নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব ব্লগ...

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না

আসিফ আহমেদ

asifkubd AT জিমেইল ডট কম মৃত্যুর খুব কাছে জীবন অশ্লীল রকমের স্বার্থপর, বাড়াবাড়ি রকমের ত্যাগীও বটে, নিপাট সন্ন্যাসী।। [বিঃ দ্রঃ এই ব্লগের সকল নিজস্ব ছবি ও লেখা লেখক কর্তৃক সংরক্ষিত]

আসিফ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

তোমার সাথে রাগ করে আর কি হবে...

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১২











একটি কাল্পনিক বাস্তব কথোপকথন:



কোন এক রাত্রিভোজনের পর............



-কি হলো মুখটা ওদিকে ফিরিয়ে রেখেছো কেনো?

- কি করবো? আমাকে একটা কথা বলে তো সেটা আর মনেই রাখোনা।

- কোন কথা? আমি সত্যিই মনে করতে পারছিনা। আরেকবার বলোনা প্লিজ...

-নাহ আর বলবোইনা।

- দেখো সবসময় কি সবকিছু মনে থাকে, আর রাগারাগি না করে বলে ফেল্লেই তো হয়।



অনেকক্ষণ একপক্ষের নীরবতা, আরেক পক্ষের বিরতিহীন একই প্রশ্ন।



-আমাকে তোমার কোথায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিলো মনে আছে?

-ও, এই কথা, সেটা তো মনেই আছে, সময় বের করতে পারছিনা এই যা। এতো গাল না ফুলিয়ে আরেকবার বল্লেই তো মিটে যেতো।

-হু, আমি বলি আর তুমি মুখের উপর না বলে দাও। তখন আমার আরও বেশি কষ্ট হয়।

-আচ্ছা ঠিক আছে, নেক্সট ছুটির দিনেই আমরা যাবো। প্রমিজ।

-আচ্ছা ঠিক আছে। মনে থাকে যেনো।



বেড়াতে যাওয়ার আগের দিন দুপুরে খাওয়ার টেবিলে............



-কালকে সকালে তাহলে আমরা বের হচ্ছি তো?

-হু অবশ্যই, আমরা বাসা থেকেই বক্সে করে খাবার নিয়ে যাবো, আর আজ বিকালে কিছু হালকা খাবার কিনে আনবো।

-তুমি আবার তোমার ক্যামেরার ব্যাটারী চার্জ দিতে ভুলে যেওনা যেনো। তা কি খাবে কাল দুপুরে?

-খিচুড়ি আর কুচি কুচি করা গরুর মাংস হলে মন্দ হয়না। সাথে কোক।

-আচ্ছা। ও শোন... বাসায় না একদম পেয়াজ নেই, তোমাকে বলা হয়নি। তুমি কি অফিসে যাওয়ার আগে একটু কিনে দিয়ে যেতে পারবে?

-কেনো নেই? একটা জিনিস পুরো শেষ না হলে বলা যায়না? মেজাজ টাই দাও খারাপ করে। বিরক্তিকর... মাঝে মাঝে মনে হয়......



খাওয়া দাওয়া বন্ধ, কিছুসময় নীরবতা, দুপক্ষেরই.......



কম্পিউটারে বাজছে....



তোমার সাথে রাগ করে আর কি হবে

কিছুই তোমার যায় আসেনা এই সবে

রাগ ভাঙানো শিখবে তুমি আর কবে

কবে যাবে রাগ ভাঙানোর মক্তবে



মাঝে মাঝে হতেই পারে রাগ আমার

ভালোবাসায় মান অভিমান থাকবেই

তুমি কেন আমার কথা না ভেবে

নিজের জেদটা আঁকড়ে ধরে রাখবেই



একটু বদল হবে তুমি আর কবে

কবে যাবে রাগ ভাঙানোর মক্তবে



তোমার কোন হয়না যে রাগ এমন তো নয়

সে রাগেরও ওষুধ আছে জেনেছো কি

রাগটা কেবল বুঝে নিয়ে এই আমি

কেমন করে ভাঙাই সে রাগ ভেবেছো কি



এমন করে রাগ ভাঙাবে আর কবে

কবে যাবে রাগ ভাঙানোর মক্তবে




-আসো খেয়ে নেই, আর রাগ করে থাকার দরকার নেই। আর রাগের সাথে খাওয়া দাওয়ার কি? প্লিজ চলে আসো।

-না আমি খাবোনা।

-না খেলে আমি কিন্তু কুতুকুতু দেবো। তখন বুঝবা ঠেলা।

-খবরদার, কুতুকুতু দিবানা, ....... আচ্ছা খাচ্ছি খাচ্ছি, ছাড়ো ছাড়ো......





ছবি কৃতজ্ঞতা



মন্তব্য ৭৪ টি রেটিং +১৭/-১

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৪

পথিক মানিক বলেছেন: বাহঃ দারুন তো!!!!!!!

