নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার গ্রীষ্মের ছুটিটা নিরালায় কাটিয়েছি । সেই দূরে পাহাড়ের ঢালে জনবসতিহীন অতিব সুন্দর প্রকৃতির সাথে । স্কটল্যান্ডের হাইল্যান্ডের প্রায় শেষ মাথায় ছিল জায়গাটি । অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ডুবু ডুবু চারিদিক । যেখানে আমরা ছিলাম সেখানে কোনই বসতি নেই , কারন শীতের সময় ওখানে বসবাস করাই মুশকিল। ওখানে গ্রীষ্মে ক্যাম্প করতে যায় ভ্রমনবিলাশিরা । প্রকৃতি আমি এতো ভালবাসি যে সে ভালোবাসার সীমানা নির্ধারণের সুযোগ্য ভাষার ব্যবহার আমি এখনো শিখিনি !! পাহাড় , সবুজ আর জলাশয় - আপরূপ সে দৃশ্য যেন কখনোই ভোলার নয় !!
সুইজারল্যান্ডের সৌন্দর্যও দেখেছি আর স্কটল্যান্ডের হাইল্যান্ড এরিয়ার সৌন্দর্যও দেখলাম , সেই একই পাহাড়ি ল্যান্ডস্কেপ , তবুও যেন দুটি দু'ধরনের সৌন্দর্যে মহীয়ান । সুইজারল্যান্ডে আল্পসের পর্বতমালা ভীষণ উঁচু এবং বিস্তীর্ণ । আর সবচেয়ে বড় ব্যপার হলো - ওখানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মানুষের হাতের ছোঁয়া লেগেছে । অতি যত্নে লালিত সুইজারল্যান্ডের প্রকৃতি, এবং ভীষণ পরিপাটি আর পরিচ্ছন্ন । সুন্দর নারী যখন রূপের চর্চায় আরও বেশী সুন্দরি হয়ে ওঠে , ঠিক সেরকমটিই বলা যেতে পারে সুইজারল্যান্ডকে । আর স্কটল্যান্ড হলো কিছুটা প্রকৃতির আপন নিয়মে বেড়ে ওঠা ন্যচারাল বিউটি । এখানে বারতি কোন যত্ন নেই তবুও সে স্ব-মহিমায় মহীয়ান , অতুলনীয় রূপে অপরূপা ।
বাচ্চাদের স্কুল হলিডে ছয় সপ্তাহ । অনেকটা সময়ই বাচ্চাদের জন্য বরাদ্দ ছিল । তাইতো চলে গেলাম শহর ছেড়ে বহু দূরে স্কটল্যান্ডের গেনক্ল নামক একটি জনশূন্য পাহাড়ি এলাকায় । হলিডেতেও বেশ অনেকটা কাজ নিয়েই গিয়েছি । একটি রিসার্চ প্রপোজাল তৈরির কাজ হাতে নিয়ে গিয়েছিলাম এবার । ওটা আমাকে শেষ করতেই হবে , তাই ঘোরাঘুরির ফাঁকে ফাঁকে নিজের কাজটিও করছিলাম । একদিন তো পুরো দিন ক্যারাভ্যানে আমি আর বিড়াল লুনা ছিলাম একা । সবাই চলে গেছে দূরে কোথাও ঘুরতে । আর আমি বসে বসে কাজ করছি । তবে বেশ আনন্দই হচ্ছিল - নিস্তব্দ , নিরালায় বসে কাজ করার আনন্দই অন্যরকম । এরকম পরিবেশে লেখালিখির কাজ অনেক দূর এগিয়ে যায় । ওখানে ইন্টারনেট কানেকশন একেবারেই ছিল না বলতে গেলে , মাঝে মাঝে একটু একটু ফ্রিকোয়েন্সি পাওয়া যেত । ইন্টারনেট ছাড়া যে জীবন এতো আনন্দময় হয় , ওখানে না গেলে হয়তো বুঝতেই পারতাম না ।
