নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যা নদী

০৮ ই জুন, ২০১৭ রাত ৯:১৩



সন্ধ্যা নদী,
তুমি কি আজো সুর সাধ সেই আগের মতন ?
উতল হাওয়ায় আজো কি ব্যাকুল কর
চঞ্চল কিশোরীর মন ?

খরস্রোতা সন্ধ্যা নদী বয়ে যায় দূরে
কাণ্ডারির আছড়ে পড়া সুর বুকে ধরে ।
সে সুর আজো বেঁচে রয় গুনগুণীয়ে
হৃদয়-নদীর স্রোতধারায় আজো বয়ে যায় শনশনিয়ে ।

চারিদিকে সুরের অনুরণন,
হরিণ চোখো চঞ্চলতা-
ভরাট করা দৃষ্টিপাতে-
অনুভূত হয় সুরের অবরোহণ ।
কূল ভাঙ্গা নদী মাতন মেতেছে সুর সাধনায় ।
অশঙ্কিত নির্ভীকতায়
মত্ত সে যে সুর সাধনায় ।

সন্ধ্যা নদী,
শুনেছি , তুমি নাকি আজকাল অনেক বেশী উৎকলিত
উতল করা মাতাল হাওয়ায় উচ্চাঙ্গ সঙ্গীত সাধনায় রত ।
গতিপথ বদলে দিয়েছ তুমি
গ্রাস করেছ কৃষকের আবাদ ভূমি।
তুমি কি তবে দস্যি জলপ্লাবন হয়ে গেছো ?
আগ্রাসী কঠোর বিধ্বংসীনি ?
তবে কেন এই লুণ্ঠন ?
কেন ?

তবে কি তুমি বিরহ বিধুরতায়
ভুল পথে প্রবাহিত হয়ে নিষ্পিষ্ট করে চলেছ অজান্তেই?


সময়ঃ ০৮/০৬/২০১৭
স্থানঃ লন্ডন
ছবি সূত্রঃ গুগোল ইমেজ ।

{ সেই কিশোরী বেলায় , বয়সে নয় কি দশ হবে , সন্ধ্যা নদীর পার ধরে হাঁটছিলাম কয়েকজন । বৈঠা চালিত নৌকা স্ববেগে চলছিলো আর দূর থেকে নদীর বুক স্পর্শ করে বালক কণ্ঠে ভেসে আসছিল মাঝি মাল্লার গান " মরিচ লাল লাল রে ভাইঙ্গা দেলে জ্বলবে চিরকাল" । শুধু এই লাইনটিই বুঝতে পারছিলাম । গানটি আমার খুব পছন্দ হয়েছিলো , আর কোন দিন এই গানটি শুনিনি কোথাও ।
এখনো সেই সুর আমাকে স্পর্শ করে!! এখনো আমি সেই সুর কণ্ঠে বসিয়ে অনুকরণ করতে পারি ।ঐ নদীটি আমার অতি আপন , অনেক বেশী কাছের । আমার প্রিয় সন্ধ্যা নদী ।
শুনেছি সন্ধ্যা নদীর পার ভেঙ্গে ভেঙ্গে সে তার গতি পথ পরিবর্তন করছে , সে নাকি বদলে গেছে অনেক , সব কিছু বদলে যায়। কেন এই বদলে যাওয়া!! আসলেই কি কিছু বদলায়! নাকি শুধুই পথ বদলে যায়!!! }

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:২৫

শায়মা বলেছেন: এই সন্ধ্যা নদী কোথায় আছে আপুনি?

তোমার আশে পাশেই নাকি সেই কিশোর বেলার স্মৃতি নিয়েই লেখা?

