নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকেল গড়িয়ে আঁধার নামে ,
সন্ধ্যা প্রদীপ জ্বলে ।
দূর আকাশে উড়ছে পাখী ,
যায় সুদূরে চলে ।
কোন সুদূরে চলছে তারা ,
কোথায় তাদের বাড়ি ?
চলছে তারা দুর্নিবারে ,
উড়ছে সারিসারি ।
অধীর হয়ে রই অপলক
অলীক সুখে হাসি ।
বাতাস হয়ে মনের সুখে
দূরদেশে ঘুরে আসি ।
চায় যেতে মন অনেক দূরে ,
সুদূর কোন পারে ।
মেঘের সাথে যেতেও রাজি
দুর্গম অভিসারে ।
সন্ধ্যা শেষে নিকষ কালো
আঁধার নেমে আসে ।
গুমরে কাঁদে মনটি আমার
অতীত মনে ভাসে ।
প্রাণের শহর অনেক দূরে,
ছেড়েছি সেই কবে !
মানসপটে থাকবে আঁকা
জীবন্ত হয়ে রবে ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩
গুলশান কিবরীয়া বলেছেন: প্রাণের শহর ঢাকাকে অনেক মিস করি । ঠিক ধরেছেন আপনি । অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩
মহা সমন্বয় বলেছেন: এক গবেষণায় দেখা গেছে অস্ট্রেলীয়ার অপেরা হউজের মনোরম পরিবেশে ২ ডলারের এক মগ কফির চেয়ে ঢাকার টং দোকানের মশার কামড় সহ্য করে ২ টাকার এক কাপ চা অনেক উত্তম।
কবিতার মধ্যে স্পষ্টই শেকড়ের টান লক্ষ্য করা যাচ্ছে। প্রাণের শহর ঢাকা শহর যে যেখানেই থাকুক ভাল থাকুক।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য । আপনি যথার্থই বলেছেন । ঢাকা শহর যেমনই হোক , ঐ মাটিতেই দুরন্ত সময় গুলো কেটেছে , তাই কিছুতেই ভুলতে পারিনা দুরন্ত ঢাকা শহরকে ।
অনেক অনেক ভালো থাকবেন ।
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭
অগ্নি কল্লোল বলেছেন: ভাল লাগা রইলো।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল ।
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫
মাসুদ মাহামুদ বলেছেন: চমৎকার সমাহার
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭
গুলশান কিবরীয়া বলেছেন: অনিঃশেষ ভালোবাসা রইল । ভালো থাকবেন সবসময় ।
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: চমৎকার শব্দশৈলী~
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।
৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসাধারণ লেখনি! এই লেখাটি ভালো লেগেছে।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । অনেক ভালো লাগলো মন্তব্যে ।
৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
কল্লোল পথিক বলেছেন: সন্ধ্যা শেষে নিকষ কালো
আঁধার নেমে আসে ।
গুমরে কাঁদে মনটি আমার
অতীত মনে ভাসে ।
অসাধারন কবিতা।
এক রাশ ভাল লাগা রেখে গেলাম।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যে । আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ।
৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
জনৈক অচম ভুত বলেছেন: প্রাণের শহরের প্রতি টান অনুভবের ছন্দময় কবিতাটি ভাল লাগল।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । পাঠে ও মন্তব্যে অনেক ভালো লাগা ।
৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় প্রিয় শহরের প্রতি বেশ আবেগ ফুটে উঠেছে । ছন্দও সুন্দর । ভাল লেগেছে কবিতা ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবিকে । ভালো থাকবেন ।
১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
অন্তঃপুরবাসিনী বলেছেন: আপু আপনার কবিতা মন ছুঁয়ে গেল।
+
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
গুলশান কিবরীয়া বলেছেন: ভীষণ ভালোলাগায় মন ভড়ে গেলো আপনার সুন্দর মন্তব্যটিতে । অনেক শুভকামনা রইল ।
