নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

জীবন পেয়েছি এক শকুনের তীক্ষ্ণ নখের মতো

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

তখন অনেক সুন্দর ছিল জীবন
যখন পাখির পেছনে ঘুরে
খেয়েছি মায়ের বকা
পাখির ছানা দেখতে গিয়ে
কাঁটাগাছের ঝোপে
ক্ষত-বিক্ষত হয়েছি

আমাদের গ্রামে তখন
ডাহুক আর সারস ছিল অনেক
শত শত ঘুঘু
সহস্র বাবুই
এখনও আমার কানে লেগে আছে
সেইসব পাখিদের সুমধুর সুর
দু’হাতে
এই দেখো
এখনও লেগে আছে
সেইসব পাখিদের পালকের রঙ

আমার সেই গ্রামটাকে খুব মনে পড়ে
যে গ্রামে পাখি হারিয়ে
গভীর রাতেও আগুন জ্বলতো বুকে

আমাদের পুকুরপাড়ের
বুড়ো সেই মাছরাঙাটিও আর নেই
পানকৌড়ি-বালিহাঁস
আমাকে কি মনে রেখেছে আজ?

যে আমি গণিতের সাদা খাতায়
পাখির ছবি এঁকে
রাগী শিক্ষকের মার-ধমক খেতাম
যে আমি পাখির বাসার ডিমের খবর
একদিন না নিলেই
সারারাত ঘুমোতেও পারতাম না
সে আমি এখন
জীবন পেয়েছি এক
শকুনের তীক্ষ্ণ নখের মতো।


২৮ আশ্বিন ১৪০৮
কুমিল্লা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আশ্চর্যের বিষয় হলো আপনার কবিতা পড়ার আগে আমি সারস খুঁজাখুঁজি করছিলাম। আমার কলিগকে দেখাতে চাই।


যাক, এখন আসি কবিতায়, সহজ ভাষা কঠিন কবিতা লিখেছেন।
কঠিন শব্দ পড়লে দাঁত কটকট করে।

আমি একবার ডিম দেখতে গিয়ে বিপাকে পড়েছিলাম। নিচ থেকে কে বলেছিল, পাখিরবাসায় সাপ থাকে। বিশ হাত উপরে উঠে সাপের খবর শুনলে যা হয় তা হয়েছিল। তাওবা করেছিলাম আর কখনো পাখির ডিম দেখবনা। :(

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

জসীম অসীম বলেছেন: ভাই, আব্দুলহাক , কেমন আছেন ? সারসের চেয়ে প্রিয় আমার কাছে ডাহুক। আমার একটি গল্পের শিরোনামই ‘গুলিবিদ্ধ ডাহুক’। কবিতা একবিন্দু ভালো লাগলেও স্বার্থক আমি। পাখির বাসায় কিন্তু সাপ থাকেই। পাখি আমার জীবনটাকে পারি মতোই করে ছেড়েছে। আমি আঁকতে গেলেও সবকিছুতে পাখি চলে আসে। লিখতে গেলেও এমনটা হয়। একবার এক সুন্দরী মেয়ের প্রেমে পড়লাম, তার নামও ছিলো পাখি সরকার। সবাই ডাকতো পাখি। তার বাড়িতে যেতাম, খেতাম, ফোনে কথা বলতাম...। বাড়ি ছিলো তার কুমিল্লার চান্দিনার কাদুটির ইলাশপুরে। ডা. নারায়ণ সরকারের মেয়ে পাখি সরকারদের গ্রাম এত বৃক্ষ-আচ্ছাদত ,সূর্যের মুখ দেখতেও কষ্ট হবে আপনার। পাখিকে বলতাম, পাখি আপনি চাইলে বাকিটা জীবন এখানে কাটিয়ে দেই। তখন আমি কুমিল্লার পত্রিকা কুমিল্লার কাগজের চাকুরি ছেড়েছি মাত্র। তারপর চলে গেলাম দৈনিক কুমিল্লাবার্তা পত্রিকায়। ওখান থেকে ‘বাংলাভিশন’ টেলিভিশনের একটি প্রোগ্রামের সঙ্গে এবং তারপর আবার পাখি দেখতে বনে...পেটের দায়ে এখন আবার বৃহত্তর নোয়াখালী-বৃহত্তর কুমিল্লার মুখপত্র নতুন দৈনিক ডাক প্রতিদিন-এর বার্তা সম্পাদক হিসেবে আজ তিন মাস ধরে চাকুরি করছি। কিন্তু কেন যে আমি মালিকদের সঙ্গে মিলে চাকুরি করতে পারি না। মতে মিলে না। মনে হয় আবার বনে কিংবা বিলে চলে যাবো পাখি দেখতে। এই হলো আমার জীবনের নমুনা। ভালো থাকবেন। ধন্যবাদ।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা কবি ++++
ভালো থাকবেন :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩১

জসীম অসীম বলেছেন: ভাই মতামত ভালো লেগেছে । ধন্যবাদ। ভালো থাকুন। অনেক ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.