![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুয়েটিয়ান , ভোজনরসিক , মুভিখোর , ভ্রমণপিপাসু , আস্তিক ব্লগার । http://www.facebook.com/asif.movie.pagla বরাবর নিচে অনুসরণ করুন লেখাটার উপর ক্লিক করলে একটা ম্যাজিক দেখাবো ;)
আজকে এক ব্লগার ভাইয়ের এক কমেন্টের জবাব দিতে গিয়ে মনে হল ব্লগে উচ্চশিক্ষাবিষয়ক অনেক ভাল ভাল পোস্ট রয়েছে কিন্তু অগোছালোভাবে । রাগিব ভাই, মেঘলা মানুষ , কুম্ভকর্ণ , পরিবেশবাদী ঈগলপাখি এবং আরও অনেকেরই অনেক ভাল লেখা আছে । তাই জিআরই, টোফেল , আইএলটিএস, সিভি বানানো, এসওপি লেখা, ভার্সিটি চ্যুজ করা, বিয়েশে যাপিত জীবন এবং এই বিষয়ক সকল পোস্ট একত্র করার ক্ষুদ্র প্রয়াস নিয়েছি ।
আপনাদের প্রিয়তে পড়াশোনাবিষয়ক কি কি পোস্ট আছে কিংবা অণ্য কোথায় আর ভাল কি পোস্ট পড়েছেন তা শেয়ার করে এই পোস্টটা সমৃদ্ধ করার উদাত্ত আহবান জানাচ্ছি । যেকোন পোস্ট , যেকোন দরকারী লিংক দিতে পারেন হোক সামহোয়্যারইন কিংবা সচলায়তন বা অন্য যেকোন সাইট ।
এই বিষয়ক রাগিব হাসান এর লেখা পোস্ট :
যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - ফান্ডিং এর সোনার হরিণ
যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস
যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা -- আবেদন প্রক্রিয়ার কিছু তথ্য
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা - পিএইচডি নাকি মাস্টার্স
মেঘলা মানুষ এর
বিদেশে উচ্চশিক্ষা: অভিজ্ঞতা থেকে কিছু কথা (পর্ব-১)
বিদেশে উচ্চশিক্ষা: জিআরই(GRE) B:-) (পর্ব-২)
বিদেশে উচ্চশিক্ষা: GRE নিয়ে আরেকটু টুকটাক টিপস B:-) (পর্ব-৩)
তানজীর এর
কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য
কুম্ভকর্ণ এর
যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)।
যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)।
কালীদাস এর
একটা ভাল থিসিসের কমন টিপস/পয়েন্টগুলো!
অপ্রয়োজন এর
থিসিস/পেপারের ফরম্যাটিং - পেপার লেখার সময় যেসব বিষয় গুলো গুরুত্বপূর্ন
মিনহাজ আল হেলাল এর
ফিনল্যান্ডে পড়াশুনা: ভর্তি প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য (অটাম ২০১১ সেমিস্টারে আবেদনের সময়সীমা ৩ জানুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারী)
তৃথা এর
অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা আবেদন পদ্ধতি-১
অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা আবেদন পদ্ধতি-(শেষ)
জাফর সািদক রুমী এর
জিআরই (GRE) ছবি অভিধান (IELTS , TOEFL এর জন্যও কার্যকর)
ফাজিল এর
রোড টু স্কলারশিপ - ১
বিলাস আহমেদ খাঁন এর
Inha University তে স্কলারশীপ নিয়ে ভর্তি (Spring Semester in 2011)
সাইকোসোশ্যাল এর
বিদেশে (বিশষত যুক্তরাস্ট্রে) পোস্ট গ্রাজুয়েট লেভেল এ্যাডমিশন
বিডি গ্লাডিওটোর এর
GMAT / IELTS / SAT / CAT / TOEFL / GRE / MBA কিছু বই এর ডাউনলোড লিঙ্ক
পরিবেশবাদী ঈগলপাখি এর
GRE বিষয়ক যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড আপডেট +নৈতিক দায়িত্ব হিসেবে কিছু টিপস
রাগ ইমন এর
বিদেশী বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চশিক্ষা, বৃত্তি/স্কলারশীপ এবং (প্রস্তুতি পর্ব)
আওরঙ্গজেব এর
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষাঃ তথ্য ও অভিজ্ঞতা
ডিস্কো বান্দর এর
যারা আগস্ট এর আগে GRE দিচ্ছেন তাদের জন্য ড: রাজুর ম্যাথ চোথার একসাথে পিডিএফ ফাইল করেছি! ডিসকো বান্দর এর জনসেবা!
