নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

কে এই বিচিত্র রূপিণী অন্দরমহল বাসিনী ?

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২



আমি প্রেমিকা
শর্তহীন অসীম প্রেমে বর্ষিত হই ,
স্বর্গীয় ভালোবাসায় তৃপ্ত করি ।
কখনো আমি স্রষ্টা রূপে অহর্নিশ প্রেম সৃষ্টি করি ।
মাঝে মাঝে আমি অগ্নি ,
ভস্মীভূত করি প্রেমিকের এক বুক আশা ।

কখনো আমি চঞ্চল , অস্থির , ভীষণ অভিমানী,
অভিমানে অশ্রু ঝরাই ভিক্টোরিয়া জলপ্রপাতের মত ।
আমি যে ভীষণ ভয়কাতুরেও ,
কখনো আমি ভয়ে কাতর কিশোরীর মত
লুকিয়ে থাকি আড়াল হয়ে ,
অনাহূত ফোনের রিং এ চমকে উঠি ।
এই একই আমি কখনো আবার ভিন্ন কেউ ,
নির্লিপ্ত থাকি ভয়াল সুনামিতে ,
শ্বেতপাথরের মূর্তি হয়ে অপলক চেয়ে থাকি বিভীষিকার দিকে ,
পরাস্ত করি অসীম বেদনাকে ।

মাঝে মাঝে আমি ভীষণভাবে স্পর্শকাতর,
বিদেহী আত্মার স্পর্শে কেঁপে উঠি ,
উৎসর্গ করি সমগ্র শরীর ।
রক্তবিন্দু আর ক্ষুদ্র দেহকোষ জাগ্রত করে
সমর্পিত হই অশরীরীর কাছে ।
কখনো আবার আবেগশূন্য এ মন ,
নিরুত্তাপ থাকে শরীরী স্পর্শেও ,
রমণ হয়েও অস্পর্শিত থাকে আত্মা ।

জানি না কার বসবাস অন্দরমহলে ,
আমি, নাকি অন্য কেউ !
কে এই বিচিত্র রূপিণী অন্দরমহল বাসিনী ?
শুধুই অচেনা রয়ে যায় ,
হলো না আজো পরিচয় তার সাথে ।

ছবি ঃ ইন্টারনেট
উৎসর্গ ঃ সকল দিশেহারা পথিককে ।

মন্তব্য ৯০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬

কল্লোল পথিক বলেছেন:





আপু প্রথম হইছি চা দেন।
কবিতায়++++++++++++++

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আর প্রথম হবার জন্য চা তো থাকবেই , এই নিন -

২| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

নুর আমিন লেবু বলেছেন: ভাল লাগল আপু

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১০

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য আর মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

৩| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:


চেনা কষ্টকর।

তাই দুর্বোধ্যতা আগ্রহাতিশয় করে তোলে। অন্তত তাই ভাবি। তাই অচেনাকে চেনার কষ্ট থেকে চেনা মুক্তি চেয়ে নেই।

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর সুচিন্তিত একটি মন্তব্যের জন্য । অচেনাই থেকে যায় এই বিচিত্র রূপিণী , তবুও এই দুর্বোধ্যতাকে জানার আগ্রহ নিয়ে এই পথ চলা ।

অনেক ভালো থাকবেন কবি শুভ্র । :)

৪| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪

সায়েল বলেছেন: আমিও মাঝে মাঝে নিজেকে নিয়ে ভ্রমে পড়ে যাই। :|

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৭

গুলশান কিবরীয়া বলেছেন: আসলেই মানব জীবন বড়োই বিচিত্র । ভ্রমে পরে যাওয়াটাই বোধহয় স্বাভাবিক ।

অনেক ভালো থাকবেন ।

৫| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

মিজানুর রহমান মিরান বলেছেন: পথ চলতেই থাকি, থামবে না এই পথ চলা। আমার আমিটাকে দেখার ভীষণ ইচ্ছে আমার।

