![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
========================
========================
মেলাদিন আড্ডা (বা গ্যাঁজানি)
পোস্ট দিই না।
নববর্ষ উপলক্ষে ইহা
একটি সেরকম পোস্ট!
========================
========================
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১৩
আশরাফ মাহমুদ বলেছেন: ভাঙ্গন দেখি সবজায়গায় কবিতা খুঁজে। কবি ভাঙনের একখানা কবিতা দেন নববর্ষ উপলক্ষে।
২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১৫
ভাঙ্গন বলেছেন: ক্যামনে লিখি বস!
ভাটার সময়....
...তারপরও পাট্টি-টাট্টিতে যান্নাই?
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১৬
আশরাফ মাহমুদ বলেছেন: আমার এখানে তো আজ ৩১ তারিখ। কাল হবে। আপনি কী করলেন?
৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১৮
ভাঙ্গন বলেছেন: এখানে মানে কোথায়?
পশ্চিমে কোথাও?
....
অনেকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে।
আমি কোথাও যাইনি।
আমার বাহুল্য মনে হয় এইসব।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১৮
আশরাফ মাহমুদ বলেছেন: কানাডা। ছ্যাঁকা-খাওয়া নাকি? আঙুরফলটক?
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১৯
আশরাফ মাহমুদ বলেছেন: তা ঠিক।
৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২০
ভাঙ্গন বলেছেন: আরে...........নাহ!
এমনেই।
//////
এখন ওখানে বিকেল?
ক্লান্ত বিকেল!
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২২
আশরাফ মাহমুদ বলেছেন: বিকেল না, দুপুর। রুকসানাটা কে?
৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২১
ভাঙ্গন বলেছেন: বস, আপনার শিরনামের শেষে 'আড্ডা' কথাটা লাগাইয়া দ্যান।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২৩
আশরাফ মাহমুদ বলেছেন: দিলাম। বস না ডেকে আমাকে নাম ধরে ডাকতে পারেন।
৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২৪
ভাঙ্গন বলেছেন: হা হা হা
রুখসানা?????
সে এক ইতিহাস।
ব্লগেরই ইতিহাস।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২৫
আশরাফ মাহমুদ বলেছেন: হ্যাঁ। আমি ভাবতাম আপনি মেয়ে!
৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আইয়া পর্ছি
হেপ্পি নিউ ইয়ার
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২৬
আশরাফ মাহমুদ বলেছেন: আরে,......। আপনার কথা মনে করছি।
৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২৫
আশরাফ মাহমুদ বলেছেন: কাঁকন আর এক্কুরে মিস করি। এদুজন ভালো আড্ডা দিতে পারে।
৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩০
ভাঙ্গন বলেছেন: রুখসানা'র ঘটনাটা হৈছে কি...
একবার ব্লগে এক প্রেমিকপ্রবর পোস্ট দিলেন যে. উনি যেহেতু নতুন, তাই সব মেয়েদের নিক উনি আইডেন্টিফাই করতে পারতেছেননা।
তাই সকল নারী ব্লগার যেন উনার পোস্টে গিয়ে তাদের লিংক দিয়ে আসেন। তাহলে তিনি ঐ মেয়ে ব্লগারদের পোস্টগুলো প্রিয়তে রেখে তাদের লিংক জড়ো করতে সুবিধা পাবেন।
আমি পোস্টটা দেখে করলাম কি, বললাম, ভাইয়া! আমার নাম রোখসানা আক্তার । আমি এইচ এস সিতে পড়ি। আমাকে কি আপনার লিংকে রাখা যাবে?
চুপচাপ কমেন্ট দিয়ে বের হয়ে এসেছিলাম।
মাঝ পথে কাঁকন আমাকে একরকম প্রকাশ করে দিল।
সেই ভাইয়ার চোখে ধরা খেলাম।
তবে আমি শিউর, এখনো তিনি আমাকে মেয়ে বলেই ঠাওরান।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩১
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা। হাহাপগে।
১০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হাহাহাহা
তনুজাদিও অফকোর্স কাকন্দিরে দেখি না ব্লগে অনেককাল
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩২
আশরাফ মাহমুদ বলেছেন: তনুজাদি দেশে না? কাঁকনের খবর জানেন কিছু?
১১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩১
মমমম১২ বলেছেন: একটু উঁকি দিলাম
সবাই আছেন কেমন?
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩২
আশরাফ মাহমুদ বলেছেন: আরে বস্! কী খবর?
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩৪
আশরাফ মাহমুদ বলেছেন: আপনার ব্লগ খালি কেন?
১২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাঙন কি খবর ?
১৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: এই যে ম্যাডাম । আসেন বসেন । ব্লগ মুছছেন কেন বলে যান ।
কেমন আছেন আপু ????
১৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩২
ভাঙ্গন বলেছেন: Click This Link
বিস্তারিত জানতে উপরোক্ত লিংকে যেতে পারেন।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩৩
আশরাফ মাহমুদ বলেছেন: চরম কাহিনী। বুঝলাম এখন।
১৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩৪
ভাঙ্গন বলেছেন: @এপু
হেই....কি খবর?
হ্যাপী নিউ ইয়ার।
@মমমম১২
আপুকে সেদিন ব্লগার লাইভ আড্ডার অডিওতে শুনলাম।
১৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হু দেশে । আপাতত ঘুরে বেড়াচ্ছে
কাকন্দির খবর তো আমিই জানতে চাই
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩৫
আশরাফ মাহমুদ বলেছেন: সে পুরো ভার্চুয়াল। ই-মেইল ও নেই যে যোগাযোগ করব। আহারে দেশ...
আপনার খবর কি?
১৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: Click This Link
এইটা হৈলো আসল লিংক
আমি কি নারী জাতির কলংক ! তাহসিনে তো আমার কুনো লেখা লৈতে দেখি না
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩৯
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা। আপনার নিকে গন্ডগোল। উচ্চারণ করতে দাঁত ভাঙা অবস্থা।
১৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩৮
ভাঙ্গন বলেছেন: @এপু
আচ্ছা, যতজন দেখলাম অনৈতিক মডারেশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের প্রায় সকলেই আবার নতুন করে লেখা শুরু করেছেন।
আপনি এখনো চুপ কেন?
আপনার লেখা মিস করছি।
ক্ষুরধার!
১৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আরে তাই নাকি !!! আমি তো অডিও শুনি নাই । কবে হৈলো ?কখন !
@ ভাঙন
--
আমার অবস্থা এই মুহূর্তে ---- বেসিক্যালি সমস্যা থেকে বাঁচতে আড্ডা দেখে ঢুকলাম ।
২০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪০
মমমম১২ বলেছেন: এক্কু এমনিই একটু পরিবর্তন আনতে
এক ঘেয়েমি লাগতেছিলো আর কি।
ভাঙন হুমমম ভালই মজা হইছিলো আড্ডাতে
আশরাফ খবর ভালু।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৩
আশরাফ মাহমুদ বলেছেন: আমি তো আপনার ব্লগ খেয়ালই করি নাই। এসব ছেলেমানুষী করেন না! খাইরুন কেমন আছে? তার ছবি কিন্তু পোস্টটান নাই।
২১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪০
ভাঙ্গন বলেছেন: @এপু
হা হা হা
....৬.৮,৯ নং কমেন্ট রিচেক করেন।
২২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: সকলে আর আমি এক না , তাই
একবার বিরতি যখন ঝুলিয়েছি , স্বচ্ছ মডারেশন আসার আগে লেখার কথা উঠবে না । সোজা কথার সময় থেকে লিখি না । যদি লিখতাম কি হোতো ভাঙন ? এর পর নির্ঝর , ভেবেভেবেবলি , শূন্য , বিমার সময় আবার বিরতি ! তাই তো ?
ডেইলি বিরতি নিয়ে আবার ভাঙি বলেই -----
২৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪১
আশরাফ মাহমুদ বলেছেন: @ একলব্য
আপনার অনুভূতি প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি লেখালেখি শুরু করেন। মডারেশন এরা এভাবে ঠিক করবে না। অনেকটা ইস্ট-ইন্ডিয়া কোম্পানি টাইপ। সিস্টেমের ভিতরে থেকে সিস্টেম পরিবর্তন করা প্রয়োজন।
২৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হুমম বাট একটাও পোস্ট না থাকলে হারিয়ে যাওয়া মনে হয় -- একটা পোস্ট যাতে সবাই কি খবর কেমন আছো বলার জন্য আসতে পারে - রাখা উচিত আপু ।
@ ভাঙন , হু আগেই পড়ছি । আমি এই কেস আগেই দেখছি
২৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৩
ভাঙ্গন বলেছেন: @এপু
আমার কাছে লিংক আছে।
লাগলে আওয়াজ দিয়েন।
@মমমম১২ আপু
আসলেই অনেক মজা লাগছে শুনতে।
বিশেষত: সাজিপুর গানের গলাতো 'ওরে চমঃৎকার'।
আর তানজু রাহমান নামের ব্লগার যে কী চমৎকার করে এফ.এম রেডিও'র আরজে'দের মতন কথা বলেন....
হায়....
২৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৪
আশরাফ মাহমুদ বলেছেন: সেটা তো বছর খানেক আগের কথা। আমি শুনি নি অবশ্য।
২৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৪
চানাচুর বলেছেন: Ei adda te to ami floor pabo na
mobile theke kisui kora jay na
vang0n vaia tmake boss bole, ami bolsilam sedin jhari dila keno!
