![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
ঢাকার রামপুরায় ‘বাংলাদেশ ইনষ্টিটিউট অব ব্রডকাস্টিং আর্ট-(বিবা)’ -এ আমি অভিনয়ের প্রশিক্ষণের জন্য ভর্তি হই ১৯৯১ সালে। তারও আগে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে ‘প্রেক্ষাপট থিয়েটারে’র সঙ্গে যুক্ত হয়েছিলাম। তারপর এই টিএসসি-তেই ‘দুর্বার নাট্যচক্র’-এর সঙ্গে জড়িত হই। সেটা ১৯৯২ সালে। ১৯৯৩ সালে ‘দুর্বার নাট্যচক্র’ থেকে পদত্যাগ করে কিছু সংখ্যক তরুণ-তরুণী নিয়ে এই টিএসসি-তেই গড়ে তুলি ‘পেরিস্কোপ নাট্য অধ্যয়ন চক্র’। সেসব এখন কেবলই স্মৃতি। ঢাকার বেইলি রোডের মহিলা সমিতি-গাইড হাউস নাট্যমঞ্চ তখন আমাদের স্বপ্নের ঠিকানা। ১৯৯২ সালে যখন বাংলাদেশ টেলিভিশনের অভিনয় বিভাগে প্রথম অডিশন দিতে যাই, তখন মনে কতো আবেগ। অথচ বাস্তবতা শেষ পর্যন্ত এ জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে গেল। অনেকদিন পর দুর্বার নাট্যচক্রের চাঁদা প্রদানের এ কাগজখানা মনে করিয়ে দিচ্ছে অনেক কথাই। এ দলের নিয়মিত রিহার্সাল হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি-তে। চাঁদা সংগ্রহ করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাকী ভাই। তিনি কোন বিভাগে পড়তেন, আজ আর তা মনে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মিলন আমাদের সাথে নাটক করতেন। ইডেন কলেজের লিপি থাকতেন প্রায় সব নাটকেই নায়িকা। যেদিন আমাদের ‘শো’ থাকতো, সেদিন আমি ঢাকা কলেজের উৎপলের বাসায় থাকতাম ফার্মগেটে। কারণ আমার বাসা ছিল তখন ঢাকার মাতুয়াইলে। আমরা নতুন নতুন নাটকের পান্ডুলিপি অল্প পয়সায় ফটোকপি করতে প্রায়ই নীলক্ষেতে চলে যেতাম। হায়, হারিয়ে গেছে সেসব দিনগুলো আমাদের।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
স্মৃতিচারণ ভাল লাগলো ।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন, আমাদের দেশে এখন এই নাটক দেখার কালচারটি ধীরে ধীরে বিলীন হয়ে গেছে! আপনার পোষ্ট পড়ে কেমন যেন নষ্টালজিক একটা অনুভুতি হচ্ছে।