| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গানের গায়কের নাম জানিনা মনেহয় তার নামে মুন্সি আছে।কথা গুলো এরকম
আমায় যত দাওহে ব্যথা
হৃদয়ে রাখিবো গাথা
একদিন জানি ব্যথার পাবে প্রতিদান
কেউ বন্ধু না বলে
বুক ভাসাবো না জলে
একদিন জানি ব্যথার হবে অবসান।।
২|
২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২০
শাওন৩৫০৪ বলেছেন: এইডাতো হুনি নাই কাগু...
৩|
২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২১
শাওন৩৫০৪ বলেছেন: আগেরটা পাইছেন তো? আপনের আগের পোষ্টে লিন্ক দিছিলাম...
৪|
২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৪
মারুফ ব্লগ বলেছেন: গানের কথাগুলো এরকম ...
আমায় যত দাও হে ব্যথা
হৃদয়ে রাখিব গাথা
একদিন জানি ব্যথার হবে অবসান
প্রিয় বন্ধু বলে
বুক ভাসাবে নয়ন জলে
দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলাউদ্দিনের প্রাণ।
গানটির প্রথম চরণ হচ্ছে
বাধিয়া প্রেমডোরে
কাঁদালি এমন করে
এই কি প্রেমের প্রতিদান
এটি মুন্সি আলাউদ্দিনের গান ...
৫|
২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৮
হুনার মন্দ বলেছেন: এই গানটা আমি একটু অন্যভাবে শুনেছিলাম:
"বাধিয়া মায়াডোরে, কাঁদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান?
প্রিয় বন্ধু বলে, বুক ভাসাবি নয়ন জলে
কাদিবি যেদিন যাবে আলাউদ্দিনের প্রাণ।
আমায় যতো দাও হে ব্যথা
হৃদয়ে রাখিব গাঁথা
একদিন জানি ব্যথার
হবে অবসান।"
আমি যার কাছে শুনেছিলাম...তার নাম আলাউদ্দিন। অন্ধ। ফকির। গানের মধ্যে আলাউদ্দিনের নাম আছে। বাউল বা ফকিরি গানে এটা এক ধরনের স্বাক্ষর। অনেক ফোক গানেই তা পাওয়া যায়। এটার আরও একটা ভার্সন শুনেছিলাম। এমপি৩'তে। ঐটাতেও আলাউদ্দিনের কথা আছে। ফলে সম্ভবতঃ এটা তারই গান।
৬|
২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০০
কাব্য বলেছেন:
আমাগো কাগুর কি হয়েছে ?
![]()
৭|
২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২৬
জটিল বলেছেন: গানের কথাগুলো অনেক ভাল লাগল , পোস্টের দিকে নজর থাকল গানটা পেলে আমারও শোনার ইচ্ছে আছে , ভাল থাকুন ...
৮|
২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৯
উদাসী স্বপ্ন বলেছেন: কাগুর মন ব্যাফক উদাস! গান খুইজা দেওন ফরজ হইয়া গেলো! দেখি খুইজা দেখি!
৯|
২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৯
নাফিস ইফতেখার বলেছেন:
এ্যালবাম: ১ তারে নয়া পুরান
গান: প্রেমের প্রতিদান
গায়ক: শাহজাহান মুন্সী
ডাউনলোড লিংক: http://www.mediafire.com/?twmtzwnzzgn
আমার কাছে এ্যালবামটার সিডিই ছিলো। কিন্তু বাসা বদলের কারনে হুলস্থুল হওয়ায় সিডিটা খুঁজে পাচ্ছিলাম না। অনেক কষ্টে একটা ওয়েবসাইটে পেলাম, কিন্তু ডাইরেক্ট লিংক দেয়া সম্ভব ছিলো না কারন সাইটটা ডাইরেক্ট লিংক সাপোর্ট করে না। তাই ডাউনলোড করে মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম। Enjoy! ![]()
২৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
মোতাব্বির কাগু বলেছেন: ভাইরে কেমনে আপনার ঋণ শোধ করব???
আজ সাত দিন পর নেটের লাইন পেলাম।
১০|
২৪ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৬
অপ্সরা বলেছেন: জীবনেও শুনিনি। এখন শুনছি নাফিসের লিন্ক থেকে।
১১|
২৪ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: দেখি নামায়া...
১২|
২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১০:২৯
সাদা মনের মানুষ বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন:
এ্যালবাম: ১ তারে নয়া পুরান
গান: প্রেমের প্রতিদান
গায়ক: শাহজাহান মুন্সী
ডাউনলোড লিংক: http://www.mediafire.com/?twmtzwnzzgn
আমার কাছে এ্যালবামটার সিডিই ছিলো। কিন্তু বাসা বদলের কারনে হুলস্থুল হওয়ায় সিডিটা খুঁজে পাচ্ছিলাম না। অনেক কষ্টে একটা ওয়েবসাইটে পেলাম, কিন্তু ডাইরেক্ট লিংক দেয়া সম্ভব ছিলো না কারন সাইটটা ডাইরেক্ট লিংক সাপোর্ট করে না। তাই ডাউনলোড করে মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম। Enjoy!
১৩|
২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২০
পাথুরে বলেছেন: কাগু খুশি নি? নাফিস রে ইফতার খাওয়াইয়া দিয়েন একদিন। ![]()
২৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
মোতাব্বির কাগু বলেছেন: খালি ইফতার নাফিসে যা চায় তাই খাওয়ামু
১৪|
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫৮
ন হন্যাতে বলেছেন: অ কাগু এইডা কিরাম Click This Link
১৫|
৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৫
কালপুরুষ বলেছেন: কথাগুলো চমৎকার।
১৬|
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৯
নয়ন বলেছেন: নাফিস বস কি আমগোরে ফালাইয়্যা শুধু একাই খাইবো আমরা ও কিন্তু আছি লগে ![]()
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৮
হেমায়েতপুরী বলেছেন: কাগু পাইলে আওয়াজ দিয়েন