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৭
আশরাফ মাহমুদ বলেছেন: তাকে বলছি বস না ডেকে নাম ধরে ডাকতে। ৫ নম্বর মন্তব্য দেখ। তোমার কম্পুর কি হইছে?
২৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমার মনে হয় না এরা আর কোনো কিছুতে বদলাবে । আগে সোজা কথার সময় অনেক কম ছিলো বরং -- এবার যা করছে পুরা ম্যাসাকার
আমি হতাশ । এই সিস্টেম চেঞ্জ কিছু হবে না - শুধু আমরা মাঝে মাঝে চিল্লাবো । তারপর ভুলে যাবো আবার চিল্লাবো
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৮
আশরাফ মাহমুদ বলেছেন: সমস্যা হলো আমরা অটুট থাকি না। আর সবাই এক না। আগে কিন্তু ব্লগাররা আন্দোলন করে নীতিমালা পাল্টাইছিলো। আপনারা ছিলেন না। সবাই একযোগে কলম-বিরতিতে গিয়েছিল।
২৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৫
চানাচুর বলেছেন: Ekku apu kemon achho?
৩০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ইয়াপ - ভাঙন প্লিজ
৩১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: শিশুরা আড্ডা থেকে সরো @ চানাচুর
৩২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৭
ভাঙ্গন বলেছেন: http://www.mediafire.com/?m5zhyzodycn
অসামমমমম
লাইভ আড্ডার লিংক.
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৯
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কাকন্দির ইমেইল মনে হয় কাউয়ার কাছে আছে
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৯
আশরাফ মাহমুদ বলেছেন: ওকে।
৩৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৮
ভাঙ্গন বলেছেন: মাননীয় স্পিকার!
আমাদের চানাচুরকে ফ্লোর দেয়ার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।
৩৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কোথায় হৈছে এই আড্ডা ? কে কে ছিলো ?
ডাউনলোডে দিলাম
৩৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৯
চানাচুর বলেছেন: Ekku buddi kahika ...tu mujhe marna chahati hein kya?
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫০
আশরাফ মাহমুদ বলেছেন: আব্বে, বাংলা বলেন....।
৩৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৪৯
ভাঙ্গন বলেছেন: নিবিড় নামে একজন ব্লগার আছেন।
সম্ভবত: পশ্চিমের কোন কান্ট্রি থেকে তারা উদ্যোগ নিয়েছিলেন।
সঙ্গে ব্লগার নি:সঙ্গ ছিলেন।
৩৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫০
বাবুনি সুপ্তি বলেছেন: আড্ডা!!!!!!!!!!
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫০
আশরাফ মাহমুদ বলেছেন: এতক্ষণে আসলা?
৩৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫১
ভাঙ্গন বলেছেন: সরি, হোস্ট!
আমি আপনাকে আর বস বলবোনা...হা হা হা
দাঁড়ায়া থাকতেই বলবো।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৩
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা।
৪০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: অভি এইসব ইচড়ে পাকা পোলাপান ব্লক করে রাখেন তো । সকাল বিকাল এগুলারে প্যাদানি দেওয়া উচিত
চানারে ব্লকান জলদি , আড্ডার পরিবেশের স্বার্থে
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৪
আশরাফ মাহমুদ বলেছেন: না, ঠিকাছে। ওরা তো জাতির ভবিষ্যৎ।
৪১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫২
সায়েম মুন বলেছেন: আড্ডা হবেক! দেহেন না কতজন নাম এন্ট্রি করছে
Click This Link
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৪
আশরাফ মাহমুদ বলেছেন: আপাতত ভার্চুয়ালি করি। কি বলেন?
৪২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫২
চানাচুর বলেছেন: Ami to shuye porechhi. Ei shit e compu te ar jete ichchha korchhe na@lekhok
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৫
আশরাফ মাহমুদ বলেছেন: আরে, কাঁথা গায়ে দিয়ে বসে পড়ো।
৪৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫২
বাবুনি সুপ্তি বলেছেন: এখানে কি বড়দের আড্ডা হচ্ছে? তাহলে মাই যাই! ভাল থাকবেন!
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৫
আশরাফ মাহমুদ বলেছেন: বড়দের না। সবার আড্ডা। তুমি কয়েকটা রেসিপি দাও।
৪৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৪
মমমম১২ বলেছেন: ভাঙন ,ভচ বা গরু বলেন উনারে
৪৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৪
বাবুনি সুপ্তি বলেছেন: এখনি দেখলাম আপনার মন্তব্য আর সাথে সাথেই চলে আসছি!
৪৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৫
মমমম১২ বলেছেন: অনেকদিন পর আড্ডাতে
লগইনই করলাম মেলাদিন বাদে।
খাইরুনকে ভাবছি জলরঙে দিব।সময় পেলে দেখে নিবেন
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৬
আশরাফ মাহমুদ বলেছেন: কই আড্ডা তো হচ্ছে না। মন খুলে কথা বলেন।
৪৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৭
আশরাফ মাহমুদ বলেছেন: @ এক্কু
সচলে লিখতে পারেন। লেখক-গোষ্ঠী ব্লগ।
৪৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: অভি কেউ পেলাচ দেয় না দেইখা আমি একটা দিলাম
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৮
আশরাফ মাহমুদ বলেছেন: প্লাস-মাইনাচে লোভ নেই। তবে ধন্যবাদ।
৪৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৮
ভাঙ্গন বলেছেন: @মমমম১২'পু
এই নামে ডাকলে নির্ঘাত আমারে কানাডা থেকি আইসা গুল্লি করবো।
@এপু
এত অভিমান করে কী লাভ বলেন?
বাদ দ্যান।
যে মান বোঝেনা, তার লগে আবার অভিমান!
...ওইসব মুডু বাদ দিয়া নিজেরে উজাড় করে লেখেন।
৫০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৮
শাওন বলেছেন: আড্ডায় কি বিজ্ঞাপন দেওয়া যাবে কোনো কিছুর ?
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৯
আশরাফ মাহমুদ বলেছেন: যাবে। রুচিশীল (আমরা কিন্তু সুশীল না ) যে কোন বিষয়ে।
৫১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ধুরো মিয়া নিক খুলছিলাম । ঢং দেইখা বোরড হৈয়া গেছি সচলের
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৯
আশরাফ মাহমুদ বলেছেন: কিসের ঢং?
৫২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৮
বাবুনি সুপ্তি বলেছেন: বাহ! আমি দেখি সত্যি বিখ্যাত হয়ে গেলাম! সবাই রেসিপি চায়!! .........
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০০
আশরাফ মাহমুদ বলেছেন: আচ্ছা, তবে রান্না করো। আমি না হয় খাবারই নিব।
৫৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৯
বাবুনি সুপ্তি বলেছেন: অবশ্যই দেয়া যাবে @শাওন
৫৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৯
চানাচুর বলেছেন: Amar m0to ichre paka babu gulor jonnö m0du der em0n byabosto rakha uchit j c0mment korar sathe sathei jeno blocked hoye jai...@ekku babu
৫৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০০
ভাঙ্গন বলেছেন: পেলাস আমারটাও দিসি।
৫৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ধুরো ভাঙন এ দেখি খালি গান শুনায় । কিয়ের আড্ডা
চানাচুর বাবু একটা কথা তুমি ঠিকই কৈছে
৫৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কি প্রথমে অতিথি কৈয়া খালি কমেন্ট করতে দিবে । পরে তাগো মনে ধরলে আরো কত কি ! আহ্লাদ কোনখানকার
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৩
আশরাফ মাহমুদ বলেছেন: ঠিক ওরকম না। সেখানে যেহেতু লেখকরা (বা যাদের লেখালেখির প্রতি আগ্রহ আছে) লিখেন তাই আড্ডা বা আবোল-তাবোল পোস্ট, মন্তব্য নিরুৎসাহিত করা হয়। প্রথম কয়েকটা পোস্টে, মন্তব্য আপনার মানসিকতা বুঝে নিয়ে অতিথি লেখক বানান। পরে পুরো সচল।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৪
আশরাফ মাহমুদ বলেছেন: আপনি ওদের মেইল করে দিলে (আপনার পোস্টগুলোর লিংক সহ) খুলে দিবে।
৫৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০১
আশরাফ মাহমুদ বলেছেন: ড়াশু ভাই, বিমা ভাই এদের মিস করি। আউলা-ও ভালো আড্ডা দিতে পারে।
আউলাদি কই? @ চানা
৫৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০২
চানাচুর বলেছেন: Jaiga ghumate, onek irritate korlam, bhalo theko sobai
৬০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৩
শাওন বলেছেন: আমার বিজ্ঞাপন হইলো :
পাত্রী চাই
লেখার সাইজ বড় করতে পারলে ভাল হইতো ।
৬১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হু আমিও এখন যাবো । টেক কেয়ার এভরিবডি
৬২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৫
তায়েফ আহমাদ বলেছেন: চরম আড্ডা পোষ্ট!
সেই রকম!