একা থাকতে আমার ভীষণ ভালো লাগে । একা থাকলে এই আমি দুজন হয়ে যাই , কখনো কখনো অনেক জন । নিজের ভেতরের অনেক গুলো সত্ত্বার খোঁজ মেলে । সেই সত্ত্বাগুলোকে জানার সুযোগ হয় , আত্মতৃপ্তি মেলে । ভয় পায়িয়ে দিলাম তো , ভয়ের কিছু নেই । আমি বরাবরই এরকম , কথা বলি কম , তাইতো এরকম কল্পনা বিলাসী । আমাকে যারা চেনে সবাই জানে আমি কথা বলি কম । আমি শুধু দেখি , দু'চোখ ভরে দেখি । দেখি আর মনযোগ দিয়ে শুনি , খুব ভালো শ্রোতা আমি । থাক ওসব কথা , যেটা বলছিলাম - একা থাকার আনন্দটাই অন্যরকম । নিজের সাথে , প্রকৃতির সাথে অন্যরকম বন্ধন গড়ে তোলা যায় একা একা সময়গুলোতে । অনেক কথা হয় , অনেক বোঝা পড়া হয়, নিবিড় সম্পর্ক গড়ে ওঠে প্রকৃতির সাথে ।
লিখতে লিখতে অনেকটা সময় পার হয়ে গেল । আমার রিসার্চ টাইটেল ছিল " 21st century’s discrimination against women in legal workforce." বেশ ফেমিনিস্ট ফেমিনিস্ট ভাব এসে গিয়েছিল লিখতে লিখতে, ভীষণ একঘেয়ে লাগছিল । বেরিয়ে পড়লাম হাঁটতে , একা একা বহু দূর চলে গেলাম । মনে হচ্ছিল এই পৃথিবীতে আমি একা , সাথে রয়েছে মেঘলা আকাশ , সবুজ পাহাড় , জলাশয় , মাঠ ভরে রয়েছে ভেড়ার পাল , একটি রাখালও নেই কোথাও !! শুধু আমি আর এই জনশূন্য প্রকৃতি ।
কবিতা লিখতে ইচ্ছে হচ্ছিল , তাজা কবিতা , প্রকৃতির রসে তরতর করে বেড়ে ওঠা তাজা কবিতা , কিন্তু হলো না । মাথায় ফেমিনিজম ঘুরছিল আর কাজ শেষ করার তাড়া । প্রকৃতিকে চোখ দিয়ে শুষে নিয়ে পরিতৃপ্ত হওয়া ছাড়া আর কিছুই করা গেল না । চলতে চলতে বেশ শীত শীত লাগছিল তাই চলে এলাম ক্যারা ভ্যানে । ক্যারা ভ্যান থেকেও অনিন্দ্য সুন্দর প্রকৃতি উপভোগ করা যাচ্ছিল । দিনগুলো সত্যিই চমৎকার ছিল । রবীন্দ্রনাথ দিন গুলো সোনার খাঁচায় ধরে রাখতে পারেনি , তবে আমি রেখেছি। সেটা সোনার খাঁচা নয় ঠিকি , সে এক অদৃশ্য খাঁচা । সেখানেই বন্দি করে রেখেছি সবগুলো দিন ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
গুলশান কিবরীয়া বলেছেন: কেন বলুন তো ? আমি এলকোহল খুব একটা নেই না । মাঝে সাঝে ওয়াইন , তাও সাদা ওয়াইন ।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০২
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!
মন হারিয়ে যায়!!!!!!!!!
কত সুন্দর থেকে ফিরে এলে!!!!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক সুন্দর আপু । মন ভরে যায় । সত্যিই হারিয়ে যেতে ইচ্ছে হয় ।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: পাহাড় , সবুজ আর জলাশয় - আপরূপ সে দৃশ্য যেন কখনোই ভোলার নয় !!
আহা ছবি দেখেই মন আকুল। সামনে গেলেতও বলারই বাইরে...
দারুন ছুটির দারুন অনুভব শেয়ারে ধন্যবাদ।
সামার, ভ্যাকেশন, ইউন্টার ভ্যাকেশন মনে হয় দেশী বাচ্চারা ইংলিশ মিডিয়াম বাদে ভুলতেই বসেছে। আগে রোজায় লম্বা ছুটি ছিল। ইদানিং দেখি শিক্ষক! গণ কোচিং বানিজ্যের নামে সেই ছুটির্ও ২০-২৫ দিন খেয়ে ফেলে! হায়! কে তাদের বোঝাবে পুথি গেলানো আর জিপিএ তেই শিক্ষা নেই।!!!!!
