নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি একটি লেখা পড়ে মনে হলো, অনেকেই যৌন স্বাধীনতা বলতে অবাধ যৌনতাকে বোঝেন, এবং এ নিয়ে বেশ ঘৃণামিশ্রিত লেখা এবং মন্তব্যও দিয়ে ফেলেন। সেই লেখাগুলোতে আবার শতাধিক সম্মতিসূচক প্রতিক্রিয়া দেখা যায়। তার মানে বোঝা যাচ্ছে বেশ বড় একটা অংশ যৌন স্বাধীনতা অথবা যৌন অধিকার বলতে অবাধ যৌনাচারকেই বোঝেন, অথবা অন্য কিছু বোঝেন। কি বোঝেন সেটা তারাই ভালো বোঝেন।অথচ যৌন স্বাধীনতার চিন্তা এসেছে একটি উন্নয়নমূলক সমাজব্যবস্থা গড়ার চিন্তা থেকে। এখানে সমতার কথা বলা হয়েছে, এখানে ব্যক্তি স্বাধীনতার মৌলিক বিষয় আনা হয়েছে , অর্থাৎ একটি বড় সামাজিক সমস্যাকে 'যৌন স্বাধীনতার' ব্যানারে তুলে আনা হয়েছে এবং তার সমাধানের কথা ভাবা হয়েছে।
যৌন স্বাধীনতা অথবা Sexual Freedom হচ্ছে নিজের শরীরের উপর নিজের নিয়ন্ত্রণ। অর্থাৎ আপনার শরীর শুধু আপনার, ওখানে অন্য কারোর অধিকার নেই আপনার সম্মতি ছাড়া। এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রেই বেশী প্রযোজ্য, কারন- অতীতে এবং এখনো কিছু কিছু ক্ষেত্রে স্বামীরা ভাবেন স্ত্রীর শরীর তাদের সম্পত্তি।যার ফলে স্বামী চাহিবা মাত্রই স্ত্রীকে তৈরি থাকতে হবে। এখানে স্ত্রীর ইচ্ছা-অনিচ্ছার কোন মূল্য নেই। যৌন স্বাধীনতা নারীকে যৌন দাসী হওয়া থেকে মুক্তি দেয়। এমনকি পয়সা দিয়ে ভাড়া করা দেহ ব্যবসায়ীর উপরও তার খরিদ্দারের অধিকার নেই যদি দেহ ব্যবসায়ীর সম্মতি না থাকে। যৌন স্বাধীনতা এভাবেই নারীকে মানুষ হিসেবে মর্যাদা দেয়।তাই এটা কোন অন্যায়মূলক স্বাধীনতা নয়, এটা এক প্রকার ব্যক্তি স্বাধীনতা। এই স্বাধীনতা মৌলিক মানবাধিকারের একটি অংশ। যৌন স্বাধীনতা থাকলেই আপনি রাস্তায় অথবা যেকোন জায়গায় বাজে ভাবে আক্রমণ হওয়া থেকে বিরত থাকবেন। এই স্বাধীনতার মর্মার্থ বুঝলেই মানুষ পরস্পরকে সম্মান করতে শিখবে।
যৌন স্বাধীনতা খোলাখুলি যৌন শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলে। খোলাখুলি বলছি এই কারণে যে ছোট বেলা থেকেই যৌন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে স্কুলে। আবারও ভুল করবেন না- যৌন শিক্ষা বলতে যৌনাচার শেখানো নয়। বরং নিজের শরীর সম্পর্কে সচেতন এবং নিজের শরীরের উপর নিজের নিয়ন্ত্রণ শেখানো। এতে করে মানুষ খুব ছোট বেলা থেকেই বিপরীত লিঙ্গ অথবা যেকোন লিঙ্গের প্রতিই সম্মান প্রদর্শন করে, এবং এভাবেই সমাজ থেকে ধর্ষণের মত জঘন্য অপরাধ কমে যাবে, শিশু নির্যাতন কমে যাবে, জেন্ডার আইডেন্টিটি নিয়ে কেউ কাউকে হয়রানি করবে না তথা মানবাধিকার নিশ্চিত হবে। এতো গুলো সমস্যা দূরীকরণের চিন্তা যেখানে রয়েছে সেই যৌন স্বাধীনতাকে অন্যায়মূলক কিছু ভাবার কোনই কারন নেই।
