নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ও আমার দেশের মাটি, তোমার পরে......

আমরা বাঙ্গালী, আমরা বাংলাদেশি, আমরা আমাদের এই দুই সত্তাকে নিয়ে গর্বিত।

রুজ

সব সময় ভালো থাকার চেষ্টা করি.....

রুজ › বিস্তারিত পোস্টঃ

দয়াকরে সাধারন মানুষদের নিয়ে হানাহানির রাজনীতি করবেন না...

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

আমরা বাঙ্গলী, আমরা বাংলাদেশি, আমরা আমাদের এই দুই সত্তাকে নিয়ে গর্বিত। আমরা শান্তি প্রিয়, সাধারন জীবনযাপন আমাদের নেশা। সাধারন জীবনযাপনে সমস্যা হয়, এমন কোন কিছুই আমরা কোন দল বা গোষ্ঠির নিকট হতে প্রত্যাশা করিনা।

শান্তিপ্রিয় বাঙ্গলী ও বাংলাদেশি হিসেবে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের কাছে আমাদের অনুরোধ, এমন কোন গনতান্ত্রিক আন্দোলন, অবরোধ বা হরতালের মত কর্মসুচি দেবেন না, যা সাধারন মানুষের মৌলিক অধিকারকে ক্ষুন্ন করে।

দয়াকরে আপনারা সাধারন জনগন নিয়ে হানাহানির রাজনীতি করবেন না।

আমাদের বিশ্বাস আপনারা প্রধান দুই রাজনৈতিক দল, আমাদের সাধারন জনগনের ক্ষমতা সম্পর্কে অবগত আছেন।

আমাদেরকে নিয়ে আর কত খেলবেন ?

দয়াকরে আমাদের নিয়ে আর রক্তের খেলা খেলবেন না।

আমরা শান্তি চাই।

যদি আমাদের শান্তি/সাধারন জীবনযাপন নিশ্চিত না করতে পারেন তাহলে কিসের ক্ষমতা চান আপনারা ? দয়াকরে অবসরে যান।

নতুনদের সুযোগ দিন এবং তাদেরকে উৎসাহ দিন, সহায়তা করুন নতুনদের, নতুনরা জয় করবেই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

প্রভাষ প্রদৌত বলেছেন: এখন হইল কলিকাল
গোলাপী দেয় হরতাল
নয় তো সে হরতাল

আসলে তা ভয়তাল ।

নেত্রী মোদের পাকিস্তানী
মাথায় তার শয়তানী ।

নেত্রী মোদের আপোষহীন
মানুষ মারে প্রতিদিন ।

নেত্রী মোদের এইটপাশ
করছে দেশের সর্বনাশ ।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৮

রুজ বলেছেন: গোলাপী দেয় হরতাল..মানুষ মারে প্রতিদিন ।
................................
দেশটা আমাদের..... আমাদেরকেই প্রতিবাদ এবং প্রতিহত করতে হবে...
ধন্যবাদ (প্রভাষ)

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

মো কবির বলেছেন: ক্ষমতার লোভ কি লোভীরা ছাড়তে পারে, সোজা কথায় এদেরকে টলাতে চেষ্টা করলে কোন কাজই আসবে না, এর জন্য শুধু প্রয়োজন আমাদের ঐক্যমত্য।
পারলে আমার এই পোষ্টটি পড়বেন,

আর মন্তব্য জানাবেন।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২০

রুজ বলেছেন: শুধু প্রয়োজন আমাদের ঐক্যমত্য...

আয়রে তোরা, আয়রে তোরা, আয়রে সবাই ছুটে।
মায়ের বুকে এখন নাকি, শান্তি নাই মোটে।
আয় দেখে যা, আয় দেখে যা, নেই কি রে তোরা কেউ ?
স্বাধীন দেশে হায়না গুলি করছে ঘেউ ঘেউ।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪

রুজ বলেছেন: চলুন না আর এক বার... নতুন আলোর সন্ধানে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.