![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
তোমার সবুজ গাছপালা কি
এখনো আছে রেখাদি ?
তোমার মতো এক মেয়ে
শারদীয় দুর্গাপূজার লগ্নে
গলায় ফাঁস দিয়ে মরার পর
তোমার কথা খুবই মনে পড়েছে রেখাদি
শারদীয় দুর্গাপূজার এমন শুভ্র লগ্নে
কেন তুমি আমার বুকে
বোমা পেতে গেছ প্রিয় রেখাদি ?
আমি কি হিরোশিমা শহর ছিলাম নাকি ?
প্রিয় রেখাদি আমার
তোমার কমলা কালো ঠোঁট দিয়ে
কোনো এক শারদীয় দুর্গাপূজার লগ্নে
আমাকে যে মৃত্যুদণ্ড দিয়েছিলে
আজ এত বছর পরও
আমাকে ঠিক লাশের মতো দাহ করে দিচ্ছে
দাহ করে দিচ্ছেই
প্রিয় রেখাদি।
পৌষ ১৩৯৭, কুমিল্লা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৫
জসীম অসীম বলেছেন: এক ধোপধুরস্থ কবি হতে চেয়েছিলাম জীবনে । প্রতিভা ছিল না বলে হতে পারিনি। আমার লেখা যদি আপনাকে একবিন্দু তৃপ্তি দিয়ে থাকে, তাহলে আমি স্বার্থক ভাই। কারণ অসম্ভব ব্যর্থতায় আচ্ছন্ন আমার লেখা। ভালো থাকবেন। আমার সেই রেখাদি’র মতো।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
আলম দীপ্র বলেছেন: আমি নিজেও কবিতা লেখার চেষ্টা করি । পারিনা ভালো । আমার ব্লগে আমন্ত্রণ রইল আপনার । শুভকামনা ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
জসীম অসীম বলেছেন: লেখায় আমি পুরোই ব্যর্থ একজন লোক। ভালো থাকবেন। আপনার মতামত পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্য কথা বলা ভালো, আমি আসলে প্রেমকে ভয় পাই।
প্রেমে এত শক্তি যে বাহুবলকে নাকাল করতে পারে পলকে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
জসীম অসীম বলেছেন: লেখায় আমি পুরোই ব্যর্থ একজন লোক। প্রেম বিষয়ে আপনি যে ডেফিনেশন দিয়েছেন, তার উপরে আর হয় না। এরিখ ফ্রমসহ যত প্রেম বিশেষজ্ঞের লেখা পড়েছি, আপনারটিই সর্বোচ্চ মূল্যবান হয়েছে। চোখে পছন্দ না করলে কিছুর সাথে প্রম হয় না.। ভালো থাকবেন। আপনার মতামত পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৮
আলম দীপ্র বলেছেন: ++++++