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৯

গুলশান কিবরীয়া বলেছেন: সফল হোক আপানর পথ চলা । একাগ্র চিত্তে খুঁজলে হয়তো একদিন পেয়েও যেতে পারেন ।

অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।

৬| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০০

উল্টা দূরবীন বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
ভালো লাগা রেখে গেলাম।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ উল্টা দূরবীন । অসাধারণ একজন কবি আপনি । ভালো লাগলো আপনার মন্তব্যে ।

ভালো থাকবেন অনেক অনেক ।

৭| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭

জেন রসি বলেছেন: একের মধ্যে অনেক রুপ। সেইসব রুপের আবার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা! কবিতায় একটা দার্শনিক অনুসন্ধানের ব্যাপার আছে। সব মিলে চমৎকার হয়েছে।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ জেন রসি , আপনি অসাধারণ একজন পাঠক । সূক্ষ্ম বিশ্লেষণী ক্ষমতা রয়েছে আপনার । মুগ্ধ হলাম আপনার সুচিন্তিত বিশ্লেষণে ।

অনেক অনেক ভালো থাকবেন । শুভেচ্ছান্তে ...

৮| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৭

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: Someone become
successful and
someone not but man
loves and will love,


ভালবাসা শুধুই কষ্ট,

অসাধারণ কবিতা,

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য । অনেক ভালো লাগলো , ভালো থাকবেন সবসময় ।

৯| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

মহা সমন্বয় বলেছেন: কে এই বিচিত্র রূপিণী অন্দরমহল বাসিনী ?

এটা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় রহস্য!!! B:-)

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

গুলশান কিবরীয়া বলেছেন: সত্যিই তাই । সবচেয়ে বড় রহস্যের মাঝেই আমাদের বসবাস । অথচ আমারা কখনোই নিজেকে খুঁজি না ।
আর খুঁজতে গেলেই রহস্যের ধাঁধায় মাথা নষ্ট হয়ে যায় ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

১০| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১০

বিজন রয় বলেছেন: নারীদের তো অনেক রূপ তা পুরুষরা জেনেও জানে না।

আপনার আরো একটি সরল অভিব্যক্তির কবিতা।
+++

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা !! মজা পেলাম ! শুধু নারীদেরই কি অনেক রূপ , নাকি পুরুষরাও পিছিয়ে নেই ? আমার তো মনে হয় সবারই অনেক রূপ । :P

আমার কথা গুলো আমি জানাতে চাই অবলীলায় , তাইতো অমন সরল হয় । :)

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য । অনেক ভালো থাকবেন ।

১১| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

দীপংকর চন্দ বলেছেন: উৎসর্গের কাতারে সামিল হয়ে ভালো লাগলো অনেক।

অনিঃশেষ শুভকামনা জানবেন কবি।

ভালো থাকবেন। সবসময়।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । জেনে ভালো লাগলো একই পথের পথিক আমরা । :)

অনেক ভালো লাগলো প্রিয় কবির মন্তব্যটি । ভালো থাকবেন সবসময় ।

১২| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

সুমন কর বলেছেন: আরে, কঠিন সুন্দর ! +।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

গুলশান কিবরীয়া বলেছেন: তাই ? কঠিন সুন্দর ? :)

অনেক ভালো লাগলো মন্তব্যটি । অনেক ধন্যবাদ আপনাকে ভালো লাগায় ভরিয়ে দেয়ার জন্য । অনেক ভালো থাকবেন ।

১৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৮

এডওয়ার্ড মায়া বলেছেন: একি অঙ্গে বহুরুপ =p~
কবিতায় সরল প্রকাশ ভাল লাগল ।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৮

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য । এরকমই হয় । =p~

১৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৬

অগ্নি সারথি বলেছেন: চমতকার। ভালোলাগা জানায়া গেলাম। :)

১৫ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৩৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য । আমার ব্লগে স্বাগতম আপনাকে ।
ভালো থাকবেন সবসময় । :)

১৫| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



মাঝে মাঝে আমি ভীষণভাবে স্পর্শকাতর,
বিদেহী আত্মার স্পর্শে কেঁপে উঠি ,
উৎসর্গ করি সমগ্র শরীর ।


ভাল লাগলো।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য । অনেক দিন পর পর আপনার দেখা পাই । কোথায় হারান মাঝে মাঝে ? :)

১৬| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০১

আরজু পনি বলেছেন:

হাহা
শিরোনাম তো সেইরাম দিয়েছেন !

