![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেইন্টিং নিয়ে গুগল করতে করতে পেয়ে গেলাম দারুণ কিছু পেইন্টিং। আমরা সচরাচর তাদেরকে যেভাবে চিনি তার বাইরে তারা ছবিও আঁকেন। কেউ কেউ আবার ছবি বিক্রিও করেন। তেমন কয়েকজন সেলিব্রেটি নিয়ে পেইন্টিং ব্লগ
লুসি লিউ
আমেরিকান এই সেলিব্রেটি অভিনয়ের পাশাপাশি মডেলিং, প্রযোজনা ও পরিচালনা করে থাকেন। টিভি সিরিজে দারুণ জনপ্রিয় তিনি।
২-ডি, ৩-ডি, জল রঙ, তেল রঙ, স্কেচ সব ধরনের ছবিই তিনি আঁকেন। রীতিমত ওয়েবসাইট আছে তার চিত্রকর্মের। দেখুন তার আঁকা কিছু দারুণ ছবি।
এবার জনি ডীপ
আমেরিকান অভিনেতা ও মিউজিশিয়ান। তিনি মূলত পোর্টেট বেশি আঁকেন। জনপ্রিয় এই তারকার আঁকা কিছু ছবি দেখুন। ছবিগুলো তার ওয়েবসাইট থেকে নেয়া
নিজের ছবি
সহকর্মীদের পোর্টেট আঁকতে মনে হয় বেশি পছন্দ করেন।
Keith Richards- "He was one of the people I admired for what he has done and how he's handled it. Forty-whatever years of being a god. And he's just cool." --Johnny Depp
জিম ক্যারি
কমেডি অভিনেতা হিসাবে সুপরিচিত। আপনি কি জানেন চিত্রশিল্পী হিসাবে তিনি মোটেও নবিস নন। তার একটি সলো এক্সিবিশন হয়েছিল 'নাথিং টু সি হেয়ার' শিরোনামে।
দেখুন প্রদর্শনীর কিছু পেইন্টিং
তার ওয়েবসাইট ঘুরে আসুন। অনেক ছবি আর গল্প আছে।
এবার আরেকজন
কবি ও গীতিকার বব ডিলান । বিখ্যাত সব গানের স্রষ্টা। তার আঁকা ছবিও কিন্তু অনেক বিখ্যাত।
নিয়মিতই ছবি আঁকছেন তিনি। শখের বশে নয় পুরোদস্তুর পেশাদার। আপনি চাইলে অনলাইনেই কিনে ফেলতে পারেন। আর বব ডিলানকে নিয়ে আরো জানতে চাইলে...
বাইসাইকেল
ডেড'স রেস্টুরেন্ট
এই ছবিটা কার?
মেরিলিন মনরো
এবার দেখুন জলরঙে আঁকা তার একটি ছবি। ছবিটি আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে জন্মদিনের উপহার দিয়েছিলেন। ছবির নিচে লেখা আছে।
পরে একসময় নিলামে ৭৮,০০০ ডলারে বিক্রি হয় এই ছবি।
শেষ পেইন্টিং
মাইকেল জ্যাকসন
যখন বয়স মাত্র ৯ তখন এঁকেছিলেন চার্লি চ্যাপলিনের ছবি।
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১৫
আশীষ কুমার বলেছেন: আমিও জানতাম না।
ভেবেছিলাম সিরিজ পোস্ট দিব। কিন্তু আপলোড হতে অনেক সময় নেয়। ছবি ব্লগ দেয়া অনেক কষ্টের কাজ।
শুভ কামনা।
২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালো পোস্ট। ধন্যবাদ।
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১৬
আশীষ কুমার বলেছেন:
৩| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১২
খেয়া ঘাট বলেছেন: ওয়াও , দারুন পোস্ট।
এরকম পোস্টে ব্লগারদের মন্তব্য এতো কম কেন????????????????
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১৭
আশীষ কুমার বলেছেন: ব্লগারদের ইদানিং মন্তব্যে অনীহা।
ক্লাসিফাইড কিছু পোস্টে মন্তব্য আসে।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
৪| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৭
শাওণ_পাগলা বলেছেন: দারুন পোষ্ট। অবশ্যই প্লাস
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১৭
আশীষ কুমার বলেছেন: ধন্যবাদ !
৫| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২০
স্বপ্নবাজ অভি বলেছেন: ++++++
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১৮
আশীষ কুমার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৬| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩
টুম্পা মনি বলেছেন: চমৎকার!!!!!
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আশীষ কুমার বলেছেন:
৭| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০
ট্রাক বলেছেন: ভালো
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আশীষ কুমার বলেছেন: ধন্যবাদ
৮| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন পোস্ট!!!!!!!!!!!!!!
++++++++++++++++
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আশীষ কুমার বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
৯| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭
রোমেন রুমি বলেছেন: সুন্দর পোস্ট ।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৫
আশীষ কুমার বলেছেন:
১০| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
মামুন রশিদ বলেছেন: সুন্দর পোস্ট । ভাল লেগেছে ।
২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:১১
আশীষ কুমার বলেছেন: ধন্যবাদ
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৩
আমিনুর রহমান বলেছেন:
দারুন পোষ্ট +++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০২
আশীষ কুমার বলেছেন:
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৯
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর।
ড্যাড'স রেস্ট্যুরেন্টকে তো মরা বানায়ে দিসেন !
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২
আশীষ কুমার বলেছেন: বাপের হোটেল; আমি বানাইনি
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৬
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: আরে সেই তো ! জানা ছিল না
ধন্যবাদ জানানোর জন্য