| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুজ
সব সময় ভালো থাকার চেষ্টা করি.....
আয়রে তোরা, আয়রে তোরা, আয়রে সবাই ছুটে।
মায়ের বুকে এখন নাকি, শান্তি নাই মোটে।
আয় দেখে যা, আয় দেখে যা, নেই কি রে তোরা কেউ ?
স্বাধীন দেশে হায়না গুলি করছে ঘেউ ঘেউ।
শান্তি নাকি কিনে নিয়েছে ঐ হায়নার দল,
ওদের গায়ে এখন নাকি হয়েছে অনেক বল।
নেই কিরে কেউ ? যারা ভয় করিসনা মরণ,
৭১ রের কথা কি তোদের হয়না কারো স্বরণ।
নেই কিরে কেউ যারা মায়ের শান্তি চাস ?
আর একবার, আয় সকলে এক কণ্ঠে বলি, ওদের করব এবার নাশ ।
আয়রে তোরা, আয়রে তোরা, আবার যুদ্ব হবে ।
যুদ্ব চলবে, যুদ্ব চলবে, যতদিন হায়না দেশে রবে।
”জয় বাংলা” ”জয় বাংলা” ”জয় বাংলা”
”জয় বাংলা” ”জয় বাংলা” ”জয় বাংলা”
©somewhere in net ltd.