![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংস্কৃতির কোন শ্রেণীবিভাগ নেই;
থাকতে পারে না!
সংস্কৃতি হচ্ছে-মানুষের আবহমান কাল ধ'রে যাপিত জীবনের সমন্বয়ক বেদী!
কোন এক জাতি অতীতে যেভাবে জীবনকে পরিচালিত ক'রে তৃপ্ত হয়েছে,
সে ধারাটি কিছুটা হ'লেও বিবর্তনবাদকে সমর্থন করে!এ কথাটি এজন্য বলছি যে,তাঁর আবহমান কাল ধ'রে বহমান জীবনাচরণ কিছুটা হলেও তাঁর পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করে!
সময়ের পরিক্রমায় সব কিছুর'ই বিবর্তন ঘটে!সংস্কৃতিও এই আওতা বহির্ভূত নয়!
পরবর্তী প্রজন্ম ঐ একই সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়,তবে ভিন্নভাবে-যেমন,আগে তবলা,ঢোল,বাঁশের বাঁশি ইত্যাদি বাজিয়ে গান গাওয়া হ'তো;এখন গাওয়া হয় উন্নত মানের বাদ্যযন্ত্র বাজিয়ে!কিন্তু,'গান' প্রচলিত রয়েছে,যেমনটি আগেও ছিল!
সংস্কৃতি,অশ্লীল কিংবা অপসংস্কৃতি কেবলমাত্র তখন'ই হ'তে পারে,
যখন তা মানুষের জন্য ক্ষতিকর ব'লে বিধৃত হয়!
কোন সংস্কৃতি কখনো'ই অপসংস্কৃতি হ'তে পারে না,কেননা তা মানুষের জন্য ক্ষতিকর নয়;যদি ক্ষতিকর হ'তো তবে তা কখনো'ই কোন কালে কিংবা সময়ে প্রচলিত থাকতো না,পরিচিতি পেতো না!
তবে পার্থিব সব বিষয়-ব্যাপারের মতো সংস্কৃতিও স্থান-প্রেক্ষাপট সাপেক্ষমান!
সব সংস্কৃতি সব স্থানে সমাদৃত নয়,কেননা প্রথা কখনো'ই ধ্রুবক নয়,বরং ভৌগোলিক ব্যবধানের সাথে সক্রিয়ভাবে পরিবর্তনশীল!
©somewhere in net ltd.