাকলে এটাকেই পার্মানেন্ট রাখবো - তাদের মতেরও তো একটা দাম আছে , কি বলেন ? ;)

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

খায়রুল আহসান বলেছেন: একটা বিশেষ ক্ষণের অনুভূতিকে সুন্দর উপস্থাপনা করেছেন। টুপ টুপ পানি পড়ার শব্দ, 'সেই ভালো সেই ভালো' গান, কল বন্ধ করার জন্য উঠতে আলসেমি, এমনকি আগন্তুকের কলিং বেলে সাড়া দিতেও, এবং পরে এর জন্য আক্কেল সেলামী, সব মিলিয়ে একটি সুন্দর অনুগল্প লিখে ফেলেছেন।
গল্পে ভাল লাগা। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.