আর কবিতাও ফাটাফাটি...

দিশেহারা, পথ হারানো সবাই সত্যের পথে, ন্যায়ের পথে আসুক।
অন্ধকার দূর হোক...
আলোয় হোক আলোকিত চারপাশ।
অনেক শুভেচ্ছা রইল, মিতা।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমার মিতাকে সুন্দর একটি মন্তব্যের জন্য ।
আসলে কি জানেন মিতা , এই পথ হারা পথিকেরা সত্যের সন্ধানে দিশেহারা আজ । ব্যাকুল হয়ে খোঁজে সত্যকে , সৃষ্টির রহস্যকে ।
আমরা একেকটা মানুষ সৃষ্টিকর্তার আজব সৃষ্টি , একেকটা মানুষ যেন একেকটা দ্বীপ , একেকটা রহস্যপুরী । আমিও চাই সবাই খুঁজে পাক সত্যকে । তবে আলোয় আলোকিত হয়ে গেলে সব রহস্য শেষ হয়ে যাবে যে , জীবন হয়ে যাবে বোরিং ।

সৃষ্টিকর্তাও বোধহয় এরকমটাই চায় , তাইতো এই আজব সৃষ্টি জগত শুধুই রহস্যের মধ্যেই রয়ে গেলো ।
অনেক ভালো থাকবেন মিতা । :)

১৭| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮

সরদার ভাই বলেছেন: ভালো লাগলো।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:১০

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ভালো লাগলো সরদার ভাই এর মন্তব্য পেয়ে । আনেক অনেক শুভেচ্ছা ... :)

১৮| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!!!
প্রতিটি চরণে মুগ্ধতা!

নজরুলের বিদ্রোহীতে নিজেকে চেনার দুর্বার যে বিশ্লেষনী... এখানে যেন সেই প্রচ্ছায়া রঙধনু রঙে খেলে গেল ছত্রেছত্রে..

বিস্মিত মুগ্ধতার একরাশ শুভেচ্ছা

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৮

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ লাগলো আপনার মন্তব্যটি কবি , দারুণ করে বলেন আপনি । মুগ্ধতা মন্তব্যে !!!
বিদ্রোহী কবি কাজী নজরুল হোল পরম পূজনীয় একজন , মঝে মঝে আমার তদেরকে মানুষ মনে হয় না , দেবতা মনে হয় । আমার মনে হয় সে নিজেকে চিনেছিল তাই তো নিজেকে ওরকম ভাবে প্রকাশ করতে পারতো । তাদের মত একেকজন কবির কবিতায় সাধারণ মানুষ নিজেকে দেখতে পায় । আর কবির সার্থকতা তো ওখানেই । একেকটা কবিতা যেন মানুষের অন্তরের প্রতিবিম্ব ।

নজরুল আমি খুব কম পড়েছি , একেবারেই পড়িনি বললে । তারচেয়ে বরং রবীন্দ্রনাথ বেশী পড়েছি । যদিও আমি কাউকে দ্বারা প্রভাবিত হতে চাই না , তারপরও বোধহয় মনের অজান্তেই কিছুটা প্রভাব থেকেই যায় । :)

অনেক অনেক ভালো থাকবেন ।

১৯| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অন্ধকার ই যে আলোর দিশারী আলোতে আলোকিত মানুষদের চেনা দায় অন্ধকারে চিনতে পারা যায় । কবিতা সেইরকম হইছে ভাল লাগার শতভাগ।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