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৫
আশরাফ মাহমুদ বলেছেন: আসেন, বসেন, কথা বলেন।
৬৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৫
ভাঙ্গন বলেছেন: @এপু
আপ্নেরে আমার নজরে পড়ছে এক নিক ব্যবসায়ী'র পোস্টে তারে যেভাবে খাট্টা খাওয়াইছেন, তারপর থেইক্যা।
হা হা হা
৬৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৫
আশরাফ মাহমুদ বলেছেন: @ এক্কু, চানা
সাধা কালোরে দেখলাম । আরেকটু থাকেন।
৬৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৫
রোবোট বলেছেন: আইলাম, চেহারা দেখানোর জন্য
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৭
আশরাফ মাহমুদ বলেছেন: ওরে.....। আসল আড্ডাবাজ চলে এসেছে। দেশে এখন?
৬৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কোন টা ? হিন্ট ?
৬৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৬
রোবোট বলেছেন: রুখসানা
নিক ব্যবসায়ী টা কে? (৬৩ নং কমেন্ট)
৬৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৬
চানাচুর বলেছেন: Ekku babu, oita amr kotha na..arekta babur...jake ami shamne pele sokal bikal choratam
৬৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: মামামমামামামমামা নুশেরা আপুর চকলেট ??????????
৭০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৭
বাবুনি সুপ্তি বলেছেন: তাহলে নতুন আইটেম চেষ্টা করি!
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৮
আশরাফ মাহমুদ বলেছেন: করো। আড্ডার পরে সবাই ক্লান্ত হলে ..... তোমার নদীর খবর কি?
৭১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: চানাচুর , ৬৮ কার কথা ?? হিন্টস ??
--
৬৬ @ ভাঙন
৭২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হাহাহাহা বুঝছি
৭৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১১
আশরাফ মাহমুদ বলেছেন: @ চানা
টুশকি নাকি?
@ ভাঙন
উনি একজন জ্ঞানপাপী। ইগনোর করেন। এরা হচ্ছে শাস্ত্রীয় মৌলবাদি। সাময়িক আস্ফালন করবে, কিন্তু ইতিহাসে ঠাঁই পাবে না।
৭৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১১
বাবুনি সুপ্তি বলেছেন: আমার গ্রামের নদী ঘুরে আসলাম কিছুদিন আগে গ্রামের বাড়ি ও শীতের পিঠা
কিন্তু আমার নদীর গল্প আরেক দিন বলব।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১২
আশরাফ মাহমুদ বলেছেন: বেশ বেশ। তুমি কিন্তু ফাঁকিবাজি করছো
৭৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১১
রোবোট বলেছেন: দেশে না @ আশবাফ, সরি, আশরাফ
এপু, কৈলাম না কাস্টমস অফিসার জনাব কনফিউশন কন্টিনিউয়াস আটকায় দিসিলো। কেকের রেসিপির মত নুশেরার চকলেটেও নাকি এলার্জি হয়
৭৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: একবার কাকন্দির একটা আড্ডা পোস্টে ৯০০ এর মতন কমেন্ট হৈছিলো । না মামা ??
দিন গুলা জটিল ছিলো
৭৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৩
ভাঙ্গন বলেছেন: মজার বিষয় হচ্ছে
এক্টা মেয়ে নিক(হতে পারে একাধিক) তিনি নিজেই চালান।
অনেকে তার পোস্টে গিয়ে আপু আপু ইশ ইশ করেন।
লুডিক্রেবল....
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৫
আশরাফ মাহমুদ বলেছেন: আরে আমি কে কার নিক ধরতে পারি। ওইটা অনেক আগেই ধরা।
৭৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৩
রোবোট বলেছেন: টুশকিরে মিস করি।
৭৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আল মাহমুদ নিয়া পোস্টে আপনার কমেন্ট টা জটিল হৈছে @ মামা
@অভি , মামা -- একটা লিংক দিচ্ছি পরের কমেন্ট এ । লিংকটা দেখা হলে অভি মুছে দিবেন ।
৮০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৪
ভাঙ্গন বলেছেন: @রোবট
কী অবস্থা ভাই?
অধমগো দিকে ইকটু খেয়াল দিয়েন।
ছোট্ট মানুষ। ভীড়ে হারাইয়া যাই।
৮১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৬
ভাঙ্গন বলেছেন: @এপু
৭৯ কমেন্টটে প্রথম উক্ত মামা কে?
৮২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৬
আশরাফ মাহমুদ বলেছেন: @ এক্কু
এই পোস্টে-ও ১০০০ মন্তব্য হোক। আমি জানি আপনারা পারবেন।
৮৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমার মামা ব্লগে একজনই ইউ গেস
৮৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আর কৈয়েন না অভি । সেই পোস্টে আমার নতুন পাইয়া পাক্নায় অপমান কৈরা তাড়ায়া দিছিলো ।
হের পর থিকা আমি ভাইয়ারে ঝাড়ির উপরে রাখি
৮৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৮
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: হুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা, হ্যামেলিনবাসীর পক্ষ থেকে।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৯
আশরাফ মাহমুদ বলেছেন: আরে, আবিদ যে। আপনি তো তুখোঁড় আড্ডাবাজ। আসেন।
৮৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৮
ভাঙ্গন বলেছেন: তার অনেক জেলাস।
নিজেকে নিয়ে তার উচ্চ ধারনা।
@এপু
৮৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৮
বাবুনি সুপ্তি বলেছেন: সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
৮৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৮
আশরাফ মাহমুদ বলেছেন: @ রোবোট
লিংক কি মুছে দিব? দেখছেন?
আপনাকে আমি কি ডাকব?
@ ভাঙন
আপনি ভিড়ে হারিয়ে যাবেন না। কিন্তু নিজেকে অটুট রাখেন নিজের লক্ষ্যে।
@ এক্কু
৮৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ৮৭ কারে কন ? নিক ব্যবসায়ীরে ?
মামা হৈলো রোবোটমামা
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২২
আশরাফ মাহমুদ বলেছেন: রোবোটকে মামা বলে কেন?
৯০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২১
ভাঙ্গন বলেছেন: @এপু
গেস করে লাভ নেই
আমি আসলেই জানিনা।
@লেখক
যারা আমাকে কবি বানিয়েছে
তাদেরকে আমি ছাড়বোনা......
(প্রসেনজিতের একটি ছবির ডায়লগ অবলম্বনে)
৯১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২১
আশরাফ মাহমুদ বলেছেন: অনেকে দেখি এসে ঘুরে যাচ্ছেন। এটা উম্মুক্ত আড্ডা। যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
৯২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২২
ভাঙ্গন বলেছেন: হ,
আমি আপনার দেয়া লিংক ধরে গিয়ে সেটাই বুঝচ্ছি।
এবং জানিও।
৯৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৩
ভাঙ্গন বলেছেন: @এপু=৯২
৯৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৫
আশরাফ মাহমুদ বলেছেন: @ বাবুনি
শুভেচ্ছা।
@ রোবোটমামা
চুপচাপ যে?
@ ভাঙন
আপনে তো মেলা কিছু জানেন!
@ এক্কু
কাউয়ারে মেইল দিলাম
৯৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৫
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আমি আড্ডাবাজ কিন্তু এখানে কেউ আমাকে চেনে না তো! কার সাথে কথা বলব?
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৬
আশরাফ মাহমুদ বলেছেন: আড্ডা দিতে দিতে পরিচয় হবে। শুরু করেন। হঠাৎ কাউকে কিছু জিজ্ঞেস করেন।
৯৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হুমম । কিছু বলার নাই । মানুষের ভদ্রতা রুচিবোধ দেখলে অবাক হওয়ার দিন মনে হয় শেষ । @ ভাঙন
মামা হয় , তাই মামা ডাকি । @ অভি ।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৭
আশরাফ মাহমুদ বলেছেন: আরে কেমনে মামা হয় সেটাই জানতে চাইলাম। তাকে আমার রাশভারী লোক মনে হয়।
৯৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: বাঁশীওয়ালা আপনারে চিনবো না ক্যান !!
৯৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৬
ভাঙ্গন বলেছেন: @হ্যামিলনী
ম্যায় হুঁ না?
@ লেখক
শার্লক হোমসের ভক্ত।
@এপু
ঘুমাইয়া গেছেন?
৯৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৭
রোবোট বলেছেন: ইয়া খোদা।
এই পোলারে আগে ভালোই জানতাম। ইদানীং বড় বিরক্তিকর লাগে।
নগর পরিকল্পকের কমেন্ট দেখে বড় হতাশ হৈলাম। বয়স হৈলে মানুষ হয় ভদ্র হয়, না হয় ডিপ্লোম্যাট হয়। ইনি কোনটাই হন নাই। যেই পোস্ট নিয়া ওনার কমেন্ট, সেই পোস্টের টাইটেল আমার ভালো লাগে নাই, সেটা একটা পোস্টে জানিয়েছি। ঐ পোস্ট আবার নুশেরার প্রিয়তে।
এপু
আলমাহমুদের পোস্ট কোনটা যেখানে আমাকে মাছরাংগা বলা হৈলো?
১০০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: প্রায় ৫ মাস পর মনে হয় আড্ডা দিচ্ছি ব্লগে ! বাট অনেককে মিস করতেছি
হামা কি অনলাইনে আছে নাকি ।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৯
আশরাফ মাহমুদ বলেছেন: হামা ইদানীং ভাব ধরতেছে।
১০১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: মামা আমি ঐ কমেন্ট টা রিপোর্ট করছিলাম । কিছু হয় নাই ।
১০২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৯
রোবোট বলেছেন: তাকে আমার রাশভারী লোক মনে হয়
- কেন? কি কর্লাম?
