নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ও আমার দেশের মাটি, তোমার পরে......

আমরা বাঙ্গালী, আমরা বাংলাদেশি, আমরা আমাদের এই দুই সত্তাকে নিয়ে গর্বিত।

রুজ

সব সময় ভালো থাকার চেষ্টা করি.....

রুজ › বিস্তারিত পোস্টঃ

তরুণ প্রজন্মের বানী

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

বাংলাদেশটা আমাদের।

১টি নয়, ২টি নয়...৪৪ বৎসর চলে গেছে... হায় স্বাধীন বাংলাদেশ!!

আমরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি। দয়াকরে ভুলে যাবেন না, সেই রোজগারের অংশ দিয়ে আপনারা দেশ পরিচালনা করেন। আপনারা আজ আমাদের অচলাবস্থা তৈরি করেছন, আর আপনারা নিজেরা আরাম আয়েশ করছেন।

আজ আপনারা রেষারেষি করে আমাদের রোজগারের পথ পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন।

কি দোষ আমাদের? আপনারা তো আমাদের গোলাম, আমাদের দেয়া অর্থে আপনারা জীবিকা নির্বাহ করেন।

কি এমন আছে ক্ষমতায় ? যে ক্ষমতা ছারা যাবে না অথবা ক্ষমতায় আসতেই হবে!!

আপনারা কি ভাবছেন আমরা কিছু বুঝিনা...!!!

আপনারা সে যুগের/আমলের!! দয়া করে ভুলে যাবেন না, আমরা আধুনিক যুগের তরুণ প্রজন্ম। দয়া করে এটাও ভুলে যাবেন না, আমাদের সমর্থন ছারা আপনারা বিলুপ্ত হয়ে যাবেন।

দেশ প্রেম করেন না দেশ ধর্ষন করেন....?

এখনও সময় আছে নিজেদেরকে সংশোধন করেন তা না হলে তরুণ প্রজন্ম আপনাদের পালানোর পথ দেবে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৬

আহমেদ জী এস বলেছেন: রুজ ,



আমরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি। দয়াকরে ভুলে যাবেন না, সেই রোজগারের অংশ দিয়ে আপনারা দেশ পরিচালনা করেন।
বড় ভালো লাগলো তরুণ প্রজন্মের্‌ এই বোধদয় ।

আপনার বক্তব্যের প্রসারিত অংশটুকু এখানে দেখতে পারেন ইচ্ছে হলে -

ভোট : ইফ দ্য কান্ট্রি ইজ দ্য আনসার, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন ?
১৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪৯ |
http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/29695606

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.