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৩

আসিফ আহমেদ বলেছেন: ধন্যবাদ।

২| ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৭

কঁাকন বলেছেন: ;)

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৩

আসিফ আহমেদ বলেছেন: ;)

৩| ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৮

ইসানুর বলেছেন: ভাল লাগল।

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৩

আসিফ আহমেদ বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৯

আমি ও আমরা বলেছেন: ওরেরে!!!!!!

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৪

আসিফ আহমেদ বলেছেন: :) :) :)

৫| ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২০

প্রচেত্য বলেছেন: হেইভ্ভী, রোমান্টিক সেশন

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৪

আসিফ আহমেদ বলেছেন: কাল্পনিক বাস্তব ঘটনা তো ;)

৬| ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৯

উন্মাদ ছেলে বলেছেন: হেভি হয়েছে;) মারাত্বক যেটাকে বলে :):)
তবে গানটা বাপ্পার:(

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩২

আসিফ আহমেদ বলেছেন: তবে গানটা বাপ্পার:(


তবে বাপ্পাই কি আপনার উন্মাদ হওয়ার কারণ......... ????

৭| ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৪

পারভেজ বলেছেন: চমৎকার! দুঃখ শোকের কবিতা, গল্প আর গানের ছড়াছড়ির ভেতরে এক পশলা বৃষ্টির মতো ভালবাসার কথা শুনতে অনেক ভালো লাগলো!!
এভাবেই যেন থাকে!!
+

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৫

আসিফ আহমেদ বলেছেন: :) :)

অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৬

বিবর্তনবাদী বলেছেন: ভাল ইটিশ পিটিশ।

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৭

আসিফ আহমেদ বলেছেন: ইটিশ পিটিস !!!!!!!!
;)

৯| ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪২

বুলবুল আহমেদ পান্না বলেছেন: ভালা হৈছে...............:)

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৬

আসিফ আহমেদ বলেছেন: থ্যাংকু।

১০| ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৭

আহমেদ হেলাল ছোটন বলেছেন: সবকিছু মিলিয়ে খুব ভালো লাগল আপনার লেখাটা পড়ে।
ধন্যবাদ

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৯

আসিফ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো।
আপনাকেও অনেক ধন্যবাদ।

১১| ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫২

উন্মাদ ছেলে বলেছেন: বাপ্পা আর আগুন দুইটারেই চরম অপছন্দ করি:((

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৩

আসিফ আহমেদ বলেছেন: সেই জন্য আবার উন্মাদ হয়ে উঠবেন না প্লিজ...... :(

১২| ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৭

আজম ইউসুফ ঠাকুর (মহব্বত) বলেছেন: বাস্তবে ঘটলে দারুন হতো।

আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। দোয়া করি, আরো সুন্দর সুন্দর গল্প আপনি যেন লিখতে পারেন।

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৮

আসিফ আহমেদ বলেছেন: আপনার মুখে ফুলচন্দন পড়ুক :)

১৩| ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৮

রুখসানা তাজীন বলেছেন: ভাবীর সাথে কিকড়ি মিকড়ি করলে খবর আছে কইলাম!!!

২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৯

আসিফ আহমেদ বলেছেন: B:-)

১৪| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০১

অন্য ভাবনা বলেছেন: ভাবতেই ভালো লাগে।...

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০১

আসিফ আহমেদ বলেছেন: আহা !!!! ;)

১৫| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৮

নুশেরা বলেছেন: বেশ বেশ

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৯

আসিফ আহমেদ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

১৬| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১১

আইরিন সুলতানা বলেছেন: বাপ্পা'র গান না এটা ?

রেডিওতে শুনেছি বেশ ক'বার ...

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৪

আসিফ আহমেদ বলেছেন: হু বাপ্পার।
রেডিও মানে কি এফএম?

১৭| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৪

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: খুব ই জটীল পোষ্ট ...
বিয়ে করতে ইচ্ছে করতেসে ...

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৫

আসিফ আহমেদ বলেছেন: আহ হা রে..............
কইরা ফালান.......... :)

১৮| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৮

বদরুল খান বলেছেন: ভাইয়া এইরকম কি আপনার জীবনে ঘটেছিলো।

:) :)

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৩

আসিফ আহমেদ বলেছেন: সবার জীবনেই ঘটছে, ঘটতে থাকবে।

১৯| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৭

শান্তির দেবদূত বলেছেন: বস্ জটিল !!!!!!!!!!!

গানটা ডাউনলোড করতে হবে ...... তাড়াতাড়ি বলেন ডাউনলোড কিভাবে করবো !!!!!!!!

এক্ষনি ওকে পাঠাবো ;).....হা হা হা

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১০

আসিফ আহমেদ বলেছেন: http://www.mediafire.com/?av0ary0ybin

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১২

আসিফ আহমেদ বলেছেন: সরি, একটু বাইরে ছিলাম তাই দেরী হয়ে গেলো।

২০| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৩

একরামুল হক শামীম বলেছেন: ব্যাপকসসসস রোমান্টিক। :)

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১২

আসিফ আহমেদ বলেছেন: :) :)

২১| ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৩

শান্তির দেবদূত বলেছেন: ডাউনলোড করে ফেলেছি ;) ....... অনেক অনেক ধন্যবাদ , বস্

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৪

আসিফ আহমেদ বলেছেন: আমারে বস ডাকলে আমি লজ্জা পাই.....
তাই নরমাল ভাই হইতাম চাই ...... :)

আপনাকেও অনেক ধন্যবাদ।

২২| ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

মনযূর মান্নান বলেছেন: জোস.....

