নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নশ্বর কাঠামো এক\nনিয়ত করি অমৃত সন্ধান.।

আসিফ হাওলাদার

মহাবিশ্বের গর্বিত তুচ্ছ সন্তান

আসিফ হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

মানুষের অস্তিত্বের স্বার্থে সর্বপ্রকার মাত্রাতিরিক্ত অনুরাগ তথা অন্ধত্ব বর্জনীয়!

৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩১

কোন বিষয়ের প্রতি অনুরাগ
একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই সৌন্দর্যসঞ্চার করে!
অনুরাগটি যখন একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে,তখন-ই তার মধ্যে এক ধরনের অসৌন্দর্য অস্তিত্ব বিস্তার শুরু করে!এ মাত্রাতিরিক্ততা একসময় জাগ্রত করে এক ধরনের উগ্রতামূলক মনোভাব;যা পরিবার-সমাজ-রাষ্ট্র-পৃথিবী-মহাবিশ্ব কোনটির জন্যেই শুভ নয়!
বিষয়টি হ'তে পারে কোন প্রথা কিংবা মানবীয় অনুভূতি!
প্রথার প্রতি অন্ধ অনুরাগের ক্ষতিকর প্রভাবটির সাথে আমরা প্রতিনিয়তই গভীর থেকে গভীরভাবে পরিচিত হচ্ছি!!এর উদাহরণ উল্লেখ করতে যাওয়া প্রগল্ভতা ব'লেই মনে হয়!

আবার,মানবীয় অনুভূতি;যেমন-সৌহার্দ্য,সম্প্রীতি,ভালোবাসা,সহানুভূতি প্রভৃতির প্রতি অন্ধ অনুরাগও শুভ ফল বয়ে আনে না!

তাই,