নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ও আমার দেশের মাটি, তোমার পরে......

আমরা বাঙ্গালী, আমরা বাংলাদেশি, আমরা আমাদের এই দুই সত্তাকে নিয়ে গর্বিত।

রুজ

সব সময় ভালো থাকার চেষ্টা করি.....

রুজ › বিস্তারিত পোস্টঃ

আঁধারের জীবন

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

আঁধার তুমি বড্ড বেহায়া!
দেখতে দাও না কিছু।
কত আর হাঁটব বলত,
এক সময়ের পিছু!

আঁধার তুমি বড্ড বেহায়া!
দেখতে দাও না,
প্রকৃতির নয়নভুলানো রং।
দেখতে দাও না,
ছয় ঋতুর সে মন মাতানো ঢং!

আঁধার তুমি একটু বেশিই বেহায়া!
সব কিছুই কেবল কালো, কালো আর কালো!

সুবাসে বুঝতে পারি,
এসেছে ঋতুরাজ।
অনুভবে তার কাছে যাব,
আমার এইতো একটা কাজ।

নানান ফুলের সৌরভ আসছে ভেসে,
জানিনা কোন নামটা কার!
আমার ও তো ছুঁয়ে দেখতে,
ইচ্ছে করে বার বার।

আঁধার তুমি বড্ড বেহায়া!
দেবে কি তুমি আমায় একটু আলো?
দেখ প্রকৃতি কতই না ভালো।
তাকে না দেখে ও যায় জানা!
আমি তো জন্ম কানা!

শুনেছি আকাশ নাকি অনেক বিশাল,
ভাসে মেঘের ভেলা!
কবে আমি দেখব বলত?
সেই মন মাতানো খেলা!

মেঘের আছে অনেক রং,
কালো, সাদা, হলুদ, লাল।
কালো আমার অনেক প্রিয়,
কেমন দেখতে লাল?
আহা কতই না অপরূপ,
সেই না মেঘের পাল!

রাতের আকাশ অনেক সুন্দর,
তারা জ্বল মল করে!
দেখে ও নাকি শেষ হয়না,
দুই নয়ন ভরে।

দাও না অন্ধকার কে একটুখানি সরিয়ে
দেখব আমি রঙ্গের খেলা,
দিক-বিদিক্‌ চরিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.