১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
আরজু পনি বলেছেন:
দারুণ ছন্দময় কবিতা।
এটা মিস করা হলেও সুখ সুখ অনুভূতি আছে।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য । আসলেই একটু সুখ সুখ অনুভূতি রয়েছে এখানে , কোথায় যেন না পাওয়াতে একটা আদ্ভুত সুখানুভূতি ।
অনেক ভালো থাকবেন আরজু পনি ।
১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নিজের শহর। নিজের চারপাশ। অন্যরকম আবেগ জড়ানো। কবিতায় যা স্পষ্ট। ছন্দেময় স্মৃতিকাতরতায় +
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
গুলশান কিবরীয়া বলেছেন: দুর্দান্ত সময় গুলো , আবেগ জড়ানো ঢাকা শহর - খুব মনে পরে । অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
১৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যেন ছন্দে ছন্দে কবিতা দুলছে ---- অপূর্ব ------ মুগ্ধ হলাম
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আর আমার ব্লগে স্বাগতম আপনাকে । আপনাকে মুগ্ধ করতে পেরে আমিও ভীষণ মুগ্ধ ।
অনেক ভালো থাকবেন ।
১৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮
আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,
পাহাড়ের ওধার থেকে পড়ন্ত সূর্য্যের শেষ আলোটুকু গায়ে মেখে পড়ে থাকা লেকের জলের কাছে একাকী দাঁড়িয়ে কারও নষ্টালজিক হতেই হয় । তবেই তো মনখানি তার যায় দূরদেশে ভেসে, বাতাসে বাতাসে । যেখানে ফেলে এসেছে সে তার শৈশব , কিশোরীবেলা । সেই দূরদেশের লাগি তার মনও যে কাঁদে !
ভালো লাগলো এমন উড়ুউড়ু ভাবনাগুলো ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ বলেছেন । মুগ্ধ হলাম আপনার সুন্দর মন্তব্যটিতে । আসলেই , মাঝে মাঝেই উড়ু উড়ু হয়ে যায় এই মন ।
অনেক অনেক ভালো থাকবেন ।
১৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১
জুন বলেছেন: দূরে থাকে বলেই প্রানের শহর হয়ে যায় গুলশান কিবরিয়া। কিন্ত আমরা যখন তাতে বাস করি তখন তাকে প্রানে ঠাই দেই না এটাই পরম সত্য আমি আপনি সবার বেলায় ।
অনেক অনেক ভালোলাগা কোন এক শহরের জন্য আপনার আকুতি।।
+
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে পাঠ করার জন্য আর সুন্দর একটি মন্তব্যের জন্য । সত্যিই তাই , দূরে না আসলে হয়তোবা কোন দিনও বুঝতাম না শহরটা আমার এতো প্রিয় । ধুলোবালির অস্বাস্থ্যকর আর বসবাসের অযোগ্য ঢাকা শহরেই আমি যাই শান্তির নিঃশ্বাস ফেলতে । ঐ ধুলোবালিতেই মিশে আছে আমার শৈশব , সকল দুরন্ত বেলা ।
অনেক ভালো থাকবেন ।
১৭| ০১ লা মার্চ, ২০১৬ ভোর ৬:৫৫
রাবেয়া রাহীম বলেছেন: পড়তে পড়তে হারিয়ে গেলাম সেই প্রাণের শহরে । সুন্দর কবিতা।
প্রাণের শহর ঢাকা আমিও ছেড়ে এসেছি এক যুগ আগে । ভাল থাকবেন কবি । ভাল লাগলো ।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:২৯
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবি । ভালো থাকবেন ।
১৮| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: প্রাণের শহর অনেক দূরে,
ছেড়েছি সেই কবে !
মানসপটে থাকবে আঁকা
জীবন্ত হয়ে রবে । তিনটি বছরের জন্য অনেক দূরে ছিলাম এই শহর ছেঁড়ে, আবারো ফিরে এসেছি।
অনেক ভাল লিখেছেন আপু।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৩৩
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি মাহবুবুল আজাদ । অনেক ভালো লাগা রইল আপনার মন্তব্যে ।
১৯| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:২৯
তার আর পর নেই… বলেছেন: ছবিটা কি আপনার নাকি?