০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৪

গুলশান কিবরীয়া বলেছেন: আমার কিশোরী বেলায় এই নদীর পারে আমার বেশ ভালো সময় কাটত ।এই নদীটি আমার মনে গেঁথে আছে , অনেক বছর তাকে দেখি না , তবে তার খবর পাই ।

এই নদীটি আছে বাংলাদেশেই আছে । কোন নাম করা নদী নয় তবে সে আমার সব থেকে প্রিয় ।

২| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
এ প্রশ্নের উত্তর পাওয়া কঠিন !

কবিতা সুন্দর হয়েছে ।

০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৪৮

গুলশান কিবরীয়া বলেছেন: আসলেই কিছু কিছু সহজ প্রশ্নের উত্তর ভীষণ কঠিন । অনেক অনেক ভালো লাগা মন্তব্যে ।

৩| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার লিখেছেন আপি
শুভেচ্ছা রইল অনেক অনেক :)

০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৪৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছবি আপু , ভালো থাকবেন অনেক অনেক ...

৪| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৪২

হয়ত তোমারই জন্য বলেছেন: ধন্যবাদ, সুণ্দর লিখেছেন শুভেচ্ছা নিরন্তর !

০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৫০

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে , ভালো থাকবেন অনেক অনেক ---

৫| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৪৩

শায়মা বলেছেন: হুম বুঝাই যাচ্ছে।

সব থেকে ভালো লাগার লাইন কোনটি লেগেছে জানো???

সন্ধ্যা নদী,
তুমি কি আজো সুর সাধ সেই আগের মতন ?
উতল হাওয়ায় আজো কি ব্যাকুল কর
চঞ্চল কিশোরীর মন ?


অনেকটা গান গান মনে হচ্ছে এটা দিয়ে নস্টালজিক গান বেঁধে ফেলতে পারবে। :)

০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৫১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু ,

দেখি সুর দেয়া যায় কিনা ... ভালো কথা বলেছো । :D

৬| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন:

এই সন্ধ্যা নদীর তীরে
যদি আসতো আবার ফিরে
যে দিনগুলি মোর হারায়েছি
শৈশবে কৈশোরে।


(সন্ধ্যা এখন আর আগের মত নাইরে আপু। ভেঙ্গে এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে।)
শুভকামনা জানবেন আপু।

০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৫৩

গুলশান কিবরীয়া বলেছেন: আমিও শুনেছি তার গর্জে ওঠার কথা । তবে আমি জখন দেখেছিলাম তখন সে খুব সাবলীল ছিল ।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য ।

৭| ০৮ ই জুন, ২০১৭ রাত ১০:০২

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ধন্যাবাদ আপু। আপনার দেখাদেখি সন্ধ্যাকে নিয়ে আমিও একটা পোস্ট দিয়ে ফেলেছি। হঠাৎ মনে হল ঠিক হল কিনা?
আপনি বললে সরিয়ে ফেলব।

০৮ ই জুন, ২০১৭ রাত ১০:১১

গুলশান কিবরীয়া বলেছেন: কোন সমস্যা নেই , থাকুক সেটা । তবে সেটা কোথায় না বলাই ভালো , মানুষ খুঁজে বেড়াক একটু , একটু মগজ খাটাক । ;)

আমি পড়েছি আপনার কবিতাটি এবং মন্তব্যও করে এসেছি ।

অনেক ভালো থাকবেন । :)

৮| ০৮ ই জুন, ২০১৭ রাত ১০:০৪

শায়মা বলেছেন: হায় হায় মনিরুজ্জামান ভাইয়াই এই নদীকে চেনে!

বাহ বাহ বাহ !

অনেক ভালো লাগা!

০৮ ই জুন, ২০১৭ রাত ১০:১২

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা হা , তাই তো দেখছি । =p~

৯| ০৮ ই জুন, ২০১৭ রাত ১০:১১

কুঁড়ের_বাদশা বলেছেন:
আপনার স্মৃতিচারণ ভালো লেগেছে +

০৮ ই জুন, ২০১৭ রাত ১০:১৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ...

