নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা যদি কাঠ পেন্সিল দিয়ে লেখা একটা পৃষ্টা হতো!!তাহলে রাবার দিয়ে মুছে নতুন করে লিখতাম!!

আশিক ইলাহি

আমার যা মনে আসে আমি তাই লিখি,যদিও সব পড়ার যোগ্য নয়।

আশিক ইলাহি › বিস্তারিত পোস্টঃ

অচল টাকা

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

আমাদের উন্নতি হচ্ছে কি না জানি না!!তবে কাগজ কলমে যে অনেক উন্নতি হচ্ছে তা তো বোঝায় যাচ্ছে।

আমার এই লেখাটা হলো ধাতব মুদ্রার সমস্যা নিয়ে।

আজ ধাতব মুদ্রা আর কেউ নিতে চায় না। কারন টা কেউ না বলেলও অনেকেই বলে যে ব্যাংক নাকি ওই মুদ্রা নেয় না!!এবং অনেক সময় রিকসা ভারা দিতে গেলে যদি কয়েন দেওয়া যায় বলে মামা পকেট ভারিকরার দরকার কি নোট দেন!!

তাহলে বাজারে বাংলাদেশ ব্যাংলের মুদ্রা ছারার কি কোন দরকার ছিলো।এখন ভিখারীকে দুই টাকার কয়েন বা পাঁচ টাকার কয়েন দিলে এমন ভাবে তাকাই যেন আমরা কোন অন্যায় করে ফেলেছি।সরকারের উচিত এর একটা খুব জরুরি ব্যাবস্থা নেওয়া।

বিষেশ করে ধাতব মুদ্রা গুলান যদি না তুলে নিয়ে ব্যাংকগুলান কে ওই মুদ্রা নিতে বলা।

আমাদের পাশের দেশ ভারতে কিন্তু ৫০ পয়শাও চলে।আমাদের দেশের সরকারি টাকা হলো মনে হয়,২৫,৫০,পয়শা,১,২,৫টাকা ।কিন্তু ২৫,৫০ পয়শা গুলো তো জাদুঘড়ে চলে গেছে।১ টাকা গুলো তো আার দেখা যায় না।ওইটাও যাদুঘরে গেছে মনে হয়।

আর কয়েক দিন পরে তো ৫০০০ টাকার নোট বাজারে আসলে তো ২ টাকাও জাদুঘরে চলে যাবে!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

বর্নিল বলেছেন: বানান ভুলের ছড়াছড়ি

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

আশিক ইলাহি বলেছেন: ঠিক করে দিচ্ছি ভাইয়া।ধন্যবাদ পড়ার জন্য।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

অতঃপর হৃদয় বলেছেন: হুম। আমার অনেক গুলো মুদ্রা আছে :( কি যে করি

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৯

আশিক ইলাহি বলেছেন: রেখে দেন জাদুঘরের কাজে লাগবে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.