থার্ডআই এর
বিলেতে উচ্চ শিক্ষা : স্বপ্ন আর বাস্তবতা !
ক্লান্ত পথিক ০০০ এর
GRE পরীক্ষা প্রস্তুতি- ০১
GRE পরীক্ষা প্রস্তুতি- ০২
GRE পরীক্ষা প্রস্তুতি- ০৩
ওয়াচ ক্যাট এর
স্কলারশীপ অ্যাসে বা পার্সনাল ষ্টেটম্যান্ট রাইটিং: ল্যাট ইউর ওয়ার্ডস স্পীক! (আতলামি পোষ্ট)
কুটিমুটি এর
ফিনল্যান্ডে উচ্চশিক্ষার ব্যাপারে কিছু তথ্য
এবং আসিফ মুভি পাগলা এর
নতুন GREর আদ্যোপান্ত
আপাতত এইটুকুই থাক । পোস্টটি এখনো খসড়া অবস্থায় আছে । আরও কিছু লিংক সংযোজন করা হবে । সচলের কিছু ভাল লেখার লিংক ও কিছু প্রয়োজনীয় সাইটের লিংক যোগ করার ইচ্ছা আছে । এর বাইরে যেকারো লেখা যেকোন ভাল লেখার লিংক ও প্রয়োজনীয় সাইটের লিংক যেমন হ্যাপী স্কুল ব্লগ জাতীয় লিংক কমেন্টের মাধ্যমে জানিয়ে পোস্টটি সমৃদ্ধ করার আহবান জানাচ্ছি ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১১
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ । সম্ভব হলে লিংক দিয়ে সহায়তা করুন । কৃতজ্ঞ থাকব ।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৭
চিন্তামুনি বলেছেন: priote +++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১২
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ । সম্ভব হলে লিংক দিয়ে সহায়তা করুন । কৃতজ্ঞ থাকব ।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৯
আমি ছড়াকার বলেছেন: পাগলারে পিলাচ
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১২
আসিফ মুভি পাগলা বলেছেন: পিলাচ পাইয়া পাগলা সুস্থ হয়ে যাচ্ছিল প্রায়
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৩
ওয়াচ ক্যাট বলেছেন: স্কলাশীপ অ্যাসে রাইটিং এর জন্য এটাও দেখতে পারেন
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৬
আসিফ মুভি পাগলা বলেছেন: এরকম সাহায্যই চাচ্ছিলাম । লিংকের জন্য ধন্যবাদ । রাতে সংযুক্ত করে দিব ।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৬
গুরুত্বহীন বলেছেন: while (true)
plus++;
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৯
আসিফ মুভি পাগলা বলেছেন: #include
void main() {
printf(""পেলাচ গ্রহণ করা হইল"");
}
কুড লিকতে ভূল হৈতারে । প্র্যাকটিচ নাই
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২১
চন্দ্রগ্রহণ বলেছেন: অনেক ধন্যবাদ
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৩
আসিফ মুভি পাগলা বলেছেন: আরও লিংক চাই ।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৩
পয়গম্বর বলেছেন: প্রিয়তে চাপ দিয়া ফেলাইছি কইলাম
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৪
আসিফ মুভি পাগলা বলেছেন: সরলমনে বিশ্বাস করলাম
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৯
মাহবু১৫৪ বলেছেন: যদিও প্রায় সব পোস্ট প্রিয়তে আছে ছড়িয়ে ছিটিয়ে তাই একসাথে যেহেতু পাইলাম এখন সে কারনেই এই পোস্ট সরাসরি প্রিয়তে নিয়ে নিলাম ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৬
আসিফ মুভি পাগলা বলেছেন: আমিও নিজের সুবিধার জন্যই সবগুলা লিংক একসাথে করলাম । ভবিষ্যতে কাজে লাগবে । আমারও, আপনাদেরও ।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৮
অ নু বলেছেন: প্রিয়তে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৭
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ অনু । সময় করে সবগুলোই পড়ার চেষ্টা করবেন ।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৫
কবি রাজ বলেছেন: অ্যাজ ইউজুয়াল ভালো পোস্ট...
ক্যারি অন,ছুট ভাই...