২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

আসিফ আহমেদ বলেছেন: থ্যাংকিউ।

২৩| ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

চাঙ্কু বলেছেন: আসিফু @ ভালুবাসার হাওয়া খাইয়া খাইয়া কঠিন কঠিন সব রুমান্টিক কথা লেখতাছেন ;)

আছেন কিরাম ?ভালানি ?

২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

আসিফ আহমেদ বলেছেন: মায়া আপার মায়া দেইখা রোমান্স জাইগা উঠছে।
আছি ভালাই।

২৪| ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৬

ওয়ার হিরো বলেছেন: নোট করা হইল

৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:১৪

আসিফ আহমেদ বলেছেন: কি নোট করলেন?

২৫| ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৫

রাতমজুর বলেছেন: ঘরের কথা পরেরে জানাইয়া দিলেন? ভাবী জানে তো? জানলে আপনার পিঠে কি পরিমান ঝাঁটার বাড়ি পড়ছে সচিত্র বর্ননা করেন ;)

৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:১৫

আসিফ আহমেদ বলেছেন: দূর হ হতচ্ছাড়া (সৌজন্যে রাজামশাই) ;)

২৬| ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫১

রিয়াজ শাহেদ বলেছেন: "অ্যাই ছিঃ তুমি আমাদের এইসব কথাবার্তা ব্লগেও দিয়ে বেড়াও নাকি? আর এইসব ব্লগারদেরও কোনো লজ্জা নাই, কীরকম রসিয়ে রসিয়ে মন্তব্য করছে ছিঃ...দাঁড়াও আজ একা শুতে হবে তোমাকে।"

৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:১৫

আসিফ আহমেদ বলেছেন: অপরিপক্ক ডায়লগ ;)

২৭| ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১৬

আশরাফ মাহমুদ বলেছেন: ভাবী'র সাথে ঝগড়া হলো বুঝি? ;)

৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:১৬

আসিফ আহমেদ বলেছেন: লেখা পড়ে তাই মনে হলো বুঝি? ;)

২৮| ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:২৯

দূরন্ত বলেছেন: হেব্বি রোমান্টিক ব্যাপার স্যাপার....
গানটাও সুন্দর।

৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৪২

আসিফ আহমেদ বলেছেন: :) :)

২৯| ৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৮

তুষ।র বলেছেন: আমাদের আসিফ ভাই এর দেহি মনে ভালই রং লাগছে। চালাও আসিফ।

৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪২

আসিফ আহমেদ বলেছেন: :) :)

৩০| ৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০২

চিটি (হামিদা রহমান) বলেছেন: চমৎকার কথোপকথন!!!!!!!!!

৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৩

আসিফ আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ।

৩১| ৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১০

উন্মাদ ছেলে বলেছেন: লেখক বলেছেন: সেই জন্য আবার উন্মাদ হয়ে উঠবেন না প্লিজ...... :(


আচ্ছা ঠিক আছে। আর উন্মাদ হবো না। :#)

৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১২

আসিফ আহমেদ বলেছেন: বাঁচা গেলো !!!!!!

৩২| ৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২০

বৃত্তবন্দী বলেছেন: সাহিত্যে নতুন টার্ম যোগ হইতাসে "কল্পবাস্তব"...
বিচ্ছিরী... বিচ্ছিরী...

৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৩

আসিফ আহমেদ বলেছেন: হু, একদম রিয়েল ফ্যন্টাসী ;)

৩৩| ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৭

আউলা বলেছেন: নয়া লেখা কি আর আসবে না? :)

ভাইয়া কেমন আছেন?:)

৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৪

আসিফ আহমেদ বলেছেন: নয়া লেখার শুটিং পরবর্তী এডিটং চলছে। তবে রিলিজ বাংলাদেশী স্টাইলে একটু লেট হতে পারে। এক জায়গায় গেছিলাম অনেক কথা আর ছবি। পুরোটা লিখে তবেই ছাড়বো, ৩/৪ টা পর্ব হতে পারে :)

আমি ভালো ও না খারাপ ও না এরকম একটা বিপদে আছি :)

৩৪| ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৬

আউলা বলেছেন: এত হাসি মনে হচ্ছে হেব্বি সুখে আছেন ;)

৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৮

আসিফ আহমেদ বলেছেন: জানিনা :(

৩৫| ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৭

আউলা বলেছেন: বাবা আসিফ ভাল আছো তো?!! ;)

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৩৯

আসিফ আহমেদ বলেছেন: জ্বি চাচী আম্মা সবই আপনাদের দোয়া :)

৩৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৩

তানজু রাহমান বলেছেন: নাইস লিখছেন :)

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৮

আসিফ আহমেদ বলেছেন: থ্যাংকু... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.