নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রত্যাশা, পূর্ণতা

এ. আর. আশিক

এ. আর. আশিক › বিস্তারিত পোস্টঃ

ড্রাগ → হিরো থেকে জিড়ো।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫

প্রথমে একটা দেখে আসা ঘটনা উল্লেখ করি →





২০০৫ সাল আমি নতুন একটা স্কুলে ক্লাস ৫ এ ভর্তি হলাম। নতুন বলে সকলে আমাকে আড় চোখে দেখতো। এটা আমার জন্য নতুন নয়। সরকারি চাকরিজীবীর সন্তানদের জন্য নতুন নয়। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন পরিচয় হল ক্লাসের ফাস্টবয়ের সাথে। দেখে যা মনে হলো খুব ভালো পোলা। ধীরে ধীরে জানতে শুনতে থাকলাম। ঐ ছেলেটাকে স্কুলের সবাই আইডল হিসাবে মানত।

ক্লাস ৫ ধীরে ধীরে গেলো। ও ট্যালেন্টফুলে বীত্তি পেলো। আমি খরাপ ছাত্র বিধায় যথারিতি পেলাম না।

ওর বাসা আমার বাসার কাছে হয়েছিলো বলে বন্ধুত্বটা হয়েছিলো।

এভাবে ক্লাস ৬, ৭, গেলো ৮ এ ও বৃত্তি পেলো ট্যালেন্টফুলে।

৯ গেলো এস এস সি তে ও গোল্ডেন পেলো আমি এ পেলাম।



তার পর ও একটা ভালো কলেজে ভর্তি হলো, সেখান থেকেই শুরু.. প্রথমে সিগারেট খাওয়া শুরু করলো ও তার পর গাজা, তার পর ইয়াবা। এখন যে নেশাদ্রব্য চোখের সামনে পায় তাই খায়।

এলাকায় গেলে ওকে সবাই এরিয়ে চলে। বন্ধুরা ডাকে গান্জা বাবা বাবা বলে। এইচ এস সিতে ৩ পাইছে ও।

এভাবেই চলছে এককালের স্কুলের আইডল নামক ছেলেটির।



অনেক চেষ্টা করছি কিন্তু ওকে নিরাময়ে নিয়ে যেতে পারিনি।







কি বলবেন একে?

হতাশা, ব্যর্থতা, নতুন চাহিদা।

আমি টেক্সটাইলে ডিপ্লোমা করতেছি, ভালো ছাত্র ছিলাম না বলে কোথাও চান্স পাওয়ার ইচ্ছা গ্যাপন করিনি। কিন্তু ওর মত নশাদ্রব্য কখনো ছুয়েও দেখিনি।

শুধুমাত্র ড্রাগের সহজ লভ্যতার কারনো যদি এভাবে কেউ হারিয়ে যায় তার দায় কার?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.