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৩
আসিফ মুভি পাগলা বলেছেন: কবি রাজ দা । আপনার মত লিখতে পারলে ধন্য হয়ে যাইতাম ।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১১
uknowwho বলেছেন: অছাম মাম্মা......পুরাই চুম্মা পোস্ট হইসেরে......
পেলাচ টেলাচ না শুধুই চুম্মা......
:-*
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৫
আসিফ মুভি পাগলা বলেছেন: তোর রুমের পুলাগুলান তোরে নষ্ট কৈরালাইসে যারে পাস তারেই চুম্মা দিতে চাস
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১২
Neelpoddo বলেছেন: যারা আগস্ট এর আগে GRE দিচ্ছেন তাদের জন্য ড: রাজুর ম্যাথ চোথার একসাথে পিডিএফ ফাইল করেছি! ডিসকো বান্দর এর জনসেবা!
নতুন GREর আদ্যোপান্ত
উপরের পোস্টখানা খুবই ভালা পাই।ইহা যিনি লিখিয়াছেন তাহারে ধইন্যা।এই পোস্টখানা লিস্টিতে না দেখিয়া খুবি হতাশ হইলাম।তাই আমি নিজেই লিঙ্কুখানা দিয়া লজ্জা থেকে বাচাইয়্যা গেলাম। ;-)
GRE পরীক্ষা প্রস্তুতি- ০১
GMAT / IELTS / SAT / CAT / TOEFL / GRE / MBA কিছু বই এর ডাউনলোড লিঙ্ক
বিলেতে উচ্চ শিক্ষা : স্বপ্ন আর বাস্তবতা !
এবং সবশেষে এই পোস্টখানা।ইহা না থাকিলে পূর্নতা পাইবেনা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৬
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনের জন্য
আমি তক্কে তক্কে ছিলাম দেখার জন্য কে আমার পুস্টুখানার কথা আগে কয় । আপনিই ফার্স্ট ।
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৩
জয় সরকার বলেছেন: সরাসরি শোকেসস্থ করা হইল।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০১
আসিফ মুভি পাগলা বলেছেন: মাঝে মধ্য পাঠও করা হউক ।
১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৭
কালকুট বলেছেন: প্রিয়তে এবং প্লাস +++++++++++++++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২২
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ।
১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৪
হাসিনুল ইসলাম বলেছেন: আমি যদিও এ স্তর পেরিয়ে এসেছি, তবুও অনেক ধন্যবাদ।
আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে প্রতি মাসেই ভাল কিছ স্কলারশিপের খবর থাকে এই লিংকে ।
লিংকে সমস্যা হলে সরাসরি http://www.moedu.gov.bd-এ গিয়ে দেখতে পারেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫১
আসিফ মুভি পাগলা বলেছেন: লিংকটা কাজ করছে না । তাই পরে অ্যাড করব । আপাতত অ্যাড করলাম না ।
১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৬
জিসান শা ইকরাম বলেছেন:
খুব দরকারী একটা পোষ্ট। ++++++++ আনলিমিটেড
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৪
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ চাচ্চু । সামুতে একটা আইডিয়া ব্যাংক খোলা দরকার । আইডিয়া ফুরায়ে গেল প্রায় ।
১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৫
সাকিন উল আলম ইভান বলেছেন: হয় নাইক্কা............
#include
int main()
{
int n;
for(int i = 0;i
printf("+");
}
return 0;
}
এই লন ইনফিনিটি পিলাচ...................
সাথে সোজা প্রিয়তে.............
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০২
আসিফ মুভি পাগলা বলেছেন: সামুতে আর জীবনে প্রোগ্রামিং করুম না । হেডার ফাইল অ্যাড না করতে পারলে আমার সিস্টেমই ক্র্যাশ করব ।
১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫১
অনিক আহসান বলেছেন: কি খাইবেন ভাই ..খালি বলেন..
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০৩
আসিফ মুভি পাগলা বলেছেন: গুগল মামার ফডু খামু না । ৪ টাকার চা খাওয়াইলেও খুশী । বাট আই ওয়ান্ট সামথিং রিয়েল ।
১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫২
সাকিন উল আলম ইভান বলেছেন: ভাই আগের টায় ফুল কোড লিখার পর দেখি আহে নাই
কিন্তু প্রিয়তে ঠিক ই নিসি..........
