নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

বারবার মালতী ফুল ভালোবেসেও হৃদয় হয়ে গেছে ভীষণ লক্ষ্যহীন

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫০


দিনলিপি:
ফেব্র্রুয়ারি-১৯৯৯
কুমিল্লা।

বারবার মালতী ফুল ভালোবেসেও হৃদয় হয়ে গেছে যন্ত্র কিংবা ইঞ্জিন।
বড় লক্ষীছাড়া, ভীষণ লক্ষ্যহীন এবং ত্রিমাত্রিক-চতুর্মাত্রিক-বহুমাত্রিক আগুনে বারবার পুড়েছি আমি।
এ জীবনে ছিলাম এক বড় দরিদ্র মানুষ। এখনো তেমনই রয়েছি। তাই বারবার মালতী ফুল ভালোবেসেও মারাত্মক রণাঙ্গনে আমি ছিলাম এবং এখনো সেভাবেই বেঁচে আছি।
যখনই আমি রঙ্গমঞ্চে নেমেছিলাম, তখনই সামনে এসে দাঁড়িয়েছে রণক্ষেত্র আমার।
যে রূপালি আমাকে দিতো প্রায় প্রতিদিনই তাজা গোলাপ ফুল, সে-ই পরে বলেছে আমাকে, বড়বেশি তৈলাক্ত মানুষ তুমি। আর এসব শুনে শুনে বহুমাত্রিক দুঃখই হতো আমার।
রূপালির ভালোবাসার উষ্ণতায় কখনো কি নির্গলিত হয়নি আমার মন ? কিংবা কখনো এখনো?
কালবোশেখী-দগ্ধ এই নারী নিরুবিগ্ন থাকতে দেয়নি আমাকে। কিন্তু আমি ছিলাম এক ভীষণ দরিদ্র মানুষ। চিরকাল ছিলাম লক্ষীছাড়া, বড় লক্ষ্যহীন। ডাহুকের হৃৎপিন্ডের মতো তাই, পুড়েছে এই হৃদয়। পুড়তে পুড়তে এই হৃৎপিন্ড কিংবা হৃদয় হয়ে গেছে যন্ত্র কিংবা ইঞ্জিন অথবা বড় লক্ষীছাড়া, ভীষণই লক্ষ্যহীন।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.