গুলশান কিবরীয়া বলেছেন: বিগলিত , বিমুগ্ধ করার মত একটি মন্তব্য । ভীষণ মুগ্ধতায় মন ভড়ে গেলো ।

অসাধারণ সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগা রইল । :)

২০| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: আতঙ্কিত ফাটাফাটি লেখা।
মুগ্ধতায় চুপসে গেছি।

অনেক অনেক ভাল লাগা রইল।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৯

গুলশান কিবরীয়া বলেছেন: হায় , চুপসে গেলে হবে ? :)

আর আমিতো এই ফাটাফাটি মন্তব্যে লজ্জা পেলাম । :`>

প্রিয় কবির কাছ থেকে এমন মন্তব্যে সত্যিই ভীষণ খুশী । অনেক অনেক ভালো থাকবেন কবি ।

২১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: প্রেমের বিভিন্ন রূপ। প্রতিটা স্টেজেই প্রতিটা অনুভব সত্য বলে অনুভূত হয়!

ভালো থাকবেন

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪২

গুলশান কিবরীয়া বলেছেন: আপনিও ভালো থাকবেন অপর্ণা । আপনার উপস্থিতিতে ভীষণ ভাবে ধন্য হলাম আর সুন্দর মন্তব্য পেয়ে দারুণ আপ্লুত । :)

২২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৩

রানার ব্লগ বলেছেন:










আমি প্রেমিক
আমি ধংস
আমি সৃষ্টি
আমি স্রষ্টা
আমি চূর্ণ করি
ধ্বংস লীলায় মাতি

আমি সবুজকে করি সুরভিত
আমি রঙধনুতে দেই রঙের ফোটা
আমি নারীর হৃদয় চষে তুলি মুক্তা

আমি প্রেমিক
আমি পূর্ণতা
আমি নিঃশেষ
আমি কাল , অনন্তকাল

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ । :)

২৩| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: মানুষ এমন কবি ও কবিতার প্রেমে পড়তে বাধ্য আপুনি :)
কবিতায় অনেকগুলো দৃশ্য, তার সাথে চমৎকার পেলব বর্ণনা একটা দার্শনিক অনুভব।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৬

গুলশান কিবরীয়া বলেছেন: হায় !! দারুণ সুন্দর করে বলেছেন !!
আমি তো প্রেমে পড়তেই চাই , যদি কোন রোমান্টিক কবির দেখা পাই । ;) :P

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

২৪| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৪

সোজোন বাদিয়া বলেছেন: আমি প্রেমিকার রহস্যময়তা এবং খেয়ালিপনাই শুধু দেখলাম, পাওয়ার চাবিটা খুঁজছিলাম কিন্তু কোথাও পেলাম না :(

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫২

গুলশান কিবরীয়া বলেছেন: চাবিটা তো সৃষ্টির শুরুতে সরিয়ে রাখা হয়েছে , পরম সাধনায় হয়তো কেউ কেউ খুঁজে পায় । খুঁজতে থাকুন , ঠিক পেয়ে যাবেন । :)
আমন্ত্রণ রইল আমার রহস্যপুরীতে । ;)

২৫| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: অন্দরমহলবাসিনী অন্দরেই থাকে।

অনেক সুন্দর কবিতা আপু!

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০০

গুলশান কিবরীয়া বলেছেন: আমিও তাই বলি , থাক অন্দরমহলেই থাক ।
তবেকি জানো , মাঝে মাঝে এই এই পর্দানিশি রহস্যপুরী বাসীকে জানতে মন চায় । মানুষের নানান মুখী আচরণ গুলোর কারণ জানতে ইচ্ছা হয় । তাই তো অন্দরমহল বাসিনীকে মাঝে মাঝে উঁকি দিয়ে দেখতে চাই ।

অনেক অনেক ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য । :)

