নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ও আমার দেশের মাটি, তোমার পরে......

আমরা বাঙ্গালী, আমরা বাংলাদেশি, আমরা আমাদের এই দুই সত্তাকে নিয়ে গর্বিত।

রুজ

সব সময় ভালো থাকার চেষ্টা করি.....

রুজ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় যোগাযোগ মন্ত্রীর নিকট খোলা চিঠি, দৃষ্টি আকর্ষন ঢাকা-১৯ ""সাভার এবং আশুলিয়া"" এর সকল জনগনদের

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৯

মাননীয় যোগাযোগ মন্ত্রী আপনাকে আমরা ঢাকা-১৯ এর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, সম্মান ও শুভেচ্ছা জানাই।

আমরা অনেক ভাগ্যবান, এই জন্য যে ঢাকা-১৯ ""সাভার এবং আশুলিয়া"" এর ভেতর রয়েছে দুইটি মহাসড়ক, ঢাকা - আরিচা এবং ঢাকা - ই.পি.জেড.

এই দুইটি মহাসড়কের মাঝে সংযোগ স্থাপন করেছে দুইটি সড়ক।

আমরা আরও বেশি ভাগ্যবান, এই দুইটি সড়কের নাম ঢাকা-১৯ আসনের সাবেক এম.পি. এবং বর্তমান এম.পি. এই দুইজনের প্রয়াত বাবার নামে।

দেওয়ান ইদ্রিস সড়ক বিশমাইল- জিরাবো ৫.৫০ কি.মি.

এবং

আনোয়ার জং সড়ক সি.এম.বি. - আশুলিয়া ৭ কি.মি.

আমরা এই সড়ক দিয়ে দৈনিক আসা যাওয়া করে থাকি।

আপনার কাছে আমাদের অনুরোধ এই যে, দয়া করে আমাদের সাথে অন্তত একটা দিন এই দুই সড়কে আসা-যাওয়া করেবন।

সি.এম.বি. - আশুলিয়া - জিরাবো - বিশমাইল - সি.এম.বি.

খুব বেশি পথ না, মাত্র ১৯ কি.মি. বা এর কম।

ভয় পাবার কিছু নেই আপনাদেরকে লোকাল সার্ভিস এ যেতে বলছি না, আপনারা সরকার প্রদত্ত বিলাশ বহুল গাড়ি নিয়েই যাবেন। সবচাইতে ভালো হয় আপনাদের পারসনাল গাড়ি নিয়ে গেলে।

আপনাদের বলছি কারন, আমরা জানি যদি আমাদের এলাকায় আসেন আপনি একা আসবেন না।

আমাদের বিশ্বাস এই ১৯ কি.মি. পথ পাড়ি দেওয়ার পর আপনাদের শিশু কালের কথা মনে পরে যাবে......

এইখানে বাকিটুকু

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৩

খাই দাই বলেছেন: এখানে মন্তব্য করুন তাহলে তিনি জানবেন:

ওয়েবসাইট:
http://www.moc.gov.bd/feedback.php

ফেসবুক:
https://www.facebook.com/www.moc.gov.bd?fref=ts

২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪০

মেহেদী_বিএনসিসি বলেছেন: আমি ওই এলাকায় বহুদিন ছিলাম.......এমনকি আমি কলমা এলাকার ভোটার, যোগাযোগমন্ত্রীর ক্ষমতা নাই ওই রাস্তা ঠিক করার।
মুরাদ জং এর বাড়ির রাস্তাই ঠিক করার মুরোদ নাই.......তার পরেতো অন্য রাস্তা।
আর ওই রাস্তা দিয়া যেসব ভারী গাড়ি চলে......তাতে ওইসব রাস্তা হাইওয়ে কোয়ালিটির হলে অন্তত টিকে থাকতে পারতো..........দলীয় ঠিকাদারগো দিয়া বানানো রাস্তা কখোনোই ১সপ্তাহের বেশি টিকে থাকতে দেখিনি........। আর ওয়েট করেন......সমনে বর্ষাকাল আসতাছে..... :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.