নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ও আমার দেশের মাটি, তোমার পরে......

আমরা বাঙ্গালী, আমরা বাংলাদেশি, আমরা আমাদের এই দুই সত্তাকে নিয়ে গর্বিত।

রুজ

সব সময় ভালো থাকার চেষ্টা করি.....

রুজ › বিস্তারিত পোস্টঃ

মায়ের কাছে খোলা চিঠি

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭

বলত মা, তোমার সন্তানেরা এমন কেন ?

ওরা তোমার কথা কি একবারও মনে করেনা ?

শুনেছি যে অনেক বছর আগে নাকি তোমার সন্তানেরা স্বাধীনতা নামক কিছু একটা নিয়ে এসেছিল, সেটা কেমন ধরা যায় না অনুভব করা যায়, খুব জানতে মন চায় !

ও মা,

আমায় বলনা, কেন এত বৈসম্য তোমার আদরের সন্তানদের মাঝে?

ওরা অর্থের লিপ্সায় আপনকে বিনিয়োগ করেছে, বিনিয়োগ করেছে আপন বিবেককে।

মাগো,

ওদের জন্য আজ আমাদের অনাহারে থাকতে হয়।

ব্যহত হচ্ছে তোমার কিছু অল্প বয়স্ক সন্তানদের বিদ্বা অর্জনের অক্লান্ত শ্রেষ্ঠা।

ব্যহত হচ্ছে তোমাকে সামনে এগিয়ে নেওয়ার অক্লান্ত শ্রেষ্ঠা।

বলত মা ওরা এত সহিংস কেন ? কিসের জন্য ওরা লাল রং নিয়ে খেলায় এত বেশি লিপ্ত?

জীবন তো বিধাতার এক অমূল্য দান, ঠিক যেমনটা তুমি।

ওরা আজ অর্থের জন্য, ক্ষমতা পাবার লোভে যুদ্বে লিপ্ত।

মাগো, বিধাতাকে বলনা ওদের যেন আবার মানবতা দান করেন।

ওদের জন্য আজ হাহাকার করছে লাখ হৃদয়।

মাগো,

তোমার কমল মমতায় ওদের আবার শিক্ষা দান কর।

তোমার কমল মমতায় ওদের বিবেককে আবার জাগ্রত করে দাও।



--------------------ইতি তোমার এক সন্তান



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.