নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রত্যাশা, পূর্ণতা

এ. আর. আশিক

এ. আর. আশিক › বিস্তারিত পোস্টঃ

অনয়ার ছাতা

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪

Dragon Ball Z এর ফাইট চলছে

Goku v Frieza আমিও চ্রম উত্তেজিত।

কিন্তু সমস্যা হলো Frieza এর ঘুসি আমার গালে লাগতেছে।

এই ঘুসি খাইয়া ঘুম থেকে উঠে দেখি।

ঘুম থেকে উঠে দেখি রুম অন্ধকার, জানালার আলো হাল্কাই রুমে ডুকছে।

আধা-বোজা চোখে ফোনটা স্কিন লাইট অন করতেই দেখি 6 টা SMS, ১৩ টা কল।

সেন্ডার অনয়া !!!

প্রথম SMS - তুমি কই আমি আসছি তো

দ্বিতীয় SMS - তারাতাড়ি আসো।

চতুর্থ SMS - বৃষ্টি হচ্ছে আসো তো?

পঞ্চম SMS - আসবা না

৬ষ্ঠ SMS - *_* তুমি সত্যই আসবা না !

ঘড়ির টাইমের দিকে তাকিয়ে দেখি ১১ টা ৩৭!!!!

তখন ঠিক কোথায় থেকে পড়লাম কিংবা আমার মাথায় কোন গ্রহের উপগ্রহ ভেঙ্গে পড়লো বুঝলাম না।

মাথায় শুধু ঘুরছে অনয়া নামক মানবী । এতকাল কল্পনায় বসবাস কারি কোন মেয়ের সাথে আজ ১০টায় দেখা করার কথা ছিলো।

জানালা দিয়ে বাইরে বাহিরে তাকিয়ে দেখি আকাশ কালো হয়ে বৃষ্টি নামছে।

ঝুম ঝুম ঝুম ঝুম বৃষ্টি।

ফোনটা হাতে নিয়ে কি করবো বুঝতো পারলাম না। ফোন দিবো ওকে না কি দেবোনা !!!

না ভেবেই পড়নের থ্রি কোয়াটার আর একটা ট্রি শার্ট পড়েই দৌড় দিলাম,

বাসায় থেকে বের হওয়ার সময় ছাতাটা খুজতেই আম্মা বলে দিলো

আপু নাকি সকালে ছাতা নিয়ে কলেজে গেছে।

কিছু করার নাই, ছাতা ছাড়াই সোজা রাস্তায় নামলাম।

বাসার সামনের রাস্তা সাধারনত প্রতিদিন রিক্সা থাকে আজ বৃষ্টিতে ধোয়াশা হওয়ায় রাস্তা সম্পুর্ন ফাকা।

ম্যানহোলের পানি তে রাস্তা ছোটখাটো নদী।

ফোনে তাকিয়ে দেখলাম ১১ টা ৪০ !!!!



ধোয়াশা লাগছে সবকিছু । ভীষন ভয় লাগছে যদি গিয়ে অনয়াকে না পাই ।

দ্রুত হেটে চলছি তখনি কোথেকে এক বিহঙ্গ বাস এসে রাস্তার পানি মাথায় তুলে দিলো।

আজ আমি রাস্তার মানুষ। ভেজা চ্যাপচ্যাপা সব । ইতিমধ্যে পকেটেই অক্কা পাইছে আমার স্বাধের ফোন ।

হনহন পন পন করে হাটছি। কাদা আর জলে জীবন জলাতল।

গন্তব্য অনয়া দের পাড়ার ছন্নছাড়া কফিশপে ।

জানিনা বৃষ্টি ভেজে মানুষকে কফি শপে্র ডুকতে দেয় কিনা।

তবে আজ আমি ঢুকবোই যদি অনয়া এখনো থাকে।

বৃষ্টির ফোটা অঝোড় ঝড়ে পড়ছে, ঠিক? অনয়ার ভালোবাসার মত....

পরিচয়টা খুব বেশি দিনের নয় এই কয়েক মাসের SMS চলাচলি থেকেই শুরু।

হাটতে হাটতে অনয়া দের পাড়ায় এসে গেছি।

এখন আর হাটা যাবেনা বেশি দের হচ্ছে বলে প্রান প্রনে দৌড় দিলাম

ছন্নছাড়া কফিশপের দিকে ।

সামনের রাস্তা ধুসর অন্ধকার বৃষ্টিতে আরো ধোয়াশা।

মাঝ রাস্তায় কে যেন একটা ছাতা নিয়ে দাড়িয়ে আছে।

ধীরে গেলাম তার কাছে ।

হাতে একটা ছাতা, ঠোটে লিপস্টিক ছিলো সম্ভবত তবে এখন নাই, চুল গুলো ছাড়া চুলের আগা দিয়ে টুপ টুপ পানি গড়িয়ে পড়ছে, চোখের পাপড়ি গুলোর একই অবস্থা কাধের ব্যাগ নিয়ে দাড়িয়ে।

মাঝ রাস্তায় দাড়িয়ে আমি অন্য কাউকে দেখছি না এটা অনয়া ।

ওর সামনে গিয়ে আমার হনহন করে হেটে আসা ক্লান্ত ফুসফুস বায়ু নিতে ভূলে গেলো।

- সরি দেড়ি হয়ে গেলো !!

কোন কথা বলেনা অনয়া। চুপচাপ দাড়িয়ে আছে ।

যেন প্রতিমা হয়ে গেছে।

এক্টা Frieza এর ঘুসির মত থাপ্পর পড়লো আমার মুখে।

শান্ত নিশ্বাস টেনে নিয়ে তারপড় মুখ ফুলিয়ে কাদতে শুরু করলো আমার অনয়া। ছাতাটা রাস্তায় ফেলে দিয়ে ময়লা পানিতে ধোয়া আমাকে FrieZa এর শক্তি দিয়ে ধরে ফেললো।

- এতক্ষন আমাকে দাড়ায়ে রাখলা। একটা বার ফোন ধরলা না কেন ?

SMS রিপ্লে দিলা না কেন ?

শত প্রশ্ন করে যাচ্ছে আমাকে। আমি নিথর হয়ে দাড়িয়ে আছি। আমি যেন বাকশক্তিহীন মানুষ। কানে শুধু ভেসে আসছে অনয়ার ছাতার উপর পড়া প্রতিটি বৃষ্টির শব্দের টুপ টাপ শব্দ...............

আমি ঝড়ে যাই তোমার জন্য বারবার মরে যাই ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.