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৩০
আশরাফ মাহমুদ বলেছেন: কিছু জানতে চাইলে বলেন না। সবসময় রাশভারী মন্তব্য করেন।
১০৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২৯
রোবোট বলেছেন: হামাতো ২৪ ঘন্টা লগ অন
১০৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৩০
ভাঙ্গন বলেছেন: আমি কিন্তু এই প্রথম এমন সরব আড্ডাতে।
ইদানিং রেসিডেন্ট (এইটা ইদানিং গালি হিসাবে ব্যবহৃত হয়) হইছি।
দেখি ক'দিন। কেমন লাগে।
১০৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৩০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কেমনে মামা হয় এইটা আবার কেমন কোশ্চেন !রাশভারি লোকরাই তো মামা হয়
আমার নিজের মামা - মানে আমার মা র বড় ভাই , উকিল তো - সে হেভি রাশভারি লোক । সবাই ডরায়
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৩১
আশরাফ মাহমুদ বলেছেন: আমি-ও রাশভারী। চানাচুর বলল যে আমি নাকি ভাব নিই।
১০৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৩০
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: @একলব্যঃ তাই নাকি?? আমাকে চিনলেন কিভাবে!!!
@ভাঙ্গনঃ হাহাহা,
১০৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৩১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ঐ পোস্টে আমারে কলকাত্তাইয়া কওয়া হৈছে @মামা
১০৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৩৪
রোবোট বলেছেন: এপু
রিপোর্ট কোনটা করসিলা? কলকাতা? ঐটা রিপোর্ট করার মতই। একজনের গালি মোছা হৈসে ২ মাস লাগায়। অপেক্ষা কর।
১০৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৩৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: নাহ ঐটা না ।শহর ব্যবস্থার দায়িত্বের লোকজনের আর কি @মামা
১১০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৩৭
ভাঙ্গন বলেছেন: @হ্যামেলিন এর বাঁশিওয়ালা
আপনার তো অনেক গানের লিরিক জানা।
বল্লাম নীলাঞ্জনা, হয়তো কারো বুকে মাথা রেখে' গানটার লিরিক দিতে ।
পান্নাই, না ?
১১১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৩৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: এবার উঠি । সবাইকে আবারও হেপ্পি নিউ ইয়ার ।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৪০
আশরাফ মাহমুদ বলেছেন: ১০০০ তম মন্তব্যের কি হবে?
১১২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৩৯
ভাঙ্গন বলেছেন: @এপু
বাই বাই
১১৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৪০
রোবোট বলেছেন: আমিও গেলাম। চাকরি বজায় রাখতে হবে।
১১৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৪০
ভাঙ্গন বলেছেন: সবাইকে বাই বাই
নতুন বছর শুভ হোক।
১১৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৪২
আশরাফ মাহমুদ বলেছেন: http://goat.com/
১১৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৪৬
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: @ভাঙ্গনঃ খুঁজতে ভুলে গেসিলাম। স্যরি। দেখব আজকে!
১১৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৪৯
নম্রতা বলেছেন: Happy New Year অভি!
থার্টি ফাস্টের প্ল্যান কি ?
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫০
আশরাফ মাহমুদ বলেছেন: শুভ নববর্ষ! একটু টোটো করা, ঘুম দেয়া এই আরকি। আপনি কী করছেন?
১১৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫১
সাদা কালো এবং ধূসর বলেছেন: এলুম
কেক কুক আনবো?
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫৪
আশরাফ মাহমুদ বলেছেন: আনেন। আপনি তো আবার বিশেষ অতিথি। সবার পরে আসেন।
১১৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫৩
মমমম১২ বলেছেন: আড্ডাতো দেখি ঘুমায়ে গেছে
হুমমম,ভাল থাকেন
শুভ ইনজিরি নববর্ষ
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫৪
আশরাফ মাহমুদ বলেছেন: আপনি ঘুমিয়ে গেছেন।
১২০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫৭
স্বপ্নকথক বলেছেন: ইকানে কি হচ্চে??
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫৮
আশরাফ মাহমুদ বলেছেন: আড্ডা।
১২১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫৭
মমমম১২ বলেছেন: হুমম আসলেই আমি ঝিমিয়ে গেছি
ছবি দিয়েছি
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:০০
আশরাফ মাহমুদ বলেছেন: উরে উরে... পোস্টগুলো ফেরান।
১২২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫৯
স্বপ্নকথক বলেছেন: আমিও দিমু..
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:০৯
আশরাফ মাহমুদ বলেছেন: আপনার ইচ্ছে...।
১২৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১০
~স্বপ্নজয়~ বলেছেন: আইজনা যদি আড্ডা না দেই তাইলে আমার আড্ডাবাজ নিক্টাই বৃথা
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১২
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা। দেরী হয়ে গেছে বোধহয়। আরেক রাউন্ড শুরু করতে পারেন।
১২৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১২
স্বপ্নকথক বলেছেন: আড্ডায় কি করতে হয়??
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৩
আশরাফ মাহমুদ বলেছেন: কথা বলতে হয় বিভিন্ন বিষয়ে। এখন যেমন বলতেছেন
১২৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৩
মমমম১২ বলেছেন: এবার একেবারেই গেলাম
টাটা
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৪
আশরাফ মাহমুদ বলেছেন: থাকেন।
১২৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৪
~স্বপ্নজয়~ বলেছেন: আমি তো মাত্র আইলাম, দেরী হইলো কেম্নে? আমারে ছাইড়া আড্ডা দেওয়া কবিরা গুনা, কারন আমি "জয় কবির"
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৫
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা হা হা প গে। দেরী হইলো কেন? ভাত রানলেন নাকি?
১২৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৫
~স্বপ্নজয়~ বলেছেন: এক ডজন "ম' আফা কই যায়
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৬
আশরাফ মাহমুদ বলেছেন: উনি এখন গান গাইবেন। মানে একটু রেওয়াজ করবেন।
১২৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৫
~স্বপ্নজয়~ বলেছেন: ওরে ... আমার কি সেই সুখের জীবন? কামলা দিয়া আইলাম এক্টুস্খানি আগে ...
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৭
আশরাফ মাহমুদ বলেছেন: আজকে ছুটির দিনে কিসের কামলাগিরি? কই থাকেন?
১২৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৬
স্বপ্নকথক বলেছেন: সবাই চলি যায় কেন??.খেলুমনা..
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৮
আশরাফ মাহমুদ বলেছেন: আছি তো। কি খেলতে চান?
১৩০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৮
স্বপ্নকথক বলেছেন: স্বপ্নদা..ভাবী কিমুন আচে??
১৩১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৮
~স্বপ্নজয়~ বলেছেন: মার পাবলিক হলিডেতেও কামলা আছে, গত ৩ মাসে কোন ছুটি নেই নাই, সপ্তাহে ৭ দিন কাজ করতেছি
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৯
আশরাফ মাহমুদ বলেছেন: সেকি! সাংঘাতিক অবস্থা দেখি। ভাবীরে নিয়ে যান।
১৩২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৯
স্বপ্নকথক বলেছেন: লেখক বলেছেন: আছি তো। কি খেলতে চান?
অন্তাক্ষরী খেলবেন??
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:২১
আশরাফ মাহমুদ বলেছেন: অন্তাক্ষরী কি জিনিস? শেষ অক্ষর টাইপ কিছু নাকি?
(আমি শব্দবিশ্লেষণ করে বললাম)
১৩৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:২০
~স্বপ্নজয়~ বলেছেন: @স্বপ্নকথকঃ আপনার ভাবী ভাল আছে, উনারে বেতন দেওনের টাইম আইছে, তাই হাতে যা ছিলো সব মনের সুখে খরচ করতাছে
১৩৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:২২
~স্বপ্নজয়~ বলেছেন: উনারে আনলে ঝামেলা করবে, এইতা দেও, অইটা দেও, এইখানে নিয়া যাও, এই সময় কামলা দিও না ... মাথা নষ্ট করবে
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:২৫
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা। বিরাট বুদ্ধিমান। এই মন্তব্যটা ভাবীর কাছে পাঠামুনি?
১৩৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:২২
স্বপ্নকথক বলেছেন: এর লাইগাই বিয়া করমু না...মাইয়ারা ভালা না......
১৩৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:২৩
স্বপ্নকথক বলেছেন: লেখক বলেছেন: অন্তাক্ষরী কি জিনিস? শেষ অক্ষর টাইপ কিছু নাকি?
(আমি শব্দবিশ্লেষণ করে বললাম)
ঠিক ধরেচেন...আমি গান গামু...গানের শেষ অক্ষর দিয়া আপনে..রাজি থাকলে শুরু করেন..
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:২৭
আশরাফ মাহমুদ বলেছেন: আমি তো বেশি গান জানি না.....তবে নিজে গান লিখি। আপনি হেরে যাবেন, আমি বানায়ে বানায়ে লিখে ফেলব।
১৩৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:২৬
~স্বপ্নজয়~ বলেছেন: গান করেন, আমরা শুনি
১৩৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:২৭
স্বপ্নকথক বলেছেন: আমার সোনার বাংলা...আমি তোমায় ভালোবাসি...