১০| ০৮ ই জুন, ২০১৭ রাত ১০:১৩

আরইউ বলেছেন: সন্ধ্যা... এই নদীটা বৃহত্তর বরিশাল বিভাগে। তাইনা? সম্ভবত ঝালকাঠী জেলায়।

০৮ ই জুন, ২০১৭ রাত ১০:২৪

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , জানি নারে ভাই । আমার ছোট বেলায় এই নদীর পার ধরে অনেক হেঁটেছি , যখন জানতে পারি এর নাম সন্ধ্যা নদী , আরও মুগ্ধতা বেড়ে যায় । এই নদীটিকে প্রাণের গভীরে জায়গা দিয়ে ফেলেছি ।

১১| ০৮ ই জুন, ২০১৭ রাত ১০:৩৭

আরইউ বলেছেন: সে ভালো। ঠিকানা জানাটা অনেক সময় বাহুল্য হতে পারে বৈকি!

তবে আমি নিশ্চিৎ এটা বৃহত্তর বরিশালে। সম্ভবত তিনটি বা দু'টি জেলায় এর বিস্তৃতি- বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর।

ভালো থাকুন গুলশান।

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

গুলশান কিবরীয়া বলেছেন: আপনিও অনেক ভালো থাকবেন । এই নদী বরিশালে রয়েছে । আরিয়ালখা নদী থেকে এর উৎপত্তি ।

১২| ০৮ ই জুন, ২০১৭ রাত ১০:৫০

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার স্মৃতিচারণ

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে । অনেক ভালো থাকবেন । :)

১৩| ০৮ ই জুন, ২০১৭ রাত ১১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: " মরিচ লাল লাল রে ভাইঙ্গা দেলে জ্বলবে চিরকাল" ।

স্মৃতি বুঝি সেই লাল মরিচের মতোই! জ্বালায় চিরকাল ;)

সেই স্মৃতি দংশনেই না এমন দারুন কাব্য পেলাম।

জ্বালা থেকে যদি ভালকিছু হয়-মন্দ কি?;) =p~

+++++

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

গুলশান কিবরীয়া বলেছেন: সত্যিই তাই । ঐ গানটির যে কি অদ্ভুত এক মায়া রয়েছে সেটা না শুনলে কিছুতেই বুঝতে পারবেন না ।

অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । :)

১৪| ০৮ ই জুন, ২০১৭ রাত ১১:২২

নীল মনি বলেছেন: খুব সুন্দর করে গুছিয়ে প্রকাশ করেছেন।আপনার উঠোনে আজ প্রথম এসেছি।
তাও নাম দেখে,গুলশান।

আমি নিজেও গুলশান কিনা :) ভালো লাগা ছুঁয়ে রেখে গেলুম।

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিতা । আপনাকে স্বাগতম আমার ব্লগে ।

১৫| ০৯ ই জুন, ২০১৭ রাত ১২:৩৯

এডওয়ার্ড মায়া বলেছেন: মধুর স্মৃতি :) স্মৃতি সবসময় সুন্দর।
শেষের লাইনটা গভীর ভাবনা -

শুনেছি সন্ধ্যা নদীর পার ভেঙ্গে ভেঙ্গে সে তার গতি পথ পরিবর্তন করছে , সে নাকি বদলে গেছে অনেক , সব কিছু বদলে যায়। কেন এই বদলে যাওয়া!! আসলেই কি কিছু বদলায়! নাকি শুধুই পথ বদলে যায়!!! }
নদীর পানি,জোয়ার ভাটা বদলে যায়নি =p~

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

গুলশান কিবরীয়া বলেছেন: আসলেই , শুধু পথটাই বদলে গেছে ।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে । :)

১৬| ০৯ ই জুন, ২০১৭ রাত ১২:৪১

গেম চেঞ্জার বলেছেন: এটা তো আগে পড়েছিলাম!! :| কিছু বলেছিলামও!