+++++
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৭
গুলশান কিবরীয়া বলেছেন: সত্যিই , দেশের বাচ্চাদের জন্য দুঃখ হয় । এতো চাপ থাকে ওদের যে ছুটিটা পর্যন্ত ঠিক মত কাটাতে পারে না ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৭
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর ফিরলেন গুলশান , বেশ মন জুড়ানো লেখা ;
শুভ কামনা !!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য । খুব বেশী কিছু লেখাও হয় না , তাই আসি না । ব্লগে আসতে খুব ভালো লাগে কিন্তু সময় ও সুযোগের বড় অভাব ।
আপনার জন্যও রইল অনেক অনেক শুভকামনা ।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর হয়েছে ছবি ও বিবরণ ।
নির্জন এলাকায় শুধু গবেষনা কেন
সেখানে সবকিছুই হয় মধুময় ,
তাইতো হলিডতে লোকজন
বেছে বেছে যায় যে সেথায়
নিশ্চয়ই সেখানে গ্লেনকো ডিয়ার
এর দেখা পেয়েছেন । এরা সেখানকার
এনসিয়েন্ট ব্রিজ এলাকাসহ প্রায়
সব এলাকাতেই করে বিচরন ।
শুভেচ্ছা রইল ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১
গুলশান কিবরীয়া বলেছেন: একদম ঠিক বলেছেন । নির্জনতা আমার ভীষণ পছন্দ ।
না ওদেরকে দেখা হয়নি । ওরা অনেক ভিতরের জংগলে থাকে । আমি অতোটা আডভেনচারাস নই । আর তাছাড়া আমি বেশিভাগ সময়ই ক্যারাভ্যানে ছিলাম , খুব একটা দূরে যাইনি ।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪
করুণাধারা বলেছেন: চমৎকার ছবি ও বর্ণনা। খুব ভাল লাগল।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য । ভালো থাকবেন ।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সেতো কেবলি সুন্দর নিজের চোখে না দেখলেও যেন এক অনাবিল তৃপ্তি বয়ে গেল আপনার বর্ননা আর ছবিতে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য । আপনার ভালো লেগেছে বলে অনেক বেশী আনন্দিত ।
অনেক অনেক ভালো থাকবেন ।
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১১
সুমন কর বলেছেন: একা থাকতে আমার ভীষণ ভালো লাগে । একা থাকলে এই আমি দুজন হয়ে যাই , কখনো কখনো অনেক জন । নিজের ভেতরের অনেক গুলো সত্ত্বার খোঁজ মেলে । সেই সত্ত্বাগুলোকে জানার সুযোগ হয় , আত্মতৃপ্তি মেলে । -- ভালো বলেছেন।
পোস্ট ভালো লেগেছে।
কেমন আছেন?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
গুলশান কিবরীয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ার জন্য আর মন্তব্যের জন্য ।
আমি ভালো আছি । আপনি ?
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৬
কোলড বলেছেন: "লেখক বলেছেন: কেন বলুন তো ? আমি এলকোহল খুব একটা নেই না । মাঝে সাঝে ওয়াইন , তাও সাদা ওয়াইন ।লেখক বলেছেন: কেন বলুন তো ? আমি এলকোহল খুব একটা নেই না । মাঝে সাঝে ওয়াইন , তাও সাদা ওয়াইন ।"
Single malt is among the best in numerous Scotch whiskey varieties (never ask for scotch in a bar/pub while in Scotland).
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
গুলশান কিবরীয়া বলেছেন: I never ask you to explain about single malt . I told you before that I only drink white wine occasionally , that means I don't drink spirit . Why are you asking about alcohol out of nothing? I really don't get you .