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:২৯
আশরাফ মাহমুদ বলেছেন:
সবুজ অই মাটি, সবুজ অই শাড়ির পাড়
দু'টিই পাশে থাকুক, দু'য়ে আমার ঘাট
১৩৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:২৯
~স্বপ্নজয়~ বলেছেন: আপনার সাথে আমার কোন কালের ঝগড়া আছে না কি? উনারে ঝানাইতে চান কেন?
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩০
আশরাফ মাহমুদ বলেছেন: সেকি! ভাবীর এতো বড় সর্বনাশ। ভাইয়া কি ভয় পান নাকি?
১৪০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩০
স্বপ্নকথক বলেছেন:
লেখক বলেছেন: আমি তো বেশি গান জানি না.....তবে নিজে গান লিখি। আপনি হেরে যাবেন, আমি বানায়ে বানায়ে লিখে ফেলব।
চি চি চি...টিআইবি রে খপর দিয়া লাগবি..
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩০
আশরাফ মাহমুদ বলেছেন: টিআইবি কি জিনিস?
১৪১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩২
~স্বপ্নজয়~ বলেছেন: ভয় না পাইলে আমি হমু মানুষিক নির্যাতঙ্কারী
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৩
আশরাফ মাহমুদ বলেছেন: আরে বুঝি বুঝি এসব আহলাদী কথাবার্তা।
১৪২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩২
স্বপ্নকথক বলেছেন: টাপুর- টুপুর বৃষ্টি পড়ে
নদেয় এলো বান
শিব ঠাকুরের বিয়ে হবে
তিন কন্যা দান
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৫
আশরাফ মাহমুদ বলেছেন:
নতুন রোদে আগমনে নাচি
গানের খেলা ফুরালে বাঁচি
১৪৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৩
স্বপ্নকথক বলেছেন: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
১৪৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৪
~স্বপ্নজয়~ বলেছেন: শিব ঠাকুরের বিয়ে হবে
তিন কন্যা দান - মানে কি? :!> :!>
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৫
আশরাফ মাহমুদ বলেছেন: এটা ব্যাচেলরদের কথাবার্তা। আপনে না জানলে-ও চলবে।
১৪৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৭
স্বপ্নকথক বলেছেন: ঐ যে..স্বপ্ন ভাই শুরু করেচে...আপ্নে তো গুরু...
১৪৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৭
kisuna বলেছেন: শিব ঠাকুরের এটা ত গান না, ছড়া!!!
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪০
আশরাফ মাহমুদ বলেছেন: গান, ছড়াই তফাৎ নাই। সুর দিলে সব সমান।
১৪৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৭
~স্বপ্নজয়~ বলেছেন: ৪ টা স্লটের মধ্যে ১ টা মাত্র পূরণ হইছে আমার :#> :#> :#>
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪১
আশরাফ মাহমুদ বলেছেন: আহেম আহেম
১৪৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৯
স্বপ্নকথক বলেছেন: চুরি করেচ আমার মনটা-
হায়রে হায় মিচ লংকা (তাইতো আজ আমি **** )
১৪৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৯
~স্বপ্নজয়~ বলেছেন: আরে ... অদিতি না কি? স্যরি বলো স্যরি বলো
১৫০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৯
স্বপ্নকথক বলেছেন: kisuna বলেছেন: শিব ঠাকুরের এটা ত গান না, ছড়া!!!
গান ও আচে.. পিচ্চিদের..
১৫১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪০
kisuna বলেছেন: আহারে, বাকি ৩ জন আসুক মজা বুঝবেন। ৪ জনের ঝগড়ার ক্যাচালে পরে
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪২
আশরাফ মাহমুদ বলেছেন: বাকি তিনজন কে?
১৫২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪১
~স্বপ্নজয়~ বলেছেন: হায় হায় ... ছুডু বেলায় এই গান্টা কইয়া কত্তো হাসতাম, ডটের যায়গাটা সহ
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪২
আশরাফ মাহমুদ বলেছেন: ডটের জায়গাতে কি লেখা?
১৫৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪১
স্বপ্নকথক বলেছেন: ~স্বপ্নজয়~ বলেছেন: ৪ টা স্লটের মধ্যে ১ টা মাত্র পূরণ হইছে আমার :``>> :``>> :``>>
ভাবীর নাম্বার জানি কতো???
১৫৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৪
kisuna বলেছেন: স্বপ্নকথক, আপনি কি পিচ্চি? তা যদি হয় এইখানে কি?
১৫৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৫
~স্বপ্নজয়~ বলেছেন: ভাই রে, গোটা ৫০ স্লটে যায়গা হয়নাই, একটাই ফিট হইছে
১৫৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৫
স্বপ্নকথক বলেছেন: পিচ্চি কারে কয়??
১৫৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৬
kisuna বলেছেন: লেখক বলেছেন: বাকি তিনজন কে?-আপ্নাদের জয় ভাইকে জিজ্ঞেস করেন...উনি অবশ্য বলবেন কিনা জানিনা
১৫৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৭
আশরাফ মাহমুদ বলেছেন: পিচ্চিরা জাতির ভবিষ্যৎ।
১৫৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৭
স্বপ্নকথক বলেছেন: ~স্বপ্নজয়~ বলেছেন: ভাই রে, গোটা ৫০ স্লটে যায়গা হয়নাই, একটাই ফিট হইছে
খাইচে রে খাইচে... লুলসম্রাট কেঠায়!!! এতোদিন তো অন্য কাউরে চিন্তাম..
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৯
আশরাফ মাহমুদ বলেছেন: লুল-টুল নিয়ে কথা বললে ব্যান খাইতে পারেন। সাবধানে কথা কহেন।
১৬০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৭
kisuna বলেছেন: স্বপ্নকথক বলেছেন: পিচ্চি কারে কয়?-ছুটু বাবুদের
১৬১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৯
~স্বপ্নজয়~ বলেছেন: আমি লুলসম্রাট না :!> :!> :!>
১৬২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৯
kisuna বলেছেন: ~স্বপ্নজয়~ বলেছেন: আরে ... অদিতি না কি? স্যরি বলো স্যরি বলো - আমি স্বখাত সলিলে ডুবে মরি শ্যামা...
১৬৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫০
স্বপ্নকথক বলেছেন: kisuna বলেছেন: স্বপ্নকথক বলেছেন: পিচ্চি কারে কয়?-ছুটু বাবুদের
তাইলে আমি পিচ্চিই... আমিতো ২৪ বচরের ফিডার খাওয়া বাবু..
১৬৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫২
স্বপ্নকথক বলেছেন: লেখক বলেছেন: লুল-টুল নিয়ে কথা বললে ব্যান খাইতে পারেন। সাবধানে কথা কহেন।
ভ্যানরে ভুই পাই, একটা সাধের নিক আমার...
১৬৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৩
~স্বপ্নজয়~ বলেছেন: ২৪ বচরের ফিডার খাওয়া বাবু.. না?
আদিতি না থাকলে একটা দুষ্টু কথা কইতাম
১৬৬| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৪
~স্বপ্নজয়~ বলেছেন: ভাই যাই গা, ঘুমামু, কাইলকা কথা হইবো, এখন ঠাঠা
১৬৭| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৪
সাদা কালো এবং ধূসর বলেছেন:
এত বড়, এত বেশি কাজ করলাম, কেউ তো আমারে ভালো পাবে না, সবতে এবার পিডাইবো আমারে :!> :!>
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৫
আশরাফ মাহমুদ বলেছেন: এতক্ষণ লাগল? পিটাবে কেন?
১৬৮| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৬
kisuna বলেছেন: স্যরি আইলাম বলে ভুল হয়লো। আমি দেখব না, তুমি যা চাও বল...
১৬৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৬
সাদা কালো এবং ধূসর বলেছেন: আরো আছে, মেলা আছে, অনেক আছে, পর্যাপ্ত আছে,
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৮
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা। আপনি তো দেখি দারুণ সংগ্রহক। আপনার গল্প কই?
১৭০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৭
স্বপ্নকথক বলেছেন: kisuna বলেছেন: স্যরি আইলাম বলে ভুল হয়লো। আমি দেখব না, তুমি যা চাও বল...
কইয়ালান দাদা... অন্তরের কখা চিপায় রাখতে নাই...
১৭১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৮
সাদা কালো এবং ধূসর বলেছেন: আমি নাকি ছবি ফ্লাডিং করি :#> :#>
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৯
আশরাফ মাহমুদ বলেছেন: আমি-ও তো করি। ফটোগ্রাফী। :!> :#>
১৭২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৮
স্বপ্নকথক বলেছেন: সাকাধু আপু...চায়ের বড্ড তেস্টা পাইচিলো...অনেক ধইন্যা..
১৭৩| ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:০০
kisuna বলেছেন: আপনাদের দাদা মনে হয় গভির জলের মাছ, অত সহজে বলবেন?? পায়ে ধরেন তার
১৭৪| ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:০২
স্বপ্নকথক বলেছেন: হাতে ধরি
পায়ে পড়ি গো..
ও দাইমা থু্ক্কু দাদা..
১৭৫| ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৬
সাদা কালো এবং ধূসর বলেছেন:
গল্পটা ঠিকমত লিখতে পারবো না, ফাঁক থেকে যাবে, আর কেনো কেনো জানি আটকে বসে আছি, দরকারি লাগছে না যেনো।
০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৮
আশরাফ মাহমুদ বলেছেন: সব গল্পের মাঝেই ফাঁক থাকে। সে জন্য সেটা সাহিত্য, আসমানী কিতাব না। দিয়ে ফেলুন।
১৭৬| ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৯
স্বপ্নকথক বলেছেন:
খিদা লাগচে...