এরকম ার একটা লিখা..........।ফিনল্যান্ডে উচ্চশিক্ষার ব্যাপারে কিছু তথ্য
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১০
আসিফ মুভি পাগলা বলেছেন: পোস্টটা অ্যাড করে দিলাম ।
২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৯
বাল্যবন্ধু বলেছেন: প্রয়োজনীয় পোষ্ট। প্রিয়তে নিলাম।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১১
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ ।
২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩১
নষ্টছেলে বলেছেন: আসিফ পাগলা চ্রম পোস্ট
প্রিয়তে যাচ্ছে এটা তো বলার অপেক্ষা রাখে না
অনেক কষ্ট করলি
যা যেদিন তোর সাথে দেখা সেদিন তোরে মানিকের চা খাওয়াবো
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১২
আসিফ মুভি পাগলা বলেছেন: কবে খাওয়াবেন কন । আমি মোটামুটি ফ্রিই থাকি । খাওনের মিস নাই কিন্তু
২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৫
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: প্রিয়তে নিলাম
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১২
আসিফ মুভি পাগলা বলেছেন: ব দ্বীপের রাজকুমারকে ধন্যবাদ ।
২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২৮
যৈবন দা বলেছেন: বুইজালাইলাম যে তুই গ্রে দিতে লুঙ্গি কাছা মাইরা নামচস !
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১৩
আসিফ মুভি পাগলা বলেছেন: তুই আমার মানসম্মান আর রাখলি না । এইসব পোস্টের সাথে পড়াশোনার কুনোই সম্পর্ক নাই । শুধুই হিট বাড়ানোর চেষ্টা :#>
২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০৭
মিথিলা সায়মা বলেছেন: পুস্ট টারে খুব.ব.ব.ই ভালা পাইলাম
আনলিমিটেড + + +
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১৪
আসিফ মুভি পাগলা বলেছেন:
নিউটনের তৃতীয় অনুসারে যারা আমার পুস্ট বালা পায় আমিও তাদের পুস্ট বালা পাই ।
২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:২৩
আর.এইচ.সুমন বলেছেন: মেট তুমি একখান কামের মত কাম করচো.....
তোমার নামে ১ ছটাক ধইনাপাতা অর্ডার দিচি
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫৮
আসিফ মুভি পাগলা বলেছেন: অর্ডার কিন্তু অহনো পৌছায় নাই । ধইন্যাপাতা যেন আবার মিসিং না হয় । খেয়াল কৈরা
২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫৭
কামরুল হাসান শািহ বলেছেন: পাগলারে পাগলা +++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫৯
আসিফ মুভি পাগলা বলেছেন:
আপনার পেলাচটা বড়ই মধুর । শুভকামনা ।
২৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৩৩
রাজসোহান বলেছেন: চলছে ব্লগিং ধুমায়া
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪৪
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনারাই গুরু
২৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০১
পি পি বলেছেন: মুভি পাগলা ভাইরে ধইন্যা দিলাম।
পোস্টে পিলাচ +++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২৪
আসিফ মুভি পাগলা বলেছেন: পি পি দিয়ে কি হয়?? ডাবল পেলাচ
২৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১০
রাষ্ট্রপ্রধান বলেছেন: ভালু
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪০
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনার জন্য ব্যারিস্টারি কিংবা আইনকানুন বিষয়ক কোন পোস্ট পাইলে অ্যাড করে দিমুনে
৩০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৭
মাহী ফ্লোরা বলেছেন: কিছু খাওন দেন।পুষ্ট পইড়া ভুখ লাগসে....
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৯
আসিফ মুভি পাগলা বলেছেন: এইকরম কাঠখোট্টা পোস্ট পৈরা ভুক লাগাই স্বাভাবিক । খাওন চাইলে বাইছা নেন ফ্লোরাপু কুনটা খাইবেন
৩১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১২
ফাইরুজ বলেছেন: খুব দরাকারী পোস্ট
+++++++++++++++্
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪১
আসিফ মুভি পাগলা বলেছেন: উপরের খাওয়াদাওয়াও দরকারী । সময় থাকতে ভাগ বসান । পরে পাবেন না ।
৩২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৩
কূপমন্ডুক বলেছেন: জিসান শা ইকরাম বলেছেন:
খুব দরকারী একটা পোষ্ট। ++++++++ আনলিমিটেড
কাক্কু কি বিদেশ যাইতে চান পড়ালেখার জন্য...