২৬| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

আরণ্যক রাখাল বলেছেন: আমিময় কাব্য X((
ভালো লাগছে

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৬

গুলশান কিবরীয়া বলেছেন: তুমিময়ও নাহয় একদিন লিখবো । আমি যে আজ শুধু আমাকেই চিনতে চাই :D --- আর আমাকে চিনলেই তোমাকে চেনা হবে ।
আমি , তুমি এবং সে সবাই ই তো সৃষ্টির একই রহস্য ।

আমার আয়নায় নাহয় আরেকদিন তোমাকে দেখবো । :)

অনেক অনেক ধন্যবাদ আরণ্যক ।

২৭| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

গেম চেঞ্জার বলেছেন: বিমুগ্ধ না হয়ে পারলাম না। কবিতা আসলেই খুব বেশি প্রভাব বিস্তার করে ফেলে মনে।

অনেক ভাল থাকা হোক নানী........... B-)

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৩

গুলশান কিবরীয়া বলেছেন: আরে গেম নানা যে !!! ব্লগে আজকাল কম দেখা যায় । সত্যিই ভালো লেগেছে কবিতা ? যদি তাই হয় তবে ভীষণ খুশী !!!

আসলে , এতো এই ব্লগের মহান কবিদের প্রভাব । অনেক অনেক ধন্যবাদ সকল মহান কবিকে - আপনাকে সহ । :D

অনেক অনেক ভালো থাকুন ।

২৮| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,



এই বিচিত্র রূপিণী অন্দরমহল বাসিনীকে স্বয়ং দেবতারাও চিনে উঠতে পারেন নি আজ পর্য্যন্ত । :(
স্ত্রী চরিত্রমঃ দেবা.................................কুতঃ মনুষ্যা ।
আমি আপনি তো কোন ছাড় !

তবে এটা ঠিক বলেছেন -- হলো না আজো পরিচয় তার সাথে ।

ভালো লাগলো নিজেকে চেনার এই আকাঙ্খা ।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবি আহমেদ জী এস , একেবারে সত্য কথা - এই রহস্য উন্মোচন বড়োই কঠিন ।
আসলে , আমার কাছে শুধু স্ত্রী জাতীকেই রহস্যময় মনে হয় না বরং সমগ্র মানব জাতী , আত্মা এবং সৃষ্টি জগত বড়োই রহস্য ময় মনে হয় আর এই রহস্যের আখড়া হোল মানব মন ।

বিজ্ঞানের এই স্বর্ণ যুগেও বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্কের ক্রিয়া কর্ম সম্পর্কে বলতে গেলে অর্ধেকেরও কম জানতে পেরেছে । আমার কাছে মনে হয় মানুষ যখন পূর্ণ রূপে জানতে পারবে মানুষের মনকে , সেদিনই সমগ্র রহস্য উন্মোচিত হবে । বিজ্ঞানীরা যেমন তথ্য উপাত্তের মাধ্যমে এই রহস্য খোঁজে , ঠিক তেমনি কবিরা খোঁজে আধ্যাত্মিক শক্তি বলে অথবা সূক্ষ্ম অনুধাবন শক্তি দিয়ে ।

সত্যিই জানতে চাই নিজেকে , আর আমার মনে হয় নিজেকে জানলেই অন্যকে জানা যায় । কারণ একই আত্মা বহমান প্রতিটি শরীরে । হয়তো পরিস্থিতি সাপেক্ষে একেক জন একেক ভাবে আচরণ করে , কিন্তু বেসিকটা তো একই সৃষ্টিকর্তার আজব সৃষ্টি । :)

অনেক ভালো থাকবেন ।

২৯| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৮

উল্টা দূরবীন বলেছেন: অসাধারণ। খুব ভালো লাগলো।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২১

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ কবি আরও একবার মন্তব্যের জন্য , ভালো থাকবেন । :)

৩০| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিদ্রোহী প্রেমিকার জন্য শুভ কামনা । কাব্যে প্লাস -