১৭৭| ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৯
এরশাদ বাদশা বলেছেন: :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-<
১৭৮| ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৫
স্বপ্নকথক বলেছেন: ঐ নাক ডাকে কেডা???
১৭৯| ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৫
এরশাদ বাদশা বলেছেন: আশরাফ ভাই- আপনের ব্লগ বয়স আর আমার ব্লগ বয়স একই!!! আসেন কোলাকুলি করি
১৮০| ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৫
আশরাফ মাহমুদ বলেছেন: @ স্বপ্নকথক
খেয়ে আসেন।
@ এরশাদ বাদশা
ঘুমাতে যান।
১৮১| ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৬
এরশাদ বাদশা বলেছেন: আমি ঘুমাই..নাক ডাকিনা..
১৮২| ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৭
এরশাদ বাদশা বলেছেন: স্বপ্নকথক কি সকালের নাস্তা খাইতে যাইবো নি??
১৮৩| ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৮
এরশাদ বাদশা বলেছেন: আড্ডাখান মিসাইলাম। যাইগা ঠা ঠা।
১৮৪| ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩০
স্বপ্নকথক বলেছেন: এরশাদ বাদশা বলেছেন: স্বপ্নকথক কি সকালের নাস্তা খাইতে যাইবো নি??
এখনি?? নারে ভাই... সাকাধূ আপুর পিক দেখে খিদা লাগচে...ব্লগের কেউ সত্য সত্য খাওয়ায় না..খালি লুভ দেখায়..
১৮৫| ০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৬
স্বপ্নকথক বলেছেন: আর কেউ নাই..যাইগা..বাই..
১৮৬| ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৯
~স্বপ্নজয়~ বলেছেন: আছেন কোন বড় ভাই?
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৩
আশরাফ মাহমুদ বলেছেন: ছোট ভাই আছে।
১৮৭| ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৪
~স্বপ্নজয়~ বলেছেন: ~*~ শুভ নববর্ষ ২০১০ ~*~
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১০:১৩
আশরাফ মাহমুদ বলেছেন: সব জায়গায় বিজ্ঞাপন দেয়া ঠিক না।
১৮৮| ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৫
~স্বপ্নজয়~ বলেছেন: গূড, আমি তাইলে গোসল দিয়া আস্তেছি, আড্ডা বইলা কথা
১৮৯| ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৯
স্বপ্নকথক বলেছেন: ছবির হাট যাইবেননি??
১৯০| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১০:১০
বাবুনি সুপ্তি বলেছেন: আজ আড্ডা হবে না?
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১০:২৬
আশরাফ মাহমুদ বলেছেন: লোকজন আছে? থাকলে হবে।
১৯১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১১:০২
বাবুনি সুপ্তি বলেছেন: জানি না। আমাকে তো কেউ তেমন চেনেনা। আপনি বললেই কেবল আড্ডা তে আসতে পারি।
১৯২| ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩১
~স্বপ্নজয়~ বলেছেন: ভালুবাসা খুব খ্রাপ
১৯৩| ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪২
রোবোট বলেছেন: জয়, তুমি আবার কারে ভালুবাসতে গেলা? বৌ দৌড়ানি দিলে বুঝবা কেমন খ্রাপ?
১৯৪| ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৯
~স্বপ্নজয়~ বলেছেন: দিছে তো দাদা, সেই জন্যেই কইতেছি
১৯৫| ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৩:৫২
রোবোট বলেছেন: কোন হতভাগীরে ভালুবাসছিলা@পাকনা
১৯৬| ০২ রা জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৮
~স্বপ্নজয়~ বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৬
আশরাফ মাহমুদ বলেছেন: চক্ষে পানি আইয়া পরল। (
১৯৭| ০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪২
ভাঙ্গন বলেছেন: ১০০০ মন্তব্যে পৌছায় নাই?
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৪
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা। হবে। আমরা দেখিয়ে দিব আমরা-ও পারি।
১৯৮| ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৩৭
~স্বপ্নজয়~ বলেছেন:
০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৩৮
আশরাফ মাহমুদ বলেছেন: হাসেন কেন?
১৯৯| ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৪৩
~স্বপ্নজয়~ বলেছেন: হাসবো না? তাইলা কান্না করি?
২০০| ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৪৬
kisuna বলেছেন: কান্দো ক্যান?
০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৪৮
আশরাফ মাহমুদ বলেছেন: ভাবী মনে হয় আজকে-ও গুঁতা দিছে।
২০১| ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫০
kisuna বলেছেন: আহারে বেচারা। সে কি মানুষ না? বাঘের বাচ্চা হইয়া লড়াই করুক।
০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৯
আশরাফ মাহমুদ বলেছেন: বাঘে বাঘে লড়াই হলে জমে। বাঘে-মানুষে লড়াই হলে তো মুশকিল।
২০২| ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:০২
kisuna বলেছেন: হু, এইটাও ঠিক যে সব গ্লাডিয়াটররাই জিততো না।
২০৩| ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:০৪
~স্বপ্নজয়~ বলেছেন: লেখক বলেছেন: ভাবী মনে হয় আজকে-ও গুঁতা দিছে।
তরে কইছে, তুই বেশী জানস
০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:১৪
আশরাফ মাহমুদ বলেছেন: আব্বে, রাগের চোটে তুই-তুকারি করা ভালো না। রাগ উনার লগে দেখান, আমার সাথে না।
২০৪| ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:০৬
kisuna বলেছেন: তুমারে মনে হয় ত অনেক ধইরা চিনে, তাই চেহারা মোবারক দেইখা পেটের কথা এক্স রে কইরা ফেলছেন উনি।
২০৫| ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:২৭
কঁাকন বলেছেন: পাকনা রাগিয়া প্রমান করিলো আশরাফ ঠিক বলিয়াছে
আড্ডাতো ভালোই দিলা
০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৪২
আশরাফ মাহমুদ বলেছেন: ছিঃ, পাকনা ভাইয়াকে এভাবে অপমান করবেন না।
২০৬| ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:২৯
kisuna বলেছেন: হাহাহা...
০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৪৩
আশরাফ মাহমুদ বলেছেন: এবার দেখি আপনি হাসা শুরু করেছেন!
২০৭| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:০৯
চাঙ্কু বলেছেন: পোলাপাইনডি খালি আড্ডায় । আফসুস
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:১২
আশরাফ মাহমুদ বলেছেন: ওই, আপনের সব পুস্ট যে আড্ডানো পুস্ট সেটা কিছু না, আর আমি গরিব মানুষ ন-ছ মাসে একটা দিলে দোষ।
২০৮| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩৪
kisuna বলেছেন: কঁাকন বলেছেন: পাকনা রাগিয়া প্রমান করিলো আশরাফ ঠিক বলিয়াছে -হাসবইত! আপনার এখানে আস্তে ভাল লাগে, তাই বিনা দাওয়াতেই আসি।
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৮
আশরাফ মাহমুদ বলেছেন: আরে মন খাইলেন (মাইন্ড খাওয়া) নাকি? এগুলো তো মজা করেই বলা। দেখি, একটা হাসির ইমো দেন তো...
২০৯| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:০০
চাঙ্কু বলেছেন: টির্ব পর্ঠিবাড জানাইলাম । আমি কুন আড্ডা পুষ্ট দেই না, আমার পোষ্ট নাডামি পোষ্ট
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৩
আশরাফ মাহমুদ বলেছেন: নাডামিটা আবার কি জিনিস? ভাঁড়ামি? চান্তেকের একখানা ছবি দেন।
২১০| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৬
kisuna বলেছেন: ছি ছি কি কন ভাইসাব! আপ্নের লগে মাইন্ডখামু আমি? ব্লগে অখন্তরি অনেক ছোট। বেয়াদবি হয়ে গেল নাকি?
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৮
আশরাফ মাহমুদ বলেছেন: ছোটবড় কিছু না। আর আমি ব্লগে প্রবীণ হলে-ও বয়েসে ছুটু।
২১১| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৯
চাঙ্কু বলেছেন: খ্যানাডাতে নাকি কুটি কুটি চান্তেক। চান্তেকেরতো দেখি টান ফালাই দিপেন
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৪
আশরাফ মাহমুদ বলেছেন: ছি ছি। অচলীল অচলীল। আমি মনে হয় চান্তেকের সংজ্ঞাই জানি না। ভাবছিলাম চাঙ্কুর অন্য নামই চান্তেক!
২১২| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৩
kisuna বলেছেন: দিলাম হাসির ইমো।
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৮
আশরাফ মাহমুদ বলেছেন:
২১৩| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৫
kisuna বলেছেন: লেখক বলেছেন: ছি ছি। অচলীল অচলীল। আমি মনে হয় চান্তেকের সংজ্ঞাই জানি না। ভাবছিলাম চাঙ্কুর অন্য নামই চান্তেক! -
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩২
আশরাফ মাহমুদ বলেছেন: এতে হাসির কি হলো? :!> :#>
২১৪| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪২
kisuna বলেছেন: 'অচলীল' শব্দটা দেখে প্রথমে (অন্য লাইনগুলো পড়ার আগেই) ভাবছিলাম আশরাফ ভাই কি ভুল লিখলেন? লিখতে চাইছিলেন 'চলিল'? বা 'অচল' ধরণের কোন শব্দ? পরে দেখি অন্য ঘটনা। তাই হাস্লাম। স্যরি, হাসা মনে হয় ভুল হইছে।
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৪
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা। আপনি তো দেখি কথায় কথায় মন খান, ভাই/বোন!
