নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ও আমার দেশের মাটি, তোমার পরে......

আমরা বাঙ্গালী, আমরা বাংলাদেশি, আমরা আমাদের এই দুই সত্তাকে নিয়ে গর্বিত।

রুজ

সব সময় ভালো থাকার চেষ্টা করি.....

রুজ › বিস্তারিত পোস্টঃ

১৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ খাব না

১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২

ইলিশ আমাদের রুপালী ইলিশ



আমাদের দেশের বিশাল এক সম্পদ...



এই সম্পদের উন্নতি বা অবনতি সব আমাদের হাতে!!

আমাদের সম্পদ আমরাই রক্ষা করব.... আমাদের দেশকে আমরাই সামনে এগিয়ে নিয়ে যাব।

সাধারণত প্রতিবছর আশ্বিনী পূর্ণিমার জোয়ারে ইলিশ ডিম ছাড়ে।এ সময় ইলিশের ভরা প্রজনন মৌসুম থাকে। তাই এ বছর আশ্বিনী পূর্ণিমায় ইলিশের ভরা প্রজনন মৌসুম ১৩ থেকে ২৩ অক্টোবর।

‘প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ কর্মসূচি’ বাস্তবায়নে নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আসুন আমরা সবাই ১৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ কেনা, বেচা এবং খাওয়া থেকে বিরত থাকি।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: ঠিক ।

২| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০

সুকান্ত কুমার সাহা বলেছেন: ঠিক !!!

৩| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম ..

৪| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

মোহাম্মদ জাকারিয়া বলেছেন: ১৩-২৫ খাইলেই কি আর না খাইলেই কি। এই ১২ তারিখ পর্যন্ত কয়দিনে সস্তা পাইয়া আমরা সবাই যেই হারে ডিমওয়ালা ইলিশ বাজার থাইক্যা কিইন্যা খাইছি তাতে মনে হয় নদীতে আর ডিম পাড়ার মত মাছই নাই যারা ১৩-২৫ তারিখ পর্যন্ত ডিম পাড়ব।

আমি খাইছি, আপনে খাইছেন, বেবাকতে খাইছে! বেলায় বেলায় খাইছে! জীবনে অনেকেই ১কেজি+ সাইজের ইলিশ মাছ খায় নাই। কিন্তু এই বার খাইছে মাত্র ৫-৬ টাকায়। পেট ভর্তি ডিম, সেই ডিম আলু দিয়া ভাজি কি মজা!

তাই ১৩-২৫ পর্যন্ত বন্ধ থাকলে আর লাভ কিছু হবে কিনা একমাত্র আল্লাহ্ ই জানে। আমার মনে হয় শুরুটা ১৩ না হয়ে আর এক সপ্তাহ আগে হলে ভাল হতো, তাতে এই ১ সপ্তাহে অনেক ডিমওয়ালা মাছ বাঁচত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.