আসিফ্যা ব্লগেও আতলামি শুরু করলি?? এই রকম পুষ্ট দিয়ে আমার প্রিয় তালিকা যেভাবে বাড়িয়ে দিচ্ছস তাতে তো যখন লাগবে তখন তালিকা থেকে খুজঁতে গুগল মামার কাছে যাইতে হবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২২
আসিফ মুভি পাগলা বলেছেন:
পামপট্টিমূলক কমেন্ট বালা পাই
৩৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৫
পারাবত বলেছেন: সোজা প্রিয়তে
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৭
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ ।
৩৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৬
পটল বলেছেন: ভালো লাগলো । প্রিয়তে নিলামে উঠালাম।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৮
আসিফ মুভি পাগলা বলেছেন: প্রিয়তে উঠালেন নাকি নিলামে উঠালেন
৩৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪২
অদীত বলেছেন: কেউ কি হেল্পাবেন?আমি এ পোস্টটা প্রিয়তে নিতে পারছি না।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৪
আসিফ মুভি পাগলা বলেছেন: পোস্টটা পুরোপুরি লোড হতে দিন । তারপর হলুদ রঙের তারকা চিহ্নিত বাটনে ক্লিক করুন । পোস্ট সম্পূর্ণ লোড না হলে হলুদ বাটনটা নাও দেখাতে পারে ।
আশাকরি সমস্যার সমাধান হয়েছে । ধন্যবাদ ।
৩৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৬
অদীত বলেছেন: জ্বী ভাই হয়েছে।ধইনা পাতা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৪
আসিফ মুভি পাগলা বলেছেন:
৩৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫১
কাউসার রুশো বলেছেন: কোন দিন কোন কাজে লেগে যায় তাই প্রিয়তে রাখলাম
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫১
আসিফ মুভি পাগলা বলেছেন: প্রিয় ব্লগার কোন পোস্ট প্রিয়তে নিলে খুব ভাল লাগে । অনেক ধন্যবাদ রুশো ভাই ।
৩৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৪
কবির চৌধুরী বলেছেন: অনেকের উপকারে আসবে। গ্রেট জব ম্যান!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫২
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ কবির ভাই । আপনাদের অনুপ্রেরণাই আমাদের পথচলা
৩৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৯
সপ্নবাজ_আমি বলেছেন: ভাই বিদেশে কামলা খাটতে যাওয়ার উপর কি কোনো পোস্ট নাই ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৪
আসিফ মুভি পাগলা বলেছেন:
ওই বিষয়ে তেমন কিছু জানিনা রে ভাই ।
৪০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৪৭
জাহাজী পোলা বলেছেন:
ভচ, আপাতত আমার কুনু কামে লাগপ না এই পুষ্ট, তয় জন স্বার্থে প্রিয়তে নিলাম ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:১৬
আসিফ মুভি পাগলা বলেছেন: জাহাজী ভাই অতি মহান । আপনি একটা পুস্টু প্রিয়তে নিলে আমার হিট কাউন্টারে গতি আসপে
৪১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪৫
উরা-ধুর০০৭ বলেছেন: ডাইরেক্ট প্রিয়তে.......
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৭
আসিফ মুভি পাগলা বলেছেন: ধইন্যা
৪২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪৮
বিজ্ঞান বলেছেন: আপনারে মাইনাচ.............-------------------------- পোষ্ট টা ৩ বছর আগে দিতারেনি ........
প্রিয়তে রাখলুম ......যাতে মাইয়া মানুষগো দেওন যায় ভবিষ্যাতে
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৭
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনার বুদ্ধির তারিফ করতে অয়
৪৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:৫৮
শরীফ উদ্দীন বলেছেন: সরাসরি প্রিয়তে.......ভবিষ্যতে আশা করি কামে লাগবো.......।
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫২
আসিফ মুভি পাগলা বলেছেন: আজ হোক কাল হোক । কামে লাগলেই হল
৪৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫১
আইইউটিয়ান বলেছেন: ফেভারিটে রাখলাম। ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৩
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ আইইউটিয়ান
৪৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৪
পুশকিন বলেছেন: +++++++++++++++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:২১
আসিফ মুভি পাগলা বলেছেন: অনেক ধন্যবাদ পুশকিন ভাই । কোরিয়ান মুভি কেমন চলছে?
৪৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১২
দুর্নীতিবাজ বলেছেন: কাজের পোস্ট
পিলাচ +++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৮
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ দুর্নীতিবাজ ।
৪৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৭
নাফিজ আমিন বলেছেন: এই পোস্টের কমেন্টগুলা আশা করি কাজে লাগবে......