দুঃখ দুঃখ আর স্মৃতিচারণ … ভাল লেগেছে। +
০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৩৫
গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , কে জানে কোন পাগলী দাঁড়িয়ে আছে লেকের ধারে ।
অনেক অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।
২০| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:২১
আবু শাকিল বলেছেন: কবিতায় দারুন ছন্দ খোঁজে পেলাম।
ছন্দে ছন্দে কবিতা।
আজকাল ব্লগে আপনাকে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়।নিশ্চয় ব্যস্ত আছেন।
ভাল থাকবেন।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৪৮
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য । হ্যাঁ , একটু ব্যস্ত হয়ে পড়েছি আজকাল ।
আপনিও ভালো থাকবেন । অনেক অনেক শুভকামনা ।
২১| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:২৩
বিজন রয় বলেছেন: আফসোস ফুটে উঠেছে কবিতায়। ছন্দের মিল নজর কাড়ল।
++++
০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৫১
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য । ভালো থাকবেন ।
২২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩
আলোরিকা বলেছেন: 'চায় যেতে মন অনেক দূরে ,
সুদূর কোন পারে ।
মেঘের সাথে যেতেও রাজি
দুর্গম অভিসারে ।'----
- ' পরদেশী মেঘ যাও রে ফিরে। বলিও আমার পরদেশী রে।। সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একেলা ঘরে, বিরহ-ব্যাথা নাহি কি সেথা বাজে না বাঁশী নদীর তীরে।।বাদল রাতে ডাকিলে “পিয়া পিয়া পাপিয়া” বেদনায় ভ'রে ওঠে না কি রে কাহারো হিয়া? ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ জাগে না সেথা কি প্রাণে কোন ...কাজীনজরুল ইসলাম । '
কবিতায় প্রাণের শহরের জন্য হাহাকার ভালই ফুটে উঠেছে !
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আলোরিকা আপনার সুন্দর মন্তব্যের জন্য । এই নজরুল সংগীতটি আমার খুব পছন্দের ।
অনেক ভালো থাকবেন ।
২৩| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০০
সাধারন বাঙালী বলেছেন: ভালো লাগলো ।
হিংসাও লাগতেছে এতো সুন্দর কবিতা আহারে........................।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৭
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভালোলাগার জন্য এবং সেটাকে মন্তব্যে প্রকাশ করার জন্য ।
আর হিংসার কথা বলছেন ?
২৪| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই এক জ্বালা..
এই আবেগ অনেকটা সেই হারানো প্রথম প্রেমের মতোন....
পরে যতই রুপবতি/রুপবান, গুনবতি/গুনবান আর গভীর প্রেমিকা/প্রেমিক আসুকনা কেন- সেই হাহাকার বুঝি যাবার নয়
আপনারা আছেন কত শান্তিতে - এপারে ভাবি- আহা যদি যেতে পারতাম!!!!!
আর ওপারে আপনারা গিয়ে ভাবেন- হায়! কি হারিয়েছি
নদীর এপার ওপারের দীর্ঘশ্বাস ঘুচবার নয়
দারুন ছড়ায় দারুন প্রিয় শহরকে স্মরণে ++++++++++++++++++++
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৩
গুলশান কিবরীয়া বলেছেন: ঈশ , এতো সুন্দর করে বললেন !! একেবারে মনের কথাটি বললেন । সত্যিই প্রথম প্রেম চির অম্লান ।
প্রকৃত অর্থে মানুষ কখনোই কোন কিছু নিয়ে তৃপ্ত হতে পারে না । এ পৃথিবী তো তৃপ্ত হবার জায়গা না - তাইতো নদীর এপার ওপারের এতো হাহাকার ।
ভালো থাকবেন । অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।
২৫| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০
আহমাদ মাগফুর বলেছেন: ঢাকা আমায় কিবা দিলো জানি না। কিন্তু ঢাকাকে ছেড়ে যাবো ভাবতেই পারি না। ভালো লাগলো পুরনো নাগরিকের শহরের আবেগ।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪
গুলশান কিবরীয়া বলেছেন: আসলেই তাই , সুন্দর বলেছেন । ঢাকা শহরে আমার স্বর্ণ যুগ কাটিয়ে এসেছি ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
২৬| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০
রানার ব্লগ বলেছেন: প্রানের শহর কে মনের কোঠায় রাখুন, হেথায় বাস্তব বরই নিষ্ঠুর !!!!
