![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
পৃথিবী সিদ্ধ করে চলেছে জীবন
আনন্দ হচ্ছে মানুষের হাতছাড়া
পেছনের দরজা দিয়ে যারা
কখনো চলতে পারে না
তারা বরং আরও সিদ্ধ হয়
তাই কারও কারও জীবনের
উষালগ্ন শুরু হয়
ভয়াবহ ভূমিকম্প দিয়ে
যে-কোনো ত্যাগ স্বীকার করেও
অবিচ্ছেদ্য প্রেম রক্ষায় ব্যর্থ হয়
কোনও কোনও মানুষ
মানুষের বুকের ভিতরে আজ
বানের জলের তলের ফসলের কষ্ট
তারপরও এমু পাখির চাষ কিংবা
অমর সুর রচনার স্বপ্ন
কিছু কিছু মানুষকে মগ্ন করে রাখে
আর তখনও কিছু মানুষ(?)
মানুষের বুক লক্ষ্য করে
পাথর কিংবা গুলি ছুঁড়ে মারে
মানুষের এ জীবনচিত্র রেখাচিত্র হয়ে
চিত্রকলার প্রদর্শনীতে কতোটুকু আসে?
বাঁচার জন্য পতিতাপল্লী(?) বাসিন্দা হয় যারা
উপজীব্য করে দেহ
সেই দেহের নষ্টমন্ডলের কষ্ট
কষ্ট তীর্থে আস্বাদের ভ্রমণ
ভ্রমণ স্মৃতির নকশা করা
সালোয়ার-কামিজ পরা ক্ষণস্থায়ী প্রেমিকা
সেই প্রেমিকার মনকাড়া মন-শরীর
বাঁধ ভাঙ্গা আনন্দ অথবা সেই
রেখাকলার কোমল প্রদর্শন
সেই ছবিকে কতোটুকু পাই
বাকি থাকে কতো কিছুই
প্রসব ব্যথার দুঃখবহর
প্রেমহারা মানুষের জীবনে
গড়েছে আজ নীড়
রেখাচিত্রে-শব্দচিত্রে সেসব সিদ্ধ জীবনকে
কতোটুকু পাই!
আষাঢ়, ১৪০৩, কুমিল্লা।
©somewhere in net ltd.