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৯
জাহিদ অনিক বলেছেন: অত্যন্ত সুন্দর। ছবিগুলো দেখতেই ইচ্ছে করে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য । আপনার ভালো লেগেছে বলে দারুণ ভাবে আনন্দিত ।
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট । ছুবিগুলো সুন্দর । লিখনি আরো সুন্দর । দুয়ে মিলে অসাধারণ পোস্ট । সুইজারল্যান্ড সৌন্দর্যের জন্য বিখ্যাত আগে থেকেই শুনা । স্কটল্যান্ডের হাই ল্যান্ড ওযথেষ্ট সুন্দর । সুন্দর শেয়ারে অনেক ধন্যবাদ ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ কবি সুন্দর মন্তব্যের জন্য আর লেখাটি পড়ার জন্য ।
অনেক অনেক শুভ কামনা রইলো ।
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
রাতু০১ বলেছেন: "অদৃশ্য খাঁচায় বন্দি আমার গুপ্ত সেই সব দিন" সুন্দর লাইন ও ছবি ব্লগ ।শুভকামনা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।
ভালো থাকবেন ।
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৮
আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,
অনেকদিন পরে একটি সুন্দর অভিজ্ঞতার কথা নিয়ে এলেন । সুন্দর ছবির পাশাপাশি লেখার ভেতরে একটি মনের ভাবাবেগও অতুলনীয় রূপে অপরূপা করে তুলেছেন । ঠিক যেন স্কটল্যান্ডের হাইল্যান্ড এরিয়ার মতোই প্রকৃতির আপন নিয়মে বেড়ে ওঠা ন্যচারাল কিছু । " আমি শুধু দেখি , দু'চোখ ভরে দেখি.... " এই বাক্যটিতে তারই ঝলক ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫
গুলশান কিবরীয়া বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ । আসলে ব্যস্ততা আমাকে গিলে খেয়ে ফেলছে , অবসর বলতে যেন কিছুই নেই । তারপরও আপনারা আমাকে মনে রেখেছেন এটাই অনেক বড় পাওয়া ।
ধন্যবাদের ভাষা আমার জানা নেই , তবুও শুকনো ধন্যবাদ দিয়েই শেষ করতে হচ্ছে ।
অনেক অনেক ভালো থাকবেন ।
১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬
সিদ্ধার্থ. বলেছেন: "একাকিনী কার্ত্তন কারিনী " the solitary reaper এর কথা মনে পরে গেলো |
Behold her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain,
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound.
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবিতাটি মনে করিয়ে দেবার জন্য । উইলিয়াম ওয়ার্ডসঅর্থ এর এই কবিতাটির জন্যই তার বাড়িতেও ভ্রমণ করে এসেছি কয়েক বছর আগে লেক ডিসট্রিকে । ঐ জায়গাটিও অদ্ভুত সুন্দর ।
অনেক অনেক ভালো থাকবেন ।
১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: এমন মেঘ পহাড়ের দেশে সারাজীবন কাটিয়ে দিতে মনে হয় একটুও ক্লান্তি আসবে না।
আপনার বিড়ালটি খুব সুন্দর।কেমন আদুরী চেহারা।
আপনার লেখা ও ছবি গুলো দেখে মন ভরে গেল।
ভাল থাকবেন আপু। সামনে আরো অনেক সুন্দর সুন্দর লেখা পোষ্ট করবেন আশা করি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২
গুলশান কিবরীয়া বলেছেন: সে আসলেই ভীষণ আদুরে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।
অবশ্যই চেষ্টা থাকবে অনেক অনেক লেখা পোস্ট করার । ভালো থাকবেন ।
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৯
আবু মুছা আল আজাদ বলেছেন: পুরো ব্লগটা সাথে ছবিগুলো খুবই সুন্দর লাগল প্রিয়তে রাখলাম পড়ে বিস্তারিত পড়ব।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৬
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। জানাতে ভুলবেন না কিন্তু ।
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪
জুন বলেছেন: এমন প্রকৃতির কাছে গিয়ে নীরবতাই শ্রেষ্ঠ গুলশান কিবরিয়া ।
অনেক ভালোলাগা রইলো আপনার লেখায় আর বিড়ালটিকে । আমিও বিড়াল খুব ভালোবাসি । তাই একটা ছোট্ট কিউট বিড়ালের ছবি যে কিনা আপনার মতই রিসার্চ প্রপোজাল লেখার জন্য তথ্য খুজে বেড়াচ্ছে
ছবিটি ক্যাট ফর লাভ থেকে ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৩
গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , সত্যিই দারুণ কিউট এই বেড়ালটা । অনেক দিন পরে আপনাকে পেলাম আমার ব্লগে । ভালো আছেন আপু ?
১৮| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:১১
মাহবুবুল আজাদ বলেছেন: সময় সুযোগ করে একবার হলেও যাব, আপনার ছবির প্রকৃতি যেন ডাকছে ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৪
গুলশান কিবরীয়া বলেছেন: অবশ্যই যাবেন । সত্যিই খুব সুন্দর ছিল জায়গাটা ।
১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন সব ছবি আর সাথে মায়াবী সুন্দর লেখা। কিছুক্ষণের জন্য আপন সত্তায় হারিয়ে গেলাম!
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৫
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্র পড়ার জন্য আর সুন্দর মন্তব্যের জন্য ।
২০| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
আরইউ বলেছেন: আপনি চমৎকার লেখেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৬
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
কোলড বলেছেন: Did you try single malt?