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০০

গুলশান কিবরীয়া বলেছেন: নিচে ব্রাকেটে দেয়া কথা গুলো পড়েছিলেন ফেইস বুকে , কিন্তু কবিতাটা আগে পড়েননি , কারণ ওটা গতকাল পয়দা হয়েছে ;)

১৭| ০৯ ই জুন, ২০১৭ রাত ১:২৯

ক্লে ডল বলেছেন: শেষ কথাগুলো মনে হল আগে কোনদিন পড়েছি। কি জানি! হয়ত না।

কবিতা ভাল লেগেছে।

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০২

গুলশান কিবরীয়া বলেছেন: শেষ কথাগুলো ফেইসবুকে বেশ কিছুদিন আগে স্ট্যাটাসে দিয়েছিলাম , হয় তো সেখানেই পড়েছেন ।

অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।

১৮| ০৯ ই জুন, ২০১৭ সকাল ১০:১৭

জাহিদ অনিক বলেছেন: ২০১৪ তে নিউজ পেপারে পড়েছিলাম, সন্ধ্যা নদী গ্রাস করেছে ঘরবাড়ি দোকান, আজ প্রায় অনেক দিন বাদে জানা গেল সন্ধ্যা নদী গ্রাস করেছে আপনার স্মৃতি ও মানসকে ।

কবিতায় ভাল লাগা ।

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০২

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

১৯| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুণ্দর লিখেছেন

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

২০| ০৯ ই জুন, ২০১৭ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সন্ধ্যা নদী,
শুনেছি , তুমি নাকি আজকাল অনেক বেশী উৎকলিত
উতল করা মাতাল হাওয়ায় উচ্চাঙ্গ সঙ্গীত সাধনায় রত । ,

সন্ধ্যা নদীর ছদ্মাবরণে এই তুমি কে? জাতী জানতে চাচ্ছিল আরকি! :-P

২১| ০৯ ই জুন, ২০১৭ রাত ৮:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্লে ডল সঠিক বলেছেন: শেষ কথাগুলো মনে হল আগে কোনদিন পড়েছি।

২২| ০৯ ই জুন, ২০১৭ রাত ১১:২২

নাগরিক কবি বলেছেন: অসম্ভব সুন্দর আপু B-)। আপনার সন্ধ্যা নদীর তীরে এক সন্ধ্যায় যাবো ভাবছি। :)

২৩| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: স্মৃতি বড় সুন্দর।
নদীর মতো।
শুধু বয়ে চলে।

কেমন আছেন?
আজকাল আপনাকে কম দেখা যায় ব্লগে।

২৪| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটা এমন, পড়ার পর মনে হচ্ছে অতিদূর থেকে সেই নদীর গান ভেসে আসছে, খুব অস্পষ্ট সুরে, কিছু বোঝা যায়, কিছু যায় না। মন শুধু আনচান করে ওঠে।

অনেক সুন্দর।

২৫| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সন্ধ্যা নদী ভাল লাগলো ।+

২৬| ১১ ই জুন, ২০১৭ রাত ৯:০৬

আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,




নদীর এ কূল ভাঙে ও কূল গড়ে , এইতো নদীর খেলা ...............
সন্ধ্যা নদীও তেমনি আজও বয়ে চলে নিরবধি , ভাসায় দুকূল , ভাঙে পার, ভাঙে স্বপ্ন ।

আসলেই কিছুই বদলায় না ! বদলে যায় শুধু সময়ের সাথে সাথে পথ !

সুন্দর লিখেছেন । এক কিশোরীর ফেলে আসা এক নদীর কথা, যে নদী একদিন ব্যাকুল করে দিয়েছিলো চঞ্চলা সেই কিশোরীর মন ।

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বেশ লাগল আপনার লেখাটা,
নদীর সাথে সখ্যতা আমার বহুকালের। শৈশব কৈশোরের সব গুলো বর্ষা জুড়ে আছে সেই সব নদী।
আজ আবার মনে পড়ল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.