![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এখন আমায় মৌলবাদ বলতে পারেন । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।
আপনি কি ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন?
যদি উওর হ্যা হয় তবে পার্সওয়ার্ড নিয়ে ভাববেন না। ব্যাংক এর দায়ভার নেবে না। সেটি হ্যাকারই নিয়ে যাক আর ব্যাংকের সাধুরা লোপাট করে দিক। কয়েকটি সমাধান। টাকার পরিমাণ যদি বেশি হয় তবে তা মাটির ব্যাংকে তো আর আটবে না। তাহলে বড় আকারের মাটির একটি পাত্র কিনে ফেলুন। যেটায় দাদী নানীরা চাল ধান জমিয়ে রাখতেন।সেখানে টাকা রাখুন। অন্তত চোর ডাকাত এলে বুঝতে পারবেন টাকা চলে যাচ্ছে।
২য় পদ্ধতি- বাঁশ পদ্ধতি। গ্রামের বাড়িতে যারা নেই। শহরে থাকেন তারা মোটা টাইপের বাঁশ কিনে আনুন। ঘরের মধ্যে শোপিশ হিসেবে রেখে দিন। ফুটো করে টাকা রেখে দিন প্রতিটি গিটে গিটে। পোকায় খেতে পারে। তবে ব্যাংকের পেটে তো আর যাই নাই।
৩য় পদ্ধতি-বক্স খাট বানান সেটির মধ্যে রেখে দিন টাকাগুলো। ঘুম আসবে শান্তিতে।
৪র্থ পদ্ধতি- সব টাকা আপনি কাগজ থেকে কয়েনে রূপান্তর করুন। চোর বাবাজী ধারের কাছেও আসবে না।
৫ম পদ্ধতি- সব যদি আমিই বলি আপনি কি কিছু চিন্তা করে বের করবেন না?
----সংগৃহীত
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
শূন্য মানব বলেছেন: সহমত
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
মো: আবু জাফর বলেছেন: আপনি কোন দিকের ব্রাক ব্যাংকের চুরির পক্ষে না বিপক্ষে পরিস্কার হলাম না
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
শূন্য মানব বলেছেন: আপনি বলেছেন আমি কার পক্ষে !!!!! আমার লেখা দেখে যদি কেউ বুঝতে ভুল করে তাহলে তাকে কি বলে ? কি বলব , তা বলতে চাচ্ছি না ।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২
শাকিল ২৪২ বলেছেন: দিমু একাউন্ট কুলুজ কইরা
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
শূন্য মানব বলেছেন: তার চেয়ে প্রতিবাদ করুন
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
কালোপরী বলেছেন: বাঁশের মধ্যে টাকা রাখার বুদ্ধিটা পছন্দ হইল
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
শূন্য মানব বলেছেন: হা হা হা
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো আইডিয়া। কালই আপনার পরামর্শ মোতাবেক একটা একাউন্ট খুলতে হবে! নো হ্যাকিং এর ভয়
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
শূন্য মানব বলেছেন: নো হ্যাকিং এর ভয়
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
পথিকের ডায়েরীর পাতা বলেছেন: ব্রাক তো আই টি র আখড়া। এদের জন্য এটার সিকিউরিটি দেয়া কোন ব্যাপারই না।
ওরা লগ ইন এটেম্পট মোবাইল এস এম এস ভেরিফিকেশন দিলেই কাম খালাস।
হ্যাকাররা ভাতে মারা যাবে।
প্রতি এস এম এস টাকা কাস্টমার দিবে, যারা মোবাইল এস এম এস ভেরিফিকেশন নিতে চায়।