উপরে চা চালাচালি হচ্ছে দেখলাম ! এক বাটি রাইখেন ! দুধ চা ছেড়ে দিয়েছি ।

১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১

গুলশান কিবরীয়া বলেছেন: হেই লিটন সাহেব যে !!!
অনেক ধন্যবাদ আপনার শুভকামনার জন্য । নেন কোস্টা কফি খান , আমার খুব প্রিয় কফি এটা , কফিতে একটু মিল্ক খেলে কিছু হবে না , এটা ইংল্যান্ডে রিফাইন করা - ইন্দুর থাকলেও নির্ঘাত জীবাণু মুক্ত করা হইছে । চলেন একটা কফি শপে বইসা বইসা আরামছে কফি খাই আর ইন্দুর নিধন করার প্ল্যান প্রোগ্রাম করি , কি বলেন ? =p~

৩১| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা। শুরুর আর শেষের তিনটে লাইন মনকে বেশ ভাবিয়ে তোলে।
রমণ হয়েও অস্পৃশ্য থাকে আত্মা -- এখানে অস্পৃশ্য কথাটা বোধহয় অস্পর্শিত হবে। অস্পৃশ্য কথাটার মানে ভিন্ন।

১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য এবং ভুলটি ধরিয়ে দেবার জন্য । ঠিক করে নিয়েছি শব্দটি ।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য । ভালো থাকবেন সবসময় ।

৩২| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৩

খায়রুল আহসান বলেছেন: ভুলটি ধরিয়ে দেবার জন্য । ঠিক করে নিয়েছি শব্দটি । -- বিষয়টি এতটা স্পোর্টিংলী গ্রহণ করার জন্য এবং ত্বরিত সংশোধন করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। অনেকে ভুল ধরিয়ে দিলে ভীষণ মনোক্ষুন্ন হন এবং নানা খোঁড়া অজুহাতে সহজে বদলাতে চান না। আপনি একজন উজ্জ্বল ব্যতিক্রম।

১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮

গুলশান কিবরীয়া বলেছেন: আমি কোন কিছুই মনে করি না কেউ আমার ভুল ধরলে । আর কেনইবা করবো - কেউ যদি সঠিক পন্থায় ভুলটি ধরিয়ে দেয় এতে তো কিছু মনে করা উচিৎ নয় বরং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো পরিবর্তন নিয়ে আসে মানুষের জীবনে । আর আপনি তো অত্যন্ত বিনয়ের সাথে বলেন , এতে মনোক্ষুণ্ণ হবার তো কোন কারণই নেই । তবে কেউ কেউ আছে তাদের আচরণগত কিছু সমস্যা থাকে , এরা জানেই না একজন মানুষের ভুল ধরতে গেলে কিভাবে বলা উচিৎ । এদের ব্যবহারে আমিও মাঝে মাঝে বিরক্ত হই । :)

আর সবচেয়ে বড় কথা হোল আমি এখান থেকে শিখছি । এপর্যন্ত যতটুকুই আমার অবদান তার অনেকটা জুড়ে আছে আপনার মত আরও কয়েকজনের গঠনমূলক সাজেশন । আমি কৃতজ্ঞ আপনার কাছে এবং তাদের কাছে ।

আসলে অনুভূতি তো অনেক রয়েছে মনের ভিতর , কিন্তু এই অনুভূতি প্রকাশের মাধ্যমটা অর্থাৎ ভাষাটা যদি মজবুত না হয় তাহলে অনুভূতিগুলো তো শুকিয়ে মরুভূমি হয়ে যাবে । তাই আমি আশা করবো আপনি যেখানেই ভুল দেখবেন বিনা সংকোচে ধরিয়ে দেবেন । :)

৩৩| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

উদাসী স্বপ্ন বলেছেন: তাই সক্রেটিস বলেছিলেন,"নিজেকে জানো।"

কিন্তু তার জন্য কোনো বই বা সিলেবাস দিয়া যান নাই!

