নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি থাকি এন্ড্রমেডা গ্যালাক্সিতে,
আর তোমার বসতবাড়ি মিল্কি ওয়ে গ্যালাক্সির ছোট্ট পৃথিবীর ছোট্ট একটি যানজটপূর্ণ শহরে ।
যেখানে যান্ত্রিকতা আর পৃথিবীর ধুলার প্রলেপে ভোঁতা হয়ে গেছে সূক্ষ্ম অনুভূতিগুলো ।
তোমার ক্লান্ত শরীর কামনায় আসক্ত ,
শরীর শুধু শরীর খোঁজে ।
এন্ড্রমেডাতে যাদের বসতবাড়ি , তারা মনে মনে কথা বলে ,
তাদের মন আলোর গতির সাথে ভ্রমন করে অতি দূর থেকে দূরান্তে ।
যদি চাও তবে এসো আমার সাথে , চলে এ'সো এন্ড্রমেডাতে ।
অথবা দুজনে চলে যাব আরও দূরে অন্য কোন অজানা গ্যালাক্সিতে ,
যেটা এখনো আবিষ্কৃত হয়নি অতি শক্তিধর হাবল স্পেস টেলিস্কোপে ।
যদি চাও তো বল , ওয়ার্ম হোল ধরে পারি দেব,
মুহূর্তেই অন্য কোথাও - বিশ্বজগত ছেড়ে অন্য বিশ্বে ।
১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১২
গুলশান কিবরীয়া বলেছেন: ওখানে যারা বাস করে তারা সব ভাষা বোঝে । পৃথিবীতে জনসংখ্যার ঊর্ধ্ব গতি , এই সংখ্যা না বাড়ানোই ভালো ।
২| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
পুলহ বলেছেন: কত যুগ ধরে অন্য কোন গ্রহ থেকে একটামাত্র মেসেজের আশায় বসে আছে পৃথিবীর মহাকাশবিজ্ঞানীরা..। !
সে মেসেজটা যদি হয় এরকম.... এরকম চমকপ্রদ !
ভালো লেগেছে।
শুভকামনা জানবেন ।
(মনে হচ্ছে - প্রেরক সভ্যতা বেশ উন্নত; কারণ ওয়ার্ম হোল ব্যবহারের উন্নত প্রযুক্তি তাদের হাতে আছে, হা হা- জাস্ট কিডিং)
১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । অনেক বেশী উন্নত তারা ।
৩| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
অপরিচিত মানব শুণ্য বলেছেন: দারুণ...
১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
৪| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
অতঃপর হৃদয় বলেছেন: বাহ!!!
১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন ।
৫| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
শেয়াল বলেছেন: ভালো
১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
গুলশান কিবরীয়া বলেছেন: এ দেখি শেয়াল ।
৬| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
আরণ্যক রাখাল বলেছেন:
১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
গুলশান কিবরীয়া বলেছেন: রাখালের আবার কি হলো ।
৭| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
শেয়াল বলেছেন: আমারে ডাকলে মশায় লাগানো উচিত । নচেত অসম্মান বোধ করি যে
১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
গুলশান কিবরীয়া বলেছেন: ও ভুল হয়ে গেছে শেয়াল মশা
৮| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
শেয়াল বলেছেন: উহু আপা মশা না মশা না
মশায়
য়
২০ শে মার্চ, ২০১৭ ভোর ৪:৫৬
গুলশান কিবরীয়া বলেছেন: ঠিক আছে মশায় ...
৯| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সবচে পবিত্র সুন্দর আর কাম্য ‘হৃদয়’ ছেড়ে অন্য কোন ভ্রহ্মান্ডে কি মিলবে দু’দন্ডের শান্তি?
জীবনানন্দ যেভাবে পেয়েছিল বনলতায়
মিছে কেন ঘোরাঘুরি- ওয়ার্ম হোলে বেভুল ভুলে
সকল ফেলে! ফিরে আসুন আপনা হৃদয় কাছে!
সকল জগত লুকিয়ে যেথা আপনা মাঝে, অন্তপুরে
যেথা সে বসত করে সকল সূখের মন্ত্র লয়ে ! ! !
২০ শে মার্চ, ২০১৭ ভোর ৪:৫৯
গুলশান কিবরীয়া বলেছেন: আসলেই তাই । নিজের জায়গা ছেড়ে কোন জায়গাই পাওয়া যায় না দু দণ্ড শান্তি । আমি তো সে হাড়ে হাড়ে বুঝি । দূরে এসে বুঝি নিজের জায়গা কতটা আপন ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
১০| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৫
ইউনিয়ন বলেছেন: কি আছে সেখানে? কিছুই নেই! দুনিয়াতে শত জঞ্জালের মাঝে এক চিলটে সুখ যখন ধরা দেয় তখন সব কিছু পিছনে পরে যায়।
২০ শে মার্চ, ২০১৭ ভোর ৫:০১
গুলশান কিবরীয়া বলেছেন: ঠিকি বলেছেন । কিন্তু মানব মন মাঝে মাঝে দূরে কোথাও হারাতে চায় । তাই এরকম বলা ।
১১| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪১
হাসান মাহবুব বলেছেন: সাই-ফাই রুমান্টিক কোবতে
২০ শে মার্চ, ২০১৭ ভোর ৫:০১
গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , একেবারে ঠিক বলেছেন ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
এন্ড্রমেডা গ্যালাক্সিতেও 'বাংলা'য় কথা বলে? না, তারপরও ওখানে যাবার ইচ্ছে নেই, কথায় কথা বাড়ে, জনসংখ্যা বাড়ে না!