আজকাল তথ্য দুষ্প্রাপ্য নয়। আপনার হাতের নাগালেই রয়েছে নানান তথ্য। যার ফলে মানুষ নিজেই নিজেকে নানান বিষয়ে শিক্ষিত করে তুলতে সক্ষম হচ্ছে কোন প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতীত । এটা খুবই প্রগতিশীল একটি বিষয় যে সহজেই মানুষ জ্ঞান প্রাপ্ত হচ্ছে । আবার এই সহজলভ্য জ্ঞান মাঝে মাঝে মানুষকে ভুল দিক নির্দেশনাও দিচ্ছে। এই ভুল বোঝা এবং ভুল শোনার কারনেই মানুষ 'যৌন' শব্দটি শোনা মাত্রই আতংকিত হয়। আর যদি ঐ শব্দের সাথে স্বাধীনতা যুক্ত হয় তাহলে তো কথাই নেই, ঐ আতংকিত মানুষেরা ধরেই নেয় যে, এই স্বাধীনতা অন্যায়মূলক স্বাধীনতা।বেশী বেশী পড়লেই হবে না, সেই পড়াটা মাথায় গিয়ে সঠিক রূপ ধারন করেছে কিনা সেটার দিকেও খেয়াল রাখতে হবে।
** যৌন শিক্ষা ৫ বছর বয়স থেকেই দেয়া উচিৎ। এতে চাইড এবিউজ কমে। এই লেখা সবার জন্য উপযোগী। শিশু কিশোরদের থেকেও ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক(vulnerable adult) রয়েছে বেশী যারা এই লেখার ভুল ব্যাখ্যা করার সম্ভাবনা রয়েছে।তাদেরকে আবারও বলছি যৌন স্বাধীনতা কোন অন্যায়মূলক স্বাধীনতা অথবা স্বেচ্ছাচারিতা নয়।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য এবং মন্তব্যের জন্য।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯
চিটাগং এক্সপ্রেস বলেছেন: আমার মনে হয় নারীরা এখন অনেক যৌন স্বাধীনতা ভোগ করলে। ইচ্ছে করলেই যে কোন নারীকে ভোগ করা যায় এই ধারণা এখন অচল
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪
গুলশান কিবরীয়া বলেছেন: ঠিক বলেছেন। ইচ্ছা করলেই নারীকে ভোগ করা যাবে না। ধন্যবাদ আপনাকে।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: আমাকে কেউ কখনও যৌন শিক্ষা দেয়নি।
নিজে নিজে যতটুকু পারি শিখে নিয়েছি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
গুলশান কিবরীয়া বলেছেন: অনেকেই আছে নিজে নিজে ভালো ভাবে শিখতে পারে আবার, নিজে নিজে শিখে ভুলটাও শেখে। যার ফলে স্কুল থেকেই এই শিক্ষা চালু করা প্রয়োজন।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: এটাকে(যৌন স্বাধীনতা) অনেকেই ভুল ব্যাখ্যা দিয়ে বা করে মানুষকে বিভ্রান্ত করছে। সঠিকভাবে প্রচার করা জরুরী।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮
গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
আরোগ্য বলেছেন: নারীর মাত্রাতিরিক্ত স্বাধীনতা নারীর জন্যই ক্ষতিকর।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯
গুলশান কিবরীয়া বলেছেন: তাই? মাত্রাতিরিক্ত বলতে কি কি বুঝিয়েছেন?