বরাবর, সামুর গুরুরা।। বিষয়: উচ্চশিক্ষার বিষয়ে সাহায্য চাহিয়া আবেদন
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৫
আসিফ মুভি পাগলা বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ ।
৪৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০১
আমি তুমি আমরা বলেছেন: কাজের পোস্ট। প্লাস এবং প্রিয়তে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১১
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা
৪৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৬
এ.এ.এম বিপ্লব বলেছেন: আকাইম্মা পোষ্ট মনে হইতাসে........ সপ্নে সপ্নে রাইত শেষ....... এবার আবার শুরু হইবো দিবাসপ্ন .........আফসোস পোলাপাইন!!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১৫
আসিফ মুভি পাগলা বলেছেন:
৫০| ০১ লা মার্চ, ২০১১ ভোর ৪:২৭
ম,ন,রেজা বলেছেন: আমি প্রিয় তে নিতে পারছিনা কেনো?
০১ লা মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৯
আসিফ মুভি পাগলা বলেছেন: পোস্ট পুরোটা লোড হতে দিন । আশাকরি কাজ হবে ।
৫১| ০১ লা মার্চ, ২০১১ ভোর ৫:৩৪
মাহবুবুল আজাদ বলেছেন: আমার একটা পোষ্ট আছে অষ্ট্রিয়ায় উচ্চ শিক্ষার সম্পর্কে।ফেব্রুয়ারী ২০১০ এ চাইলে এড করতে পারেন।
০১ লা মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৩
আসিফ মুভি পাগলা বলেছেন: পোস্টের লিংক দিয়ে যান । সংযুক্ত করে দিবো ।
৫২| ১০ ই মার্চ, ২০১১ রাত ৩:১৮
শাববির বলেছেন: এরকম পোষ্ট আমি ওনেক দিন ধরে খোজি।আজ পাইলাম। আমি মিশরে উচ্চ শিক্ষার সম্পর্কে লিখতে চাইচিলাম কিন্তু পরে ভেবে দেখলাম এর কোন দরকার নাই।
সব পোস্ট জমা করার জন্য ওনেক ধন্যবাদ।
১৭ ই মার্চ, ২০১১ রাত ৮:৫৭
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ শাববির ।
৫৩| ২৫ শে মার্চ, ২০১১ রাত ২:০৭
ভীরু বলেছেন: ভালো লাগল , ধন্যবাদ
২২ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৫৩
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ ।
৫৪| ১১ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪৫
প্যারাফিন বলেছেন: বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সকল পোস্ট একত্র করার চেষ্টা ............
ভাল লাগল ধন্যবাদ।
২২ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৫৬
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ
৫৫| ১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৯
স্মৃতিবিলাস বলেছেন: কমেন্টগুলা বেশি প্রিয়।
২২ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৫৮
আসিফ মুভি পাগলা বলেছেন:
৫৬| ২৪ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২৭
ফলে পরিচয় বলেছেন: মহান উদ্যোগ। ভালো লাগলো।
২৮ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৫৪
আসিফ মুভি পাগলা বলেছেন: ক্ষুদ্র উদ্যোগ । উপকারে আসলে খুশী হবো ।
৫৭| ৩০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৩৭
ইঞ্জিঃ সাইফুল বলেছেন: বেশ ভালো লাগল , ধন্যবাদ ..........
১১ ই জুন, ২০১১ রাত ৯:৩৮
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ সাইফুল ।
৫৮| ১১ ই মে, ২০১১ রাত ১০:০৩
ড্যাফোডিল বলেছেন: জটিল পোষ্ট......অনেক ধন্যবাদ।
১১ ই জুন, ২০১১ রাত ১০:৩১
আসিফ মুভি পাগলা বলেছেন: পোস্টটা তো সরলই ছিল
ধন্যবাদের জন্য ধন্যবাদ।
৫৯| ১৮ ই জুন, ২০১১ সকাল ১০:৪৫
হানী বলেছেন: সরাসরি প্রিয়তে ।
১৩ ই আগস্ট, ২০১১ রাত ৯:২৬
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ ।
৬০| ১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৩৭
রুমঝুম বলেছেন: দারুন হেলপফুল । প্রিয়তে নিয়ে নিলাম
১৩ ই আগস্ট, ২০১১ রাত ৯:২৬
আসিফ মুভি পাগলা বলেছেন: নিজের মনে করে নিয়ে যান
৬১| ২৮ শে জুলাই, ২০১১ রাত ১০:১৬
তৃথা বলেছেন: ধন্যবাদ আমার পোস্টটিকে প্রয়োজনীয় মনে করে যোগ করার জন্য, আপনার উদ্যোগ সত্যি প্রশংসনীয়।
১৩ ই আগস্ট, ২০১১ রাত ৯:২৬
আসিফ মুভি পাগলা বলেছেন:
৬২| ১০ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:০৮
খালেদা আকতার বলেছেন: ভালো লাগল , ধন্যবাদ ..........