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

গুলশান কিবরীয়া বলেছেন: সেটাই তো কথা , মানুষের মনের ভেতরেই সকল রহস্যের সমাধান রয়েছে । সেটা খুঁজে পেলেই সব ফকফকা হয়ে যাবে । :)

৩৪| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: মানুষের মনের ভেতরেই সকল রহস্যের সমাধান রয়েছে

সকল রহস্য বলতে কোন কো রহস্যের কথা বুঝিয়েছেন!

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

গুলশান কিবরীয়া বলেছেন: সেটাই যদি যানতাম তাহলে তো এই পৃথিবী আমিই কন্ট্রোল করতাম ...
জানি না , খুজতেছি এখনো । :)

৩৫| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: তার মানে ব্যাপারগুলো পুরাই ইনডেফিনিট!

এই জন্যই মনে হয় সক্রেটিসের এই দুটো অক্ষর কোনো সাধারন বাক্য না। এটা এক অমীমাংসিত ধাঁধাঁ। কিন্তু কথা হলো মানুষ এটাকে ধাঁধাঁ হিসেবে না নিয়ে ব্রত হিসেবে নিয়েছে।

সেখানে বলা যেতে পারে মানুষ যখন নলেজ সিঙ্গুলারিটির মাধ্যমে আমাদের সাব কন্সাস মাইন্ড পুরোপুরি যন্ত্রে আপলোড করে তা অন্য কোনো মস্তিষ্কে ট্রান্সফার করতে পারে অথবা তার আগে সম্পূর্ন অজৈব পদার্থ দিয়ে জৈবিক কোষে জীবনে সন্ঞ্চার করতে পারে তখনই হয়তো আমরা সক্রেটিসের ধাঁধাঁর একটা সমাধান করতে পারবো এবং জানতে পারবো নিজেকে জানলেই সব সমধান নাকি আরও কিছু লাগবে!

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৫

গুলশান কিবরীয়া বলেছেন: এতো কিছু তো বলতে পারবো না , তবে মনে তো হচ্ছে নিজেকে জানলেই এই রহস্য জগত উন্মোচন হাবার সম্ভাবনা রয়েছে ।

৩৬| ৩১ শে মার্চ, ২০১৬ ভোর ৫:২৪

শামীম আরেফীন বলেছেন: চিন্তাগুলো দারুণ। পাঠমুগ্ধ...

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য , ভালো থাকুন সবসময় ।

৩৭| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৬

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:২০

গুলশান কিবরীয়া বলেছেন: নতুন লেখা চাচ্ছেন ? আমি তো লিখতে পারি না সেরকম - তারপরও আমার লেখার অপেক্ষা করে !! ভাবতেই কেমন যেন নাচতে ইচ্ছা করছে । :D

অনেক ধন্যবাদ আপনাকে , আসবে আসবে ...

৩৮| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৭

তানজির খান বলেছেন: এতো দিনেও আপনার কবিতা কেন পড়া হয় নাই বুঝতে পারছিনা। অসম্ভব ভাল লেখেন আপনি। আমি কবিতার লোক, তাই কবিদের জন্য শ্রদ্ধা রাখি বুকে।

কবিতা খুব ভাল লেগেছে। আশাকরি পড়া হবে বারবার আপনা লেখা। শুভকামনা রইল

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম । আমি আসলে লেখা লেখির খুব একটা সময় পাই না - টুক টাক যা লেখি আবোল তাবোল সেটাকে কেউ ভালো বললে বাচ্চাদের মত আনন্দে নেচে উঠি ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য , মাঝে মাঝে আসবেন আমার বাড়িতে ... :)

৩৯| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫২

উদাসী স্বপ্ন বলেছেন: নতুন লেখা কই? রাইটার্স ব্লক চলে?