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬
গুলশান কিবরীয়া বলেছেন: হ্যাঁ , আছে একেবারে মনের কোঠায় । বাস্তবতায় পদার্পণের আগেই ঐ শহর ছেড়েছি ।
২৭| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার। বেশ ভালো লেগেছে।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৭
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ভালো থাকবেন , ধন্যবাদ মন্তব্যের জন্য ।
২৮| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
নুরএমডিচৌধূরী বলেছেন: বিকেল গড়িয়ে আঁধার নামে ,
সন্ধ্যা প্রদীপ জ্বলে ।
দূর আকাশে উড়ছে পাখী ,
যায় সুদূরে চলে ।
কোন সুদূরে চলছে তারা ,
কোথায় তাদের বাড়ি ?
চলছে তারা দুর্নিবারে ,
উড়ছে সারিসারি ।
অধীর হয়ে রই অপলক
অলীক সুখে হাসি ।
বাতাস হয়ে মনের সুখে
দূরদেশে ঘুরে আসি ।
চায় যেতে মন অনেক দূরে ,
সুদূর কোন পারে ।
মেঘের সাথে যেতেও রাজি
দুর্গম অভিসারে ।
সন্ধ্যা শেষে নিকষ কালো
আঁধার নেমে আসে ।
গুমরে কাঁদে মনটি আমার
অতীত মনে ভাসে ।
প্রাণের শহর অনেক দূরে,
ছেড়েছি সেই কবে !
মানসপটে থাকবে আঁকা
জীবন্ত হয়ে রবে ।
কবিতায় ভাললাগা+++++++++++্
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৮
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য । ভালো থাকবেন ।
২৯| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
প্রামানিক বলেছেন: দূরে আছে বলেই কাছে টানতে মন চায়। চমৎকার কবিতা। ধন্যবাদ
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০
গুলশান কিবরীয়া বলেছেন: হয়তোবা তাই হবে , দুরের জিনিস কাছে পেতে চায় মন ।
অনেক ভালো থাকবেন । অনেক ধন্যবাদ ।
৩০| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
জেন রসি বলেছেন: দূরে থাকলেও স্মৃতিরা ঘুরে ফীরে আসবেই। অনুভুতির চমৎকার প্রকাশ।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ জেন রসি । ভালো লাগলো আপনার মন্তব্য ।
৩১| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮
গুলশান কিবরীয়া বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য । একে একে উত্তর দিবো সময় করে - একটু দৌড়ের উপর আছি ।
৩২| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৮
সাথিয়া বলেছেন: আপু বর্তমানে বাড়ির বাহিরে আছি। বাড়ির জন্য মন সব সময় কাঁদে। কবিতা মন ছুয়ে গেল আপু। ++++
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৩
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ সাথিয়া । আপনার ভালো লাগলো বলে ভীষণ খুশী হলাম ।
অনেক শুভকামনা রইল আপনার জন্য ।
৩৩| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭
খায়রুল আহসান বলেছেন: অসাধারণ এবং চমৎকার! যেমন ছন্দ, তেমন আবেগ আর আকুলতা। পরিপূর্ণ কবিতা।
আপাততঃ এটুকু বলেই বিদায় নিচ্ছি। পরে এসে পাঠকের মন্তব্যগুলো পড়ে নেব। তখন হয়তো আবার কিছু কথা বলা যাবে।
'লাইক' দিলাম।
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:০০
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ কবি খায়রুল আহসান । আপনার সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞ হয়ে রইলাম ।
৩৪| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:০০
খায়রুল আহসান বলেছেন: কবিতার সাথে ছবিটাও খুব সুন্দর হয়েছে, এবং ছবিতে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা মুখ না দেখা যাওয়া মানবীর স্টাইলটাও।
চায় যেতে মন অনেক দূরে ,
সুদূর কোন পারে ।
মেঘের সাথে যেতেও রাজি
দুর্গম অভিসারে ।
সন্ধ্যা শেষে নিকষ কালো
আঁধার নেমে আসে ।