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
করুণাধারা বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট। এ বিষয়ে অনেকেই ভুল ধারণা পোষণ করেন।
কিছুক্ষণ আগেই এই ব্লগে রেহাম খানকে নিয়ে একটা পোস্ট পড়ছিলাম, যেখানে রেহাম খান নয় বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হবার বর্ণনা দিয়েছেন, যদিও তার মা সদা সতর্ক থাকতেন তাকে নিয়ে। তারপরও এমন ঘটলো। সেই পোস্ট পড়ে আমার মনে হচ্ছিল মেয়েদের অতি ছোট বয়সেই যৌন শিক্ষা দেয়া উচিত, যাতে তারা নিজেদের রক্ষা করে চলতে পারে।
চমৎকার পোষ্টের জন্য ধন্যবাদ।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪০
গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে লিখছেন। অনেকেরই এটা নিয়ে ভুল ধারনা আছে। সমাজের দোহাই দিয়ে সেক্স এডুকেশন কে একটা ট্যাবু বানিয়ে রাখা হয়েছে। আমাদের এই ধারা ভাংতে হবে
০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪১
গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২
আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,
ভালো লেখা । ভ্রান্তি বিনাশী ।
এটা অনেকেই বোঝেননা যে, যৌন স্বাধীনতা অথবা সেক্চুয়াল ফ্রিডম অবাধ যৌনতা নয় বরং নিজের শরীরের উপর নিজের নিয়ন্ত্রণের স্বাধীনতা । এর অর্থ, আপনার শরীর শুধু আপনার, আপনার সম্মতি ব্যতিরেকে তাকে অন্য কারোর অধিকার নেই দখল করার ।
সমাজের শিক্ষিত-অশিক্ষিতদের একটা বেশ বড় অংশই যৌন স্বাধীনতা বলতে অবাধ যৌনাচারকেই বোঝেন । এর বাইরে অন্য কিছু ভাবার মানসিকতা তাদের নেই কিম্বা নেই পর্যাপ্ত জ্ঞানটুকুও।
আশা করি, আপনার এ লেখাটি তেমন অন্ধদের জ্ঞানচক্ষুটি খুলে দেবে যারা সেক্চুয়াল ফ্রিডম এর কথা শুনলেই উচ্ছন্নে গেলো সমাজ-সংসার বলে মাতম করেন কিন্তু ভেতরে ভেতরে অবাধ যৌনতাকেই লালন করেন , তার স্বাদ পেতে উন্মুখ হয়ে থাকেন ।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৩
গুলশান কিবরীয়া বলেছেন: কেউ কেউ আছে তাদের হাজার বোঝাবার পরেও মগজে প্রবেশ করে না। তাদের চক্ষু কোনদিন খুলবে না।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্ম মানলে এক হিসাব, না মানলে আরেক হিসাব...
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯
জাহিদ অনিক বলেছেন:
খুব চমৎকার লেখা।
যৌন স্বাধীনতা আর অবাধ যৌনতা নিয়ে খুব গুছিয়ে এবং গুরুত্বসহকারে লিখেছেন।
আমাদের দেশে সেক্স এডুকেশন নামে কিছু আছে বলে তো জানি না -----
আমরা এখনো ট্যাবুতে আছি।
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর উপস্থাপনা। যুক্তিপূর্ণ লেখা। সবাই যেন এটার মানে বুঝেন।
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ** যৌন শিক্ষা ৫ বছর বয়স থেকেই দেয়া উচিৎ।
আমাদের দেশের সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্হান থেকে চিন্তা করতে হবে ।
যে দেশে এখনও নির্যাতনের স্বীকার হয়ে বিচার পায়না উল্টো , বিচারক বা সমাজপতিরা
মেনে সংসার করতে বলে বা আইন প্রয়োগকারী সংস্হার লোকজন, নারীর অবমাননাকে
অবজ্ঞা করে ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তাই আমাদের দেশে সামগ্রিক আবহতৈরি করতে হবে, তাহলে আমরা কাঙ্খিত বিষয়ে অর্জন করতে পারব।
তথ্য ও যুক্তিপূর্ণ লেখার জন্য সবিশেষ ধন্যবাদ ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: পরিষ্কার করে দিয়েছেন যারা যৌন স্বাধীনতাকে অবাধ যৌনতা ভাবতো। খুবই শিক্ষনীয় একটি বিষয়। সাথে সহমত শিক্ষা প্রাতিষ্ঠানে যৌন জ্ঞানের ব্যবস্থা করলে অনেকটা নেতিবাচক প্রভাব কমে যাবে।
১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেকেই আছে নিজে নিজে ভালো ভাবে শিখতে পারে আবার, নিজে নিজে শিখে ভুলটাও শেখে। যার ফলে স্কুল থেকেই এই শিক্ষা চালু করা প্রয়োজন।
স্কুল থেকে এব্যাপারে শিক্ষা চালু করলে- ছেলে মেয়েরা টা করার জন্য আকুপাকু করবে। তাতে সমস্যা বরং বাড়বে।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯
বোকামানুষ বলেছেন: অল্প কথায় গুছিয়ে লিখেছেন গুরুত্বপূর্ণ বিষয়টিকে ভাল লেগেছে
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আপনি খুব সুন্দর লিখেছেন। আমার ব্লগ বাড়িতে একবার বেড়াতে আসুন।
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
সোহানী বলেছেন: হাঁ ভালোভাবেই ব্যাখ্যা করেছেন বিষয়টি। উপরে পর্দার দিয়ে ঢাকার চেস্টা করলেও ভীতরে ভীতরে আমাদের দেশের অবস্থা ভয়াবহ। যত বেশী আলোচনা, সঠিক শিক্ষা দেয়া হবে ততবেশী এ বিষয়ে কুশিক্ষা কমবে।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
মিঠু পারভেজ বলেছেন: ভালো লিখেছেন !!