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

গুলশান কিবরীয়া বলেছেন: মনে হয় তাই চলছে , বিশাল ব্লক :( সব কিছু বাদ দিয়ে গহীন জঙ্গলে চলে যাবো কিনা ভাবছি ... :(

৪০| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

তানজির খান বলেছেন: আপনার বিনয় সত্যি মুগ্ধ করলো। তাই মাঝেমাঝে না প্রায়ই আসার ব্যবস্থা হিসাবে অনুসরনে নিলাম আপনার ব্লগ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:১৫

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । অবশ্যই আসবেন । আপনার বাড়িও যাবো সময় পেলেই ।

৪১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০

উদাসী স্বপ্ন বলেছেন: এতো পড়া লেখা কইরা কি হবে? খুব বেশী হইলে জজ ব্যারিষ্টার। একটু ক্ষেমা দেন বই খ্যাতারে। ওদেরও একটু ছুটি দরকার

৪২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

উদাসী স্বপ্ন বলেছেন: টি২০ ফাইনালে কার সাপোর্ট ?


০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:২৮

গুলশান কিবরীয়া বলেছেন: কিজে হবে পড়ালেখা করে সত্যিই জানি না, তাও ট্রেনে যখন উঠেই গেছি , যাই শেষ স্টেশন পর্যন্ত । আসলেই ওদের একটু ছুটির প্রয়োজন । মনে হয় না আমি ব্যারিস্টার হবো , হয়তোবা সলিসিটর । আর জজ হবার সখ আপাতত নাই ।

কারে আবার ইংল্যান্ড । বাংলাদেশ যেহেতু নাই ইংল্যান্ডকেই তো সাপোর্ট করতে হবে , আপনি কি কালাম ভাইদের সাপোর্ট করেন ?

৪৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৪

উদাসী স্বপ্ন বলেছেন: আপনে যে ব্রিটিশ এইডা আমি আগেই ভাবছিলাম।

আর শুনেন, যখন আমরা অনার্স শুরু করছিলাম মনে হইছিলো আর বুঝি পাশ হইবো না। ক্লাশে গেলে ঘুম আসে, সুন্দরী ক্লাস মেট নাই, ভালো খাওন নাই, জামা কাপড় ধোয়া সমস্যা। অনেকে পড়ালেখা ছাইড়া বাসায় চইলা যায়

কিন্তু আজকা যখন ফেসবুকে একেক জনের ছবি দেখি তখন মনে হয় সেই কস্ট গুলান বৃথা যায় নাই। আল্লার রহমতে খুব সুন্দর দেশে ভালো জায়গায় আছেন। আপনি অবশ্যই পারবেন যা আপনার লেখা দেখে বোঝা যায়

জাস্ট হাল ছাড়বেন না, সাফল্য ধরা দেবেই

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৮

গুলশান কিবরীয়া বলেছেন: আহা !! কি সুন্দর করে বলেন , মনটা ভড়ে গেলো যে । হুম , দেখা যাচ্ছে আপনি একজন গণকও , বাহ !! আসলেই ব্রিটিশ হয়ে ইংল্যান্ডকে সাপোর্ট না করলে বেইমানি হয়ে যাবে ।

সুন্দরি মেয়ে না থাকাতে ভালোই হয়েছে , তাহলে আর পাশ করা লাগতো না । ;)
মন চাইলে দোয়া কইরেন , সামনে পরীক্ষা পাশ যেন করি । :(

অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকবেন ।

৪৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । :)

৪৫| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১২

প্রীতম বলেছেন: আপনার কবিতায়
কথা
কথা
আর কথা।
মনের যত কথা বলা হয়েছে এখানে।
মনে হলো আমি নিজেই নিজেকে বলছি।
নির্ধারিত কিছু কথা অনির্ধারিত ভাবে বলা।
সরলতায় ভরা। সোজা কথা।
তাই ভালো লেগেছে খুব। ভালো থাকবেন।

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য , আপনিও অনেক ভালো থাকবেন । :)

৪৬| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৭

ভ্রমরের ডানা বলেছেন: শুধুই অচেনা রয়ে যায় ,
হলো না আজো পরিচয় তার সাথে ।



অনেক পাঠকের (পুরুষ) মনের কথা বলে দিলেন যেন!

প্রেমিকার আত্নকথন অমলিন থাক!


শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.