গুমরে কাঁদে মনটি আমার
অতীত মনে ভাসে । -- ভালো লেগেছে।
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬
গুলশান কিবরীয়া বলেছেন: আপনি খুব মনোযোগ সহকারে পড়েছেন সেটা আপনার মন্তব্যেই বোঝা যায় । ঐ স্তবক দুটি আমারও অনেক পছন্দের । আপনার ভালো লেগেছে বলে ভীষণ খুশী ।
অনেক অনেক শুভকামনা রইল । ভালো থাকবেন ।
৩৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:১১
আমিই মিসির আলী বলেছেন: অধীর হয়ে রই অপলক
অলীক সুখে হাসি ।
বাতাস হয়ে মনের সুখে
দূরদেশে ঘুরে আসি ।
লাইনগুলো এর আগেও পড়েছিলাম।
সম্ভবত ফেসবুকে।
আজ পুরোটা পেলাম।
অনেক সুন্দর লেখেন।
+
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭
গুলশান কিবরীয়া বলেছেন: আমি তো কখনোই এটি ফেইসবুকে দেইনি । যা হোক , অন্য কেউ দিতে পারে ।
অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে । আপনার ভালো লাগায় আমারও ভালো লাগা বেড়ে গেলো ।
৩৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:২২
আমিই মিসির আলী বলেছেন: লেখা ঝোকা এই এক জিনিস।
চুরি হয়ে যায়।
আল্লাহ চোরদের হেদায়েত করুক।
ধন্যবাদ।
ভালো থাকুন।
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৬
গুলশান কিবরীয়া বলেছেন: আপনি যদি ওটা খুঁজে পান , প্লিজ আমাকে লিং টা দেবেন ? যদি আপনার সময় হয় ।
এই চুরি ধারি করাটা আমার খুবই অপছন্দ । এতো সামান্য জিনিস চুরি কারার কি আছে ?
অনেক ধন্যবাদ আপনাকে ।
৩৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৯
রুদ্র জাহেদ বলেছেন: ছন্দে ছন্দে আকুৃল করে দেওয়ার মতো দারুণ সুন্দর কবিতা
+++
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৪
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।
৩৮| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা আর ছবি দুটোই খুব সুন্দর।
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো লাগলো মন্তব্যটি পেয়ে । অনেক ভালো থাকবেন ।
৩৯| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:২৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব ভাল লাগলো।
অসামান্য ভাল থাকবেন।
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৭
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ । আপনিও অনেক ভালো থাকবেন ।
৪০| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১১
কাবিল বলেছেন:
ছন্দ,
আবেগ,
চমৎকার।
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন সবসময় ।
৪১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৯
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: সন্ধ্যা শেষে নিকষ কালো
আঁধার নেমে আসে ।
গুমরে কাঁদে মনটি আমার
অতীত মনে ভাসে ।
চরণ টা দারুণ লেগেছে,
একদম মনের মত,
একরাশ মুগ্ধতা রেখে গেলাম,
২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৯
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য । অনেক শুভকামনা রইল
৪২| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৩
উদাসী স্বপ্ন বলেছেন: সোয়ার আপন গড, ছোটবেলার সন্ধ্যে বেলা ছড়ার পড়ার মতো মুডে চলে গেলাম।
এবং এই পোস্টে আপনার ছবিটা আমাকে ডিস্ট্রাক্ট করতে পারে নাই। ছবিতা (কবিতা+ছবি) পুরাই অসাম!
কুল ডুড!
২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:২১
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য । এতো সুন্দর মন্তব্যে ভীষণ ভাবে আপ্লুত । অনেক অনেক শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
গেম চেঞ্জার বলেছেন: ছন্দের দারুণ সমাহার ঘটিয়েছেন। নিশ্চয়ই ঢাকা??