নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রত্যাশা, পূর্ণতা

এ. আর. আশিক

এ. আর. আশিক › বিস্তারিত পোস্টঃ

তুই কি কাঁদছিস

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

: হ্যালো কই তুই !

: এইতো আছি !

: কিরে মন খারাপ নাকি?

: আরে .... না। মন বলে কিছু আছে নাকি? আছে তো শুধু দুটো চোখ! তাই চোখ দিয়েই কথা বলছি !

: দোস্ত তুই কি কাদছিস !

: নারে কাদছি না ! কাদবো ক্যানো আজতো সকল জ্বালাতনকারী সেজুতির বিয়ে হলো । আমাদের তো অনেক ভালো থাকার দিন এদিনে কি কেউ কাদে ? না কাদছি না।

:কেন মিথ্যে বলিস ?

:নারে মিথ্য বলবো ক্যান কোনদিন সত্যটাই ওর সামনে বলতে পারিনাই।

আজ আবার কিজন্য তোর কাছে মিথ্যে বলবো?

:তুই তো কাদছিস। সেজুতিকে কেন বল্লি না, তুই ওকে ভালোবাসতিস ?

:আরে আমি কাদছি না তো ? কাশবনের নীল আকাশ দেখতে গিয়ে ছিলাম তোর মনে আছে?

:না আমার কিচ্ছু মনে নাই?

: সেই আকাশ টা খুব দেখতে ইচ্ছে করছে রে !

: ঠিক আছে কাল সকালেই যাওয়া যাবে ।

:কাল কি সেজুতিকে ছাড়া কি নীল আকাশ হবে ?

: হবে হবে!

: হলেও তখন আমি থাকবো না!

: থাকবি না মানে ?

সংযোগ বিচ্ছিন্ন।

হ্যালো হ্যালো হ্যালো হ্যালো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.