নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।

শূন্য মানব

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এখন আমায় মৌলবাদ বলতে পারেন । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।

শূন্য মানব › বিস্তারিত পোস্টঃ

অসাধারণ একটি উদাহরণ মুত্তাকী হওয়ার

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

একদিন এক যুবক এক আলিমের কাছে আসল, এসে বলল- হুযুর আমিতো এক তরুণ যুবক, কিন্তু সমস্যা হল আমার মাঝে প্রবল খায়েশ কাজ করে। আমি যখন রাস্তা দিয়ে চলা ফেরা করি তখন আমি মেয়েদের দিকে না তাকিয়ে পারি না। আমি এখন

কি করতে পারি। তখন ঐ আলিম চিন্তা করল, চিন্তা করার পর

তাকে একটা দুধ ভর্তি গ্লাস দিল যার পুরোটায় দুধে কানায় কানায় পুর্ণ ছিল এবং তাকে বলল – আমি তোমাকে বাজারের

একটি ঠিকানা দিচ্ছি তুমি এই দুধটুকু সোজা সেখানে পৌছিয়ে দিয়ে আসবে। ঐ আলিম তাকে নির্দেশ দিল যে, গ্লাস থেকে এক ফোঁটা দুধও যাতে না পরে, তো যুবকটি বলল– তা কখনো হবে না।

অতপর সে তার এক ছাত্রকে তার সহযোগী করে আদেশ দিল, তুমি তার সাথে বাজারে যাও এবং সে যদি যাওয়ার সময় এই গ্লাস

থেকে এক ফোঁটা দুধ ফেলে তবে তাকে তুমি চরমভাবে পিটাতে থাকবে। ঐ যুবকটি সহজেই দুধটুকু বাজারে পৌছিয়ে দিল এবং এই সংবাদ হুযুরকে জানানোর জন্য সে দৌড়ে ছুটে আসল। হুযুর

জিজ্ঞাসা করল– তুমি যাওয়ার সময় কয়টি মেয়ের চেহারা দেখেছো?

যুবকটি সবিস্ময়ে বলল – হুযুর আমি তো বুঝতেই পারি নি আমার চারপাশে কি চলছিল। আমি তো এই ভয়েই তটস্থ ছিলাম যে, আমি যদি দুধ ফেলি রাস্তায় সমবেত মানুষের সামনে আমাকে মার এবং অপমানিত হতে হবে। হুযুর হাসল এবং বলল – মুমিনরা ঠিক

এভাবেই আল্লাহকে ভয় করে এবং সে চিন্তা করে যদি সে আল্লাহর

উপর বিশ্বাস ঐ দুধের ন্যায় ছিটকে ফেলে তবে তিনি সুবহানাহু ওয়া তায়ালা কিয়ামত দিবসে সমগ্র সৃষ্টিজগতের সামনে থাকে অপমানিত করবেন। এভাবেই সর্বদাই বিচার দিবসের চিন্তা মুমিনদের গুনাহ

হওয়া থেকে বাঁচিয়ে রাখে।

(collected)

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

মাহিরাহি বলেছেন: ভাল লাগল।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

ইমদাদুল হোসেন বলেছেন: +++++++++++

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

হাসান ২৯ বলেছেন: Beautiful ................but without looking to our slogan master (mistress) how could we follow her at...................

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

লিঙ্কনহুসাইন বলেছেন: অসাধারণ

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

খাািলদ বলেছেন: অনেক ভালো লাগলো।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

মরণের আগে বলেছেন: ++++

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

পানকৌড়ি বলেছেন: শিক্ষনীয় বিষয় । ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.