![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সাথে কথা না হলে,
ভাবের আদান প্রদান না হলে
তোমার কন্ঠ না শুনলে
তোমারে ডাক না শুনলে
না পাইলে তোমারে
সব থেকে ও কি যেন
কি যেন নাই
কোথায় যেন ফাকা ফাকা লাগে
শুন্য অনুভূতি যেন
না, তুমি অভ্যাসে পরিনত হও নাই
রেগুলার প্রাক্টিসে ভাটা পরে যাবে
প্রিয়জন বা প্রয়োজন
আদতে একজন
কত কথা বলি, তার থেকেও বেশী
রয়ে যায়, অব্যক্ত স্বরে
যত কথা কই, শব্দযোগে
তার থেকেও বেশী,
বলি, যখন চুপ থাকি
চেয়ে তোমার পানে
চেয়ে দেখো, এ চোখে, ঠোটে
শরীরি ভাষায়
পড়ে দেখ, আমায়
কোনো এক সহজ ভাষায়
(অসমাপ্ত)
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৩
মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৪
জনারণ্যে একজন বলেছেন: কবিতা লেখার নামে আপনারা কয়েকজন যে ক্রমাগত বাংলা শব্দের বানানের পশ্চাৎদেশ মেরে যাচ্ছেন, সে খেয়াল আছে?
আর তারপর আছে, যেমন ধরুন যতিচিহ্নের ব্যবহার। যদি এই চিহ্নের ব্যবহার না জানেন, তবে বলার কিছু নেই।
আমার মতো অশিক্ষিত বানান ভুল করলে তাও মেনে নেয়া যায়। কিন্তু আপনারা যারা কবিতা/গল্প/উপন্যাস লেখেন, আই মিন লেখক, তারা এই ভুল কিভাবে করেন বুঝি না।
লেখা পোস্ট করার আগে নিজেই কি লিখেছেন তা পড়ে দ্যাখেন কিনা সন্দেহ আছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫২
মৌন পাঠক বলেছেন: আসলেই বানান, যতিচিহ্নের ব্যবহার ভুলে গেছি, দেখতে হবে আবার,
জীবন ও জীবিকার চাপে সময় হচ্ছে না।
তাই বলে লেখা ত আর থেমে থাকে না, যখন যা আসে, নোট নেই খেড়োখাতায়,
এই সেই নোট, নিচে (অসমাপ্ত) টুকুন এজন্যই লেখা।
আপনাকে ধন্যবাদ, এই বিচ্যুতি দেখিয়ে দেয়ার জন্য।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৮
জনারণ্যে একজন বলেছেন: শব্দটা ভালোই ব্যবহার করেছিলেন, কিন্তু শুদ্ধ বানান হচ্ছে 'খেরোখাতা'।
'খেড়োখাতা' বলতে কোনো বাংলা শব্দ নেই।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৮
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ, চমৎকার...