নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক সন্ধ্যা নামার পরে,
যখন শব্দেরা সব ঐকতানে গীত বিতান ধরে,
অন্তমিলে ছন্দ ছলে সুর লহরীর তানে
গুপ্ত কথা শব্দ হয়ে কণ্ঠে জাগে গানে।
আরও, খানিক পরে,
যখন ঝিঁঝিঁ পোকার সরব বাণী ঘোর লাগিয়ে ধরে,
তখন পদ্যগুলো জীবন পেয়ে শব্দে মালা গড়ে,
আঁধার রাতে প্রদীপ জ্বেলে ঘোর লাগিয়ে পড়ে।
পরিশেষে, শব্দেরা সব নিদ্রা বিলাস হয়ে,
বইয়ের পাতায় ঘুমিয়ে পরে দীর্ঘ সময় ধরে।
সুপ্ত থাকে গুপ্ত কথা মলাট চাপা পরে,
হয় না দেখা দিনের আলো বহু বছর ধরে।
ছবিঃ আমার নিজ হাতে তোলা।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫
প্রথম বাংলা বলেছেন: ভালো লাগলো কবিতাটা পড়ে
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪১
গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ জানাই আপনাকে। ভালো থাকুন।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯
ল বলেছেন: ভাল লিখেছেন।
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪১
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮
মনিরা সুলতানা বলেছেন: কী যে দারুণ সব শব্দে স্নিগ্ধ মুহূর্তের ছবি আঁকলেন !!
চমৎকার !
অনেক অনেক ভালোলাগা।
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪
গুলশান কিবরীয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন ।
৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮
জাহিদ অনিক বলেছেন:
সন্ধ্যা থেকে রাত-- দীর্ঘ্য রাত; আলো দেখা হয়না।
ভালো লাগলো এই সময়ের বিচ্ছিন্নতা ।
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপানকে সুন্দর মন্তব্যের জন্য।
৭| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ, চমৎকার লিখেছেন তো! শেষ দু লাইন অনবদ্য।
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইলো মন্তব্যে।
৮| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪১
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭
গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৯| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭
গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ।
১০| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৩
রাফা বলেছেন: সব কিছুতেই আছে শব্দেরা।
পরিশেষে বইয়ের পাতাই যথার্থ।
চমৎকার,গুল.কিবরীয়া-ধন্যবাদ।
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
গুলশান কিবরীয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। অনেক ভালো থাকবেন।
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৭
অলিভিয়া আভা বলেছেন:
খুব খুব সুন্দর ঐকতান !!!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৬
গুলশান কিবরীয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
১২| ১২ ই মে, ২০১৯ রাত ৩:২৪
চাঁদগাজী বলেছেন:
সিনথেসিস কবিতা, অন্যদের কবিতার লাইন যোগ করে হাইব্রিড কিছু একটা বানায়েছেন।
১২ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
গুলশান কিবরীয়া বলেছেন: বাহ,আপনি দেখি কবিতাও পড়েন। ভালো। আপনাকে উত্তর দিয়েছি কাওসার চৌধুরীর পোস্টে। পড়ে দেখেন।ক্যপিটালিজম , সোশ্যালিজম নিয়ে সামান্য ধারনা দিয়েছি আপনাকে।
এবার মনে হয় হাইব্রিড কিভাবে হয় সেটাও আপনাকে শেখাতে হবে। সময় করে বর্ণনা করবো। আপাতত সময় নেই।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩২
স্রাঞ্জি সে বলেছেন: ছবিটা দারুণ তুলেছেন। ___ আর কবিতায় ভাল লাগা রেখে গেলাম। ______
প্রথম + কিন্তু