![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোন পলিটিকাল দল বা কারো সাপোর্ট করে এই পোস্ট লেখছি না। শুধু বিদেশ এর মাটি তে থেকে দেশ এর যে খবর দেখছি তার ধারনা থেকেই আজ লেখছি। গত এক মাস ধরে মানুষ পোড়ার যে খেলা শুরু হয়েছে তা আসলে সত্তিই একটা দেশ এর জন্য ভয়ংকর,
এবং তার থেকেও ভয়ংকর আমরা সাধারন মানুষ শুধু এর শিকার হচ্ছি, না এটা আসলে কোনো ভাবেই মানা যাচ্ছে না। আর যারা এই পেট্রোল বোমা গুলা মারছে তারা আমাদের মতই সাধারণ মানুষ কিন্তু তাদের ভিতর ও কোনও ধরনের বিকার নেই, কোন বোধ নেই, নিজের দেশ এর সাধারণ মানুষ কে এই ভাবে পুরিয়ে মারা আর একজন মানুষ কি ভাবে পারে। তার মানে কি আমরা পশু হয়ে যাচ্ছি? যাদের কোন মন নেই কোনো বোধ নেই, শুধু নিজের আধিপত্য বিস্তার করা , শুধু কি নিজের বেঁচে থাকা? অথবা হয় তো মহান আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। আমরা কি পারবো এই পরীক্ষা তে পাস করতে এই পশুদের হাত থেকে?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৮
মোনভোলা বলেছেন: সেটা বুঝি কিন্তু তার পরও শেষ হচ্ছে না কেন?
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৬
রাফা বলেছেন: কারন আমরা সাধারণ মানুষ একতাবদ্ধ নই।আমরা যা চাই তার জন্য বাধ্য করিনা রাজনীতিবিদদেরকে।
অথচ নষ্ট রাজনীতিবিদরা যা চায় তা মানুষকে হত্যা করে হোলেও তাদের চাই।
কাজেই আমরা যতদিন সচেতন না হবো ততদিন এমনি চলবে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫
মোনভোলা বলেছেন: একদম ঠিক, সহমত।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৪
ডিজ৪০৩ বলেছেন: বিচার কিন্তু আল্লাহ্ দেখিয়ে দিয়েছেন তার পরও কেউ যদি না বুঝেন তাহলে তার পরিণতি খুব খারাপ দেখবেন ।