১৩ ই আগস্ট, ২০১১ রাত ৯:২৮
আসিফ মুভি পাগলা বলেছেন: ভাল্লাগসে জেনে ভাল্লাগসে ।
৬৩| ৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:২৮
নিসঃঙ্গ শেরপা বলেছেন: আহ! কি যে কামে লাগ্লো!
আপনারে ধইন্যা দিয়া ছুড করবনা। :!> :!> :!> :!>
তয়, খানার ফডুক দিয়া তো রোজা মাক্রু কইরা দিলেন।
২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:০১
আসিফ মুভি পাগলা বলেছেন: রোজা মাক্রু করার লাইগ্যা চরি বস ।
৬৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৯
জাফর সািদক রুমী বলেছেন: ভাই, পোস্ট-টা আরো আপডেট করেন । এর মধ্যে আরো কিছু আগুন লেখা চইলা আসছে, যেমন Click This Link
২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:০১
আসিফ মুভি পাগলা বলেছেন: অ্যাড কৈরা দিতেসি ।
৬৫| ০৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৪
জলমেঘ বলেছেন: প্রিয়তে।
২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:০১
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ
৬৬| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ২:১২
আদিত্য শুভ বলেছেন: প্রিয়তে
২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:০২
আসিফ মুভি পাগলা বলেছেন: ধন্যবাদ
৬৭| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ২:২৯
নিশাচর ভবঘুরে বলেছেন: এই পোষ্ট কই ছিলোগো.........................
প্রিয়তে।
২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:২৩
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনে এতদিন কই ছিলেন গো । তাড়াতাড়ি বুকে আসেন ।
৬৮| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ২:৫৯
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: পুরাই আলকাতরা--- দিলাম থুইয়া প্রিয়তে---
২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:০০
আসিফ মুভি পাগলা বলেছেন: থেংকু ।
৬৯| ০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:৫৯
শয়ন কুমার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৭০| ১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৫
বাসকপাতা বলেছেন: অনেক ভালো ।অনেক অনেক ধন্যবাদ ।
৭১| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:১২
সেল্ফ রিলায়েবল বলেছেন: ভাল পোষ্ট।প্রিয়তে নিলাম।
৭২| ১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৭
কালস্রোত বলেছেন: কি খাবেন কৈয়া ফেলান.....
প্রিয়তে........
৭৩| ০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:৩৮
এমন আমি যেমন আমি বলেছেন: ধন্যবাদ ! এত কাজের পোস্ট দেওয়ার জন্য!
৭৪| ০২ রা মে, ২০১২ রাত ১:৩৬
আইআইচকিবরিয়া বলেছেন: খুবে দরকারি ছিল আমার জন্য, ভাতের সাথে তরকারির মত
৭৫| ০৩ রা জুলাই, ২০১২ সকাল ১১:৪৪
মো কবির বলেছেন: Very good.Thanks.
৭৬| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৭
মোসতফা মনির সৌরভ বলেছেন: আপনার এই পোস্টের লিংকটি Scholarships for Bangladeshi Students নামের ফেসবুক গ্রুপে যোগ করে দিচ্ছি। আশা করছি আপনার কোন আপত্তি থাকবে না।
৭৭| ১৫ ই জুলাই, ২০১২ সকাল ৯:৩৪
ডলার_মাহমুদ বলেছেন: Good Job. Thank you for this nice collection.
৭৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪
সেয়ানা বলেছেন: সব পোস্ট জমা করার জন্য অনেক ধন্যবাদ।প্রিয়তে........
৭৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭
dreambest বলেছেন: আমি ললম করতে চাই। কোনো দেশে ভাল হবে????????????????
৮০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
জেরিফ বলেছেন: দারুন প্রয়াস ++++
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৩
মুরাদ-ইচছামানুষ বলেছেন: প্রিয়তে থাকল। +