২১৫| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৫
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: সেই আড্ডা এখনো চলছে!!!
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৮
আশরাফ মাহমুদ বলেছেন: চালায়ে নিতেছি। ঠেলা গাড়ি, আসেন হাত লাগান।
২১৬| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৯
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: হাহাহা। চলুক গাড়ি, যাত্রাবাড়ি!!
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫১
আশরাফ মাহমুদ বলেছেন: এটা ছড়া মনে পড়ল:
"যাচ্ছি কোথায়, যাবো কোথায়
কোটবাড়িয়ে কুমিল্লা"
২১৭| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৪
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: কুমিল্লা!!! হুম!
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৬
আশরাফ মাহমুদ বলেছেন: না, মানে আগে ইস্কুল থেকে বনভোজনে কুমিল্লা গেলে সবাই একটা গাইতো। কুমিল্লাতে কি আপনার বাড়ি নাকি?
২১৮| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৬
নীড় ~ বলেছেন: ইস কত কথা বলেরে সবাই
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৭
আশরাফ মাহমুদ বলেছেন: আপনি-ও বলতে শুরু করেন। ফাঁকা মাঠ।
২১৯| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৯
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: নাহ। থাক, সেসব কথা। থাক!
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:০০
আশরাফ মাহমুদ বলেছেন: আচ্ছা।
২২০| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:০২
kisuna বলেছেন: আমি বুইন লাগি আপ্নের।
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৩
আশরাফ মাহমুদ বলেছেন: ইয়ে....দুঃখিত। আশা করি কিছু মনে করেন নি।
২২১| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৪
kisuna বলেছেন: আরে ধুর!!
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৭
আশরাফ মাহমুদ বলেছেন: আপনি তো চরম আড্ডাবাজ।
২২২| ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২২
kisuna বলেছেন: ভয়াবহ!!!
২২৩| ০৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৩
স্বপ্নকথক বলেছেন: কেউ আচে??
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৯
আশরাফ মাহমুদ বলেছেন: আছি।
২২৪| ০৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৫
বাবুনি সুপ্তি বলেছেন: আমি আজকেও আড্ডা মিস করেছি!!
আআআআআআ
০৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৮
আশরাফ মাহমুদ বলেছেন: চক্ষে জল আইয়া পটলো। (
(
২২৫| ০৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৬
পাপতাড়ুয়া বলেছেন: বাহ.....এখানেও দেখি আড্ডা....।
আমাদের জন্য কি সীট আছে?
০৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৮
আশরাফ মাহমুদ বলেছেন: এটা মুক্তাড্ডা। পাপী-টাপী, সন্ন্যাসী-মন্ন্যাসী সবার বসার স্থান আছে।
২২৬| ০৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:১২
পাপতাড়ুয়া বলেছেন: কিন্তু আমি এখন টাপী পাই কোথায়??
অসময়ে হাজির হলাম।ঘুম আসছে দাদা।ভোর হোক আলোময়.......
০৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৮
আশরাফ মাহমুদ বলেছেন: পাপীর ভিতরে টাপী বাস করে। শুভ ঘুম। ঘুম ভাঙলে টাপীরে খোঁজা দিয়েন।
২২৭| ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২২
পাপতাড়ুয়া বলেছেন: টাপী হারিয়ে গেছে।পাই নি।পেতে বোধহয় চাচ্ছিও না।
হলদে আগুন মেয়ে কে পেয়েছি ।ওকে একটু আপনার কাঁচির নিচে নিয়ে যান দয়া করে।
আমি আসলে লেখার চেষ্টা করছি।এটা মাত্র দ্বিতীয় টা।
আমার লেখার ভুল আমার চোখে পড়বে না।
হাসান মাহবুব ভাইয়ের গল্পটার মত একটা ব্যবচ্ছেদ দিন প্লীজ।ওখানেই।
বিরক্ত হলে মাফ চেয়ে রাখলাম।
০৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৬
আশরাফ মাহমুদ বলেছেন: ওই ধরনের মন্তব্য যত কম করা যায় তত ভালো, সম্পর্ক ঠিক থাকে। ওই রকম মন্তব্যের পরে গোস্সা করে কথা বলা বন্ধ করে দেয়; ব্লগে বা ব্যক্তিগত জীবনে শত্রু কম রাখতে চাই। ইদানীং তা বাড়ছে।
বিরক্ত হই নাই। এই সময়টা আমি-ও পার করেছি।
২২৮| ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৩
পাপতাড়ুয়া বলেছেন: Click This Link
২২৯| ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৯
পাপতাড়ুয়া বলেছেন: আপনার মন্তব্যে গোস্বা করিনি তো!!
প্রশংসার চেয়ে সমালোচনা ভালো লাগে বেশী।আমার তাই দরকার।
আড্ডাবাজ রা কই?
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫২
আশরাফ মাহমুদ বলেছেন: সবার তো সহ্য করার ক্ষমতা থাকে না।
আড্ডাবাজরা মনে হয় দোজখে আছে।
২৩০| ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৪
ভাঙ্গন বলেছেন: হট নিউজ!!
ভাঙ্গনকে ব্যান করা হয়েছে!
.....
বড় করে দেখতে..
Click This Link
........
আজিব তামশা!!
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০৩
আশরাফ মাহমুদ বলেছেন: সত্যি সত্যি ব্যান নাকি? নাকি মজা করছেন?
২৩১| ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০৭
ভাঙ্গন বলেছেন: লগইন করতে যেয়ে নিক/পাসওয়ার্ড টাইপ করে দেখি 'ব্যান'।
হায় খোদা! আমিতো পুরা 'থ'।
তারপর আবার ট্রাই করলাম। দেখি লগইন হয়!
....
হা হা হা
তবে মজা করার জন্য স্ক্রিনশট রেখে দিলাম!
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১০
আশরাফ মাহমুদ বলেছেন: পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেন, কেউ বোধহয় চেষ্টা করেছিল। কি জানি!
আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম।
২৩২| ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০৯
আশরাফ মাহমুদ বলেছেন: একটু আড্ডা দিতে মঞ্ছায়!
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:১০
আশরাফ মাহমুদ বলেছেন: .
২৩৩| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:২২
রাজসোহান বলেছেন: আপনি তো লিখছেন এ আড্ডা হইত না
কেমতে কি?
:-& :-&
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৪
আশরাফ মাহমুদ বলেছেন: আরে ওটা আক্বৃষ্ট করার কৌশল। দেখেন না লোকজন করে
২৩৪| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৬
রাজসোহান বলেছেন: তাই??তাইলে খাড়ান আমি রেডী হই
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৮
আশরাফ মাহমুদ বলেছেন: হে হে, এরকম হলে তো প্যান্ট ছিঁড়ে যাওয়ার ভয় আছে
২৩৫| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩১
রাজসোহান বলেছেন: এই ভাবে লজ্জা দিয়েন না
আদ্ধাড় ঠফিখ খি???
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩৩
আশরাফ মাহমুদ বলেছেন: টপিক প্রেম থেকে শুরু করে ট্রেম। কবিতা থেকে শুরু করে সবিতা- সবই।
২৩৬| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩৬
রাজসোহান বলেছেন: আগে কন আপনি জীবিত না মৃত
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩৭
আশরাফ মাহমুদ বলেছেন: অবশ্যই জীবিত, না হলে আড্ডা দিই। আপনে?
২৩৭| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩৯
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: একই তরু শাঁখা পরে,
ছিল বাঁধা লীলা ভরে।
অজানা কোন সে ঝড়ে,
ভেঙ্গে নিলো বাসাটিরে?
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩৯
আশরাফ মাহমুদ বলেছেন: উরে, আসল আড্ডাবাজ তো গান নিয়ে হাজির। কেমুন আছেন?
২৩৮| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪০
রাজসোহান বলেছেন: আপাতত মৃত
তয় জীবিত হইবার পথ খুজতাছি
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪১
আশরাফ মাহমুদ বলেছেন: মানে কী? আপনি বিবাহিত?
২৩৯| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪০
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ছিল যেথা আলো হাসি,
ফুল-দল মধু বাঁশি।
আজি সেথা কিছু নাহি,
বায়ু কেদে যায় ফিরে!
ভাল নেই।
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪২
আশরাফ মাহমুদ বলেছেন: আহারে, কী হইছে? কে ছাঁক দিছে?
২৪০| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৪
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: বলব। সব বলব। চোখ রাখুন আমার পরবর্তী পোস্টে।
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৫
আশরাফ মাহমুদ বলেছেন: ঠিকাছে। খুলেন বলেন। দেখি কোন সমাধান দিতে পারি কিনা
২৪১| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৫
কারিমাট বলেছেন: ভাই আপনেরা একখানে হন
মানে এক পোস্টে
তাহলে আরো জমে। কি বলেন?
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৬
আশরাফ মাহমুদ বলেছেন: আসেন। এখানে নিয়মিত আড্ডা হয়।
২৪২| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৫
রাজসোহান বলেছেন: নাহ বিবাহিত ন।.........কাজী র অভিনয় করব কয়দিন পর :#> :#>
@হ্যামেলিন এর বাঁশিওয়ালা আপনার জন্য
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৭
আশরাফ মাহমুদ বলেছেন: ইয়ে.....ছবিটা তো....এটা ঐশ্বরিয়া না? ছবি কম দেন, পেইজ লোডাইতে সময় লাগবে পরে।
২৪৩| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৬
রাজসোহান বলেছেন: @কারিমাট
বেচারা স্থায়ী হতে পারছে না
আআআআআআআআআআআআহাআআআআআআআআআরে
২৪৪| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৭
কারিমাট বলেছেন: বাশীওলা শরম পাইছে মনে হয় ছবি দেখে
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৮
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা হা কারিমাট অর্থ কি?
২৪৫| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৭
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: @রাজসোহানঃ অভিষেক বচ্চনের সাথে দেখা করেন।
২৪৬| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫০
রাজসোহান বলেছেন: @হ্যামেলিন এর বাঁশিওয়ালা
আপনি থাকতে অভিষেক
আপনি কত ইস্মারট ঝানেন
২৪৭| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫০
কারিমাট বলেছেন: করিম এরহাট= কারিমাট
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫২
আশরাফ মাহমুদ বলেছেন: বুঝি নাই! করিমের হাট? না করিম আর এরহাট আলাদা আলাদা? এটা কি আপনার নাম?
২৪৮| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫২
কারিমাট বলেছেন: রাজসোহান অভিষেক রাগ করতে পারে তা বাশীওলার ভয়
২৪৯| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৩
আশরাফ মাহমুদ বলেছেন: হ্যামিলনের বাঁশিওয়ালা ফুঁতে পিচ্চিদের নিয়ে যেত। উনি ঐশ্বরিয়ারে নিবেন!
২৫০| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৩
কারিমাট বলেছেন: আমার নাম করিম টাইপো মিসটেকে করিমাট
যেটা হয়েছে অনেক আগে
তখন নতুন ছিলাম
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৫
আশরাফ মাহমুদ বলেছেন: ও আচ্ছা। মডুদের ইমেইল করে ঠিক করে নিতে পারেন। আমি-ও করেছিলাম
২৫১| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৮
রাজসোহান বলেছেন: হ্যামিলনের বাঁশিওয়ালা ফুঁতে ঐশ্বরিয়ারে নিবেন!
আর অভিষেক an idea can change ur life বলে কারিমাট এর সঙ্গে হাত মিলাবে
২৫২| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৯
কারিমাট বলেছেন: কারিমাট টাই ভাল লাগছে
২৫৩| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০১
কারিমাট বলেছেন: রাজ সোহান যা বলছেন দারুননননননননননননননননননননননননননননননননননননননননননন
২৫৪| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০১
আশরাফ মাহমুদ বলেছেন: @ সোহান
সোহান তো আপনার নামই?
থাক বেচারা মনে হয় লজ্জা পাচ্ছে।
@ কারিমাট
যেমনিচ্ছে। তখন যেভাবে হা করে আছেন সেটা ভয়ংকর।
২৫৫| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০২
আশরাফ মাহমুদ বলেছেন: Click This Link এখানে ১৩০০০ তম মন্তব্য করলাম।
২৫৬| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৬
রাজসোহান বলেছেন: @আশরাফ মাহমুদ আপনাকে আমার ২৩৫৭ নাম্বার কমেন্ট
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৭
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা। ১৪০০০ তমটা আপনারে করুম। আপনার এসএসসি কত সালে?
২৫৭| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৭
করবি বলেছেন:
(০১---- ২৯ জানু)
omg এই আড্ডা শুরু হইছে কবে? এক মাস ধইরা চলতাছে ।শিকর গজায়নাই কারো ?? :>
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৮
আশরাফ মাহমুদ বলেছেন: না। মাঝে মাঝে ঠেলা দেয়া হয়। আসেন, বসেন। গপ করেন।
২৫৮| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৭
কারিমাট বলেছেন: আশরাফ মাহমুদ হা ঠিক
তবে আপনি ভয় পাবেন না
ভয় পাবে ছাগু এবং তার চেলার।
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১১
আশরাফ মাহমুদ বলেছেন: মডুরা ইচ্ছে করলে ছাগুদের রুখতে পারে। তারা সুযোগ দেয়, হিট বাড়ানোর জন্য/ এটা পুরান খেলা।
আপনি কি পুপা?
২৫৯| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৯
কারিমাট বলেছেন: @ করবি
এত তারাতাড়ি শেকর গজাইলে চলবে না
২৬০| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১১
রাজসোহান বলেছেন: ইয়ে আমি সবার ছুডু পোলাপাইন
২০০৫
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১২
আশরাফ মাহমুদ বলেছেন: তাইলে তুমি ডাকি। আমারে-ও ডাকেন, সমস্যা নাই। সম্বোধনে আমার কোন দ্বিধা নেই।
২৬১| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৫
কারিমাট বলেছেন: নারে ভাই নতুন পাপি
থাকি দেশের বাইরে
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৫
আশরাফ মাহমুদ বলেছেন: ওকে। স্বাগতম জানাই। কই থাকেন?
২৬২| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৫
করবি বলেছেন:
ধন্যবাদ !
গপ করতে খারাপ লাগে না। আছেন কেমন?
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৬
আশরাফ মাহমুদ বলেছেন: চলতেছে আরকি। আপনি কেমন আছেন?
২৬৩| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৬
রাজসোহান বলেছেন: আসেন কোলাকুলি করি
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৭
আশরাফ মাহমুদ বলেছেন: করলাম। সারাদিন দেখি নেটে? ইস্কুল-কলেজ নাই?
২৬৪| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৭
কারিমাট বলেছেন: আরবে
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:২২
আশরাফ মাহমুদ বলেছেন: বেশ বেশ।
২৬৫| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৮
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ঈশার নামাজ পড়তে যাচ্ছি। টা টা।
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:২০
আশরাফ মাহমুদ বলেছেন: আবার দেখা হবে।
২৬৬| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৯
রাজসোহান বলেছেন: স্কুল কলেজ তো কবেই ইতি
নতুন করে ভর্তিন হইলে ছমছ্যা
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:২০
আশরাফ মাহমুদ বলেছেন: আরে, ইস্কুল-কলেজ মানে ইউনি-ও।
২৬৭| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৫
করবি বলেছেন:
আমি খারাপ থাকতে পারিনা এইডা আমার দোষ। মাঝে মাঝে একটু আধটু উদাস হই এই আরকি !!
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৭
আশরাফ মাহমুদ বলেছেন: রহস্যের গন্ধ পাইতেছি!
২৬৮| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৫
রাজসোহান বলেছেন: সারাদিন লগ ইন করেই থাকি.........ভাইজান থাকেন কোথায়??
এখন ৮.৩০ সকাল বাংলাদেশ......সারা রাত ঘুমাই নাই......কাল বিকাল বেলা ঘুমাইছি উঠছি রাত ৯টায় তার ফল এই
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৮
আশরাফ মাহমুদ বলেছেন: কানাডাতে। আমারে তুমি করে বলো।
২৬৯| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৬
রাজসোহান বলেছেন: @করবি একটু আধটু উদাস হই কেন?
২৭০| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৭
কারিমাট বলেছেন: বিড়িচিরি নাই থাকলে বাইর করেন
২৭১| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৭
রাজসোহান বলেছেন: কারিমাট কি চলে গেল???
২৭২| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৮
কারিমাট বলেছেন: @করবি বাউল গান শুনেন উদাসি কেটে যাবে
২৭৩| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৯
কারিমাট বলেছেন: সোহান চলে গেলে বলে যাব
২৭৪| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩২
রাজসোহান বলেছেন: কারিমাট রে মাইনাচ
ইহা আধুনিক এলাকা ধূমপান নিষেধ
ইয়ে আশরাফ ভাইয়া ভালো আছেন
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৩
আশরাফ মাহমুদ বলেছেন: খেক খেক। আমি তুই করি বলি। কিরে কেমন আছিস?
২৭৫| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৭
রাজসোহান বলেছেন: সুবাই চুফ খেনু হুই ঘেলু
২৭৬| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪১
করবি বলেছেন:
এইডা কোন রহস্যই না। হগ্গলের মাঝেই আছে এইডা। কেউ জাইন্না হয় কেউ নাজাইন্না হয় ,কেউ দুখে হয় কেউ বিলাসীতায় হয় । কিন্তু কহননা কহনো সবাই উদাস হয়।
@কারিমাট বাউল গান আমর খারাপ লাগে না।
@রাজ সাহেব কেন হই ভুইল্লা গেছি আবার হইলে কমুনে।
২৭৭| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪২
রাজসোহান বলেছেন: আশরাফ ভাইয়া এখন খোদা হাফেজ
আপনাকে মেসেঞ্জারে রিকোয়েস্ট পাঠাইছি দেইখেন
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৩
আশরাফ মাহমুদ বলেছেন: মেসেঞ্জার তেমন ব্যবহার করি না। ফেইসবুকে আছি। টোকা দিয়েন।
২৭৮| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৪
রাজসোহান বলেছেন: @করবি আপনি ভিলিয়া গেলেও আমি মনে রাখিব
খোদা হাফেজ
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১১
ভাঙ্গন বলেছেন: হায় হায়.
কবিতাটা দারুন সুন্দয্য হৈঝে...