নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা ঘর চাই, যেখানে থাকবে না কোনো কোলাহল, মাথাভারী করা কোনো ভাবনা, শুধু জ্যোৎস্নার মায়াবী আলোয় নিশ্চুপ থাকবে আশপাশ। ঠিক তেমন একটা ঘর চাই।

ক্যানভাসের রঙ

জ্যোৎস্নার ছায়ায় একুস্টিকের সুরটা বোধহয় একটু বেশিই মায়াবী লাগে..

ক্যানভাসের রঙ › বিস্তারিত পোস্টঃ

সেই সময়টা..

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫

১.
একটা ঘর চাই আমি
যেখানে থাকবে কবরের মত নৈঃশব্দ্য
থাকবেনা কোনো কোলাহল, চিৎকার চেঁচামেচি
থাকবেনা কোনো মাথাভারী করা চিন্তাভাবনা,
ঘুটঘুটে বোবা অন্ধকার সেই ঘরে থাকব শুধু আমি, আর কেউ না
আমি ঠিক তেমনই একটা ঘর খুঁজছি....

২.
সবাই বসন্তের আগমনী বার্তা খুঁজে
আমি খুঁজছি শীতের আগমনী বার্তা
যে শীতে ঝরে যায় সবকিছু
মুক্ত হয় প্রকৃতি
আমি সেই শীতের অপেক্ষায় আছি।

৩.
টেবিলের ওপর পড়ে আছে ছোট্ট একটা শীশি
ভেতরের অর্ধেকটা ভরা পটাশিয়াম সায়ানাইড
কি সুন্দর গাঢ় নীল রঙ
নীলের অন্য নাম পটাশিয়াম সায়ানাইড।

শীশীটা পড়ে আছে অবহেলায়,
পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম সবার মত আমিও,
হঠাৎ মনে হল এই শীশিটাই তো এখন আমার সবচেয়ে বেশি দরকার..

তারপর হঠাৎই শীশিটা গড়িয়ে পড়ল...

৪.
মাঝরাতে হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায়,
আমি উঠে বসি বিছানায়।
অন্ধকার ঘরে বসে শুনি কাদের যেন ফিসাফিসি,
আমি এদের চিনি, এরা অন্য জগতের প্রান (অবশ্য সেখানে যদি আদৌ প্রান বলে কিছু থাকে)
ধীরেধীরে এদের ফিসফিস শব্দ পরিণত হয় এক করুণ আর্তনাদে
তারা চিৎকার করে বলে আমায়,
আয়, আয়, আয়....

৫.
প্রতিদিন ভোরের আগে আমি হাটতে বেরুই,
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলদে নিয়ন আলোয় রাস্তাটাকে মনে হয় অন্যজগতের রাস্তা,
যেখানে শুধু অশুভদের বাস..

আমি টের পাই আমার পেছনে আসে কিছু অশুভ ছায়া,
ভোরের আলো ফোটার আগ পর্যন্ত আমার সাথে থাকে এরা।
তখন এসব অশুভদেরই আমার আপন মনে হয়,
কারন, সবাই যখন তোমাকে ত্যাগ করবে, তখন একমাত্র অশুভ ছায়ারাই তোমার পাশে থাকবে।
তাই আমি নিঃশব্দে হাটতে থাকি...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.