নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

গরমে করোনা ভাইরাস বাঁচে নাকি বাঁচে না!!

২০ শে মার্চ, ২০২০ রাত ৯:০০

“There is a hope as the weather warms up the virus circulate less freely. But as you being in the sun it’s not mean that you will be protected from Coronavirus” - Fergus Walsh, BBC Coronavirus newscast, 19/03/20.
এই কথাটা বিবিসি থেকে শুনলাম। করোনা ভাইরাস হয়তো গরমের মধ্যে সারকুলেট কম হয়, একারনেই এই ভাইরাস গরমের দেশে ধীর গতিতে হয়তো স্প্রেড করে । অর্থাৎ এই ভাইরাস জিবন্ত শরীর ছাড়া সার্ফেসে বেশিক্ষণ বেঁচে থাকে না, বাতাসেও বেশিক্ষণ থাকে না, ইভাপরেট হয়ে যায় গরমের দেশে । কিন্তু মানুষ যদি শরীরে ভাইরাস বহন করে, সেটা মানব শরীরে খুব সহজেই বেঁচে থাকে তখন সে গরমের দেশে গেলেও তার শরীর থেকে সেটা গরমের কারনে মরে যায় না - এটাই আপাতত প্রমানিত। কাজেই নিজেকে অকারনে গরমের মধ্যে রাখলেই যে আপনি করোনা ভাইরাস থেকে প্রটেক্টেট সেটা বলা যায় না।

"we know that the flu virus dosent survive outside the body during the summer heat, but we dont konw enough yet how that heat might impect this new coronavirus" - Chris Morris, BBC News, 20/03/20 আজকে এটা শুনলাম । তার মানে হচ্ছে এই ভাইরাসের সভাব চরিত্র সম্পর্কে কারোই কোন ভালো ধারণা নেই। তবে অনলাইনে অনেক ভুল ভুল তথ্য, গুজব বের হচ্ছে, যেটা ক্ষতিকর হতে পারে যে কোন দেশ এবং কমিউনিটির জন্য।

মনে রাখা প্রয়োজন , যদি কেউ এই ভাইরাস শরীরে বহন করে গরমের দেশে যায় তাহলে সে খুব সহজেই মানুষ থেকে মানুষে ছড়াতে পারে খুব কাছাকাছি অবস্থান করলে।

বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ খুবই ঘনবসতি পূর্ণ দেশ। এই দেশে এই ভাইরাস অলরেডি গিয়েছে। এবং মানুষ থেকে মানুষে এটা খুব সহজেই ছড়াতে পারে, তাই সাবধান হওয়া প্রয়োজন সোশ্যাল ডিসটেন্স মেইন্টেন করে । এপিডেমিক হবে কিনা সেটা সময়ই বলে দেবে। কাজেই কোন প্রকার ঝুকি না নিয়ে সাবধান হওয়া প্রয়োজন।

কোন সাইনটিস্টই এই ব্র্যান্ড নিউ ভাইরাস সম্পর্কে নিশ্চিত হয়ে কিছু বলছেন না। কারন এ সম্পর্কে গভির বিশ্লেষণ করা এখনো সম্ভব হয়নি। তারা এর ভাক্সিনের জন্যও সম্ভাব্য সময় দিয়েছে ১৮ মাস এখন থেকে।

যাই হোক সাবই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি BBC এবং WHO থেকেই ইনফরমেশন নিয়ে নিজস্ব এনালাইসিস করলাম। কারন এই ভাইরাস সম্পর্কে আমার গভির আগ্রহ রয়েছে। তবে গভির জ্ঞান নাই। এই আগ্রহের কারনেই আমি বিভিন্ন নির্ভরযোগ্য তথ্যকে অনুসরণ করছি। সবার কাছে অনুরোধ যে কোন তথ্য বিশ্বাস না করে নির্ভরযোগ্য সুত্র থেকে তথ্য ভেরিফাই করে নিন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


আপনি যেহেতু এই ব্যাপারে জানতে চাচ্ছেন, আমরা আপনার আরো তথ্যের জন্য অপেক্ষা করবো।

২০ শে মার্চ, ২০২০ রাত ৯:২৩

গুলশান কিবরীয়া বলেছেন: অবশ্যই জানাবো। ধন্যবাদ আপানকে।

২| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: আপনার তথ্য ঠিক আছে।

২০ শে মার্চ, ২০২০ রাত ৯:২৬

গুলশান কিবরীয়া বলেছেন: আমি তো নির্ভরযোগ্য জায়গা থেকেই তথ্য নিয়েছি । আপনার দিক থেকে আপনি অবশ্যই সেটা ভেরিফাই করে নিন।

ধন্যবাদ মন্তবের জন্য।

৩| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৪

সন্ধ্যা প্রদীপ বলেছেন: বাংলাদেশের জন্য সমস্যা হচ্ছে এর মধ্যেই অনেক জায়গায় ভাইরাস ছড়িয়ে গেছে।ইনকিউবেসন পিরিয়ড শেষ হলে জানা যাবে রোগী কতজন।যতজনের শরীরে যাবে তার সবাইকে ভুগতে তো হবেই!
আমরা যদি আগে থেকে সতর্ক হতাম তবে মহামারীর আশংকা কম থাকত।

২০ শে মার্চ, ২০২০ রাত ১০:৪০

গুলশান কিবরীয়া বলেছেন: জি, আপনার সাথে একমত। এখনো সময় আছে পরবর্তী স্প্রেড থামাবার যদি মানুষ সচেতন হয়।

৪| ২১ শে মার্চ, ২০২০ রাত ১:০৯

নেওয়াজ আলি বলেছেন: একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।

৫| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি তো নির্ভরযোগ্য জায়গা থেকেই তথ্য নিয়েছি । আপনার দিক থেকে আপনি অবশ্যই সেটা ভেরিফাই করে নিন। ধন্যবাদ মন্তবের জন্য।

১। "মানুষের এইভাবে ঢাকা ছেড়ে যাওয়া দেখে কেন জানি ভয় হচ্ছে, ধীরেধীরে গ্রামগুলো বেশি ঝুকিপূর্ণ হয়ে যাচ্ছে না তো! "
২। করোনার জন্য ৩ মাস বাড়িভাড়া আদায় নিষিদ্ধ করল উগান্ডা।
৩। ১৫ দিনের লকড ডাউন দিলে করোনার অাক্রমন থেকে কিছুটা বাঁচা যাবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.