নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**********************
ও-যোন লেয়ারের পরিবেষ্টনেই আটকে রয়েছে সব আশা আকাঙ্ক্ষা
যারা হারিয়ে গেছে বহুকাল আগে।
হারিয়ে গিয়েও রয়ে গেছে পৃথিবীর শেষ আস্তরণে।
একদিন ঠিক ফিরে আসবে অদৃশ্য বৃষ্টি হয়ে ,
ফিরে আসবে সক্রিয় ভূমিকায় ।
সেই স্নায়ুজাগতিক আন্দোলনে
যেখানে ঝর তুলেছিল নতুন স্বপ্নেরা ।
যে স্বপ্নেরা জাগতে না জাগতেই আবার ঘুমিয়ে পরেছিল ,
ঘুমিয়েছিল বহুকাল ।
হয়তো উড়ে গেছে বাষ্প হয়ে দূর আকাশে ,
জমাট বেঁধে আছে ও-যোন লেয়ারের শেষ সীমানায় ।
তারা আবার আসবে ফিরে -
তারা আসবেই -
গোপনে , অথবা প্রকাশ্যে -
আসবেই অকুণ্ঠ বেগবান হয়ে -
সেই জাগতিক স্নায়ুতন্ত্রের পরিমণ্ডলে
যেখানে প্রস্ফুটিত ছিল অগণন আশা-আকাঙ্ক্ষারা ।
প্রত্যাশারা আবার ফিরে আসে
প্রত্যাশারা আবার জেগে ওঠে
যারা বিস্ফোরিত হয়েছিলো মহা-বিস্ফোরণের শক্তি নিয়ে
স্নায়ুর অতি ক্ষুদ্র কণিকায় ।
সময়ঃ ১০/০৬/২০১৭
স্থানঃ লন্ডন
ছবিঃ গুগোল ইমেজ ।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৬
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । অনেক দিন পরে আপনার সাথে কথা বলছি ।
ভালো আছেন নিশ্চয়ই ।
২| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: সেই স্নায়ুজাগতিক আন্দোলনে
যেখানে ঝর তুলেছিল নতুন স্বপ্নেরা ।
যে স্বপ্নেরা জাগতে না জাগতেই আবার ঘুমিয়ে পরেছিল ,
ঘুমিয়েছিল বহুকাল
কবিতা সুন্দর হয়েছে ++
২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৭
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর ।
ভালো থাকবেন সবসময় ।
৩| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
কবিতা ওজন-লেয়ারের উপরে হিলিয়মের মত হালকা, নিরাকার; মানব বসতির কোন চিহ্ন নেই
২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৮
গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ চান্দু ,
সবাই যদি মানব বসতি নিয়ে ভাবে তবে আপনি কি নিয়ে ভাববেন ?
আপনার ভাবার কাজ আপনি ভাবুন মানব বসতি নিয়ে । কিন্তু সঠিক ভাবে ভাবুন - রিজিট থিংকিং বাদ দিয়ে । ঐ একটাই সমস্যা আপনার । দেখবেন সব ঠিক হয়ে যাবে । ব্রেইনের বন্ধ দরজা গুলো খুলে ফেলুন - এজন্য মনরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন । আপনি আমার সহ-ব্লগার , এজন্যই আপন মনে করেই এই উপদেশ টুকু দিলাম । কিছু মনে করেননি তো ??
৪| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, আমি ভাল আছি । আপনিও নিশ্চয় বেশ ভাল আছেন ?
২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৮
গুলশান কিবরীয়া বলেছেন: শুনে খুশী হলাম । জী , আমিও ভালো আছি ।
৫| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তারা আসবেই -
গোপনে , অথবা প্রকাশ্যে -
আসবেই অকুণ্ঠ বেগবান হয়ে -
সেই জাগতিক স্নায়ুতন্ত্রের পরিমণ্ডলে
যেখানে প্রস্ফুটিত ছিল অগণন আশা-আকাঙ্ক্ষারা ।
তারা যদি প্রত্যাশা হয় আসুক না ।তবে কবিরা স্বপ্ন দেখেন ঘুম আর ঘুরের বাহিরে এই আমরা ঘুমের আতোর ঘরে স্বপ্ন দেখি আবার স্বপ্ন ভঙ্গ করি। কবিতায় অনেক ভাল লাগা রইল।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৫
গুলশান কিবরীয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার অনুভূতিটি উপলব্ধি করার জন্য ।
অনেক অনেক ভালো থাকবেন ।
৬| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:০২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একদিন ঠিক ফিরে আসবে অদৃশ্য বৃষ্টি হয়ে ,
ফিরে আসবে সক্রিয় ভূমিকায় ।
এটাই হয়তো রিসাইকেল।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:১০
গুলশান কিবরীয়া বলেছেন: হয়তোবা ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ।
৭| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রত্যাশারা আবার ফিরে আসে
প্রত্যাশারা আবার জেগে ওঠে
যারা বিস্ফোরিত হয়েছিলো মহা-বিস্ফোরণের শক্তি নিয়ে
স্নায়ুর অতি ক্ষুদ্র কণিকায় ।" সে-ই ভালো সে-ই ভালো ।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৯
গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , অবশ্যই ভালো ।
পজেটিভলি চিন্তা করলে পজেটিভ রেজাল্ট অবশ্যই ফিরে আসবে , আজ অথবা কাল । শুধু আশাহত হতে নেই ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
৮| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
" ব্রেইনের বন্ধ দরজা গুলো খুলে ফেলুন - এজন্য মনরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন । আপনি আমার সহ-ব্লগার , এজন্যই আপন মনে করেই এই উপদেশ টুকু দিলাম । কিছু মনে করেননি তো ?? "
-বাংগালীরা, রিকসা ড্রাইবার থেকে বিরোধী দলের সভাপতি, সবাই কোন না কোন লেভেলের ডাক্তার।
৯| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: মানুষ আশাতীত ভাবে আশাহীনতায় ভোগে।
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৭
গুলশান কিবরীয়া বলেছেন: ঠিক তাই । আর এই কবিতা আশাহতকে আশাবাদী হতে শেখাবে ।
অনেক ধন্যবাদ ।
১০| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১:৪৮
কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী একজন স্টেশনের ঘুমানো টুকাই
যদি বড় হয়ে কোনও দলের সভাপতি হয়
তাহলে আপনার থেকে আর কেউ বেশি খুশি
হবেনা নিশ্চয়। আপনি একজন মুক্তিযোদ্ধা
নিশ্চয় দেশ স্বাধীন করেছিলেন এখনও রাস্তায়
শিশু ঘুমিয়ে থাকার জন্য নয়।
পত্যাশা যদি থাকে টোকাইরাও নীতিবান সভা
পতি হবে আপনারইত সেই আশা নাকি?
তাহলে রিক্সাওলাকে ঘৃনা কেন? নিশ্চয় আপনি
এও জানেন শক্তির বিন্যাশ নাই আত্ব্যা
অবিন্যাশী। যেমন আপনার আত্ব্যা আমেরিকা
থেকে এক সেকেন্ডে ঢাকার চিন্তা মনে পড়ল
এখন বলুন আত্ব্যার কত ক্ষমতা থাকলে
আমি আমেরিকায় কোথায় গিয়েছিলাম সে
কথা এক মুহুর্তে মনের পর্দায় ভেসে উঠে।
এখন মনে করুন এমন ক্ষমতা আর কিসের
আছে। যদি বলি আত্ব্যারা আল্লাহর অংশ।
আবার যদি বলি আত্ব্যা ম্যাগনেট আল্লাহ্
ম্যাগনেট ইচ্ছা করলে আমরা ম্যাগনেটে
ম্যাগনেটে আকর্ষন বিকর্ষন অনুভব করতে
পারি। তাইত আত্ব্যা অবিন্যাশী শক্তিরও
বিন্যাশ নাই। পাথরেতে অগ্নি থাকে বেড় করতে
হয় ঠুকনি ঠুকে।
প্রিয় লেখক চাঁদগাজী একজন প্রবীন মুক্তি
যোদ্ধা হয়ত দেশের কাছে তার প্রত্যাশা পুরন
হয়নি। তবে চাঁদগাজী আপনার গল্প লেখাগুল
সুন্দর হয়। আর রাজনীতি নিয়ে লেখা অত্যান্ত
সাহস রাখেন তাই আপনাকে এব্লগে অনেক
লেখক শ্রদ্ধা করেন। তবে একটা সত্য কি
বয়স বাড়লে কিন্তু বুদ্ধির লোপ পায়। আপনি
বিজ্ঞান বিশ্বাসী এটা সত্য।
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৮
গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ কানিজ রিনা ।
১১| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
@কানিজ রিনা বলেছেন,
"তবে একটা সত্য কি
বয়স বাড়লে কিন্তু বুদ্ধির লোপ পায়। আপনি
বিজ্ঞান বিশ্বাসী এটা সত্য। "
-বাজিয়ে দেখছি, সোনা নাকি তামা
১২| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৫
কানিজ রিনা বলেছেন: অবশ্যই প্রত্যাশা ফিরে ফিরে আশে। আলোকীত
আত্ব্যাগুল শশীমে জমা হয়। তারা হুকুমত বহন
করেন। প্রিয় লেখক আপনি আপনার মত
প্রকাশ করেছেন আর যে যতটুকু বুঝে সে
ততোটুকু মন্তব্য করেন। আপনাকে অনেক
অনেক ধন্যবাদ।
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:০০
গুলশান কিবরীয়া বলেছেন: সেটাই , আমি আমার অনুভূতি প্রকাশ করলাম , এখন যার যেভাবে নেয়ার নিক ।
আপনাকে আবারো ধন্যবাদ ।
১৩| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনি আমার সহ-ব্লগার , এজন্যই আপন মনে করেই এই উপদেশ টুকু দিলাম । কিছু মনে করেননি তো ??
আগ্রহ নিয়ে অপেক্ষায় উত্তরের.....................
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৪
গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , সরাসরি উত্তর দিতে জানে না । তেরামো করা অভ্যাসে পরিণত হয়েছে ।
ছেড়ে দিন, করুন না যা মনে চায় ।
১৪| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার হয়েেছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৭
গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ ।
১৫| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৩
বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
নতুন পোস্ট দিন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৮
গুলশান কিবরীয়া বলেছেন: ভালো , আপনার কি খবর?
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক সুন্দর একটি কবিতা।
কিন্তু আপনি কোথায়? ব্লগ ছাড়া আর কি কোথাও মজা আছে?
ভালো থাকুন, গুলশাল কিবরিয়া
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪০
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । আসলেই ব্লগে আসলে সত্যিই খুব ভালো লাগে । আসবো , আবার ফিরে আসবো , অনেক অনেক লিখবো , খুব শিগগিরি ।
আপনিও অনেক ভালো থাকুন ।
১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯
খায়রুল আহসান বলেছেন: হারিয়ে গিয়েও রয়ে গেছে পৃথিবীর শেষ আস্তরণে।
একদিন ঠিক ফিরে আসবে অদৃশ্য বৃষ্টি হয়ে ,
ফিরে আসবে সক্রিয় ভূমিকায় ।
সেই স্নায়ুজাগতিক আন্দোলনে
যেখানে ঝর তুলেছিল নতুন স্বপ্নেরা - চমৎকার ভাবনার কাব্যিক উপস্থাপনা। ভাল লেগেছে।
প্রত্যাশারা আবার ফিরে আসে
প্রত্যাশারা আবার জেগে ওঠে
যারা বিস্ফোরিত হয়েছিলো মহা-বিস্ফোরণের শক্তি নিয়ে
স্নায়ুর অতি ক্ষুদ্র কণিকায় - চমৎকার!
আপনার পুরনো পোস্ট মানুষটা আসলে ভালো ছিল না পড়ে একটা মন্তব্য রেখে এলাম। সময় করে দেখে নেবেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪১
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । ঠিক আছে দেখবো ।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: ফিরে আসুক প্রত্যাশারা সুখ হয়ে, মুক্ত বিহঙ্গের মত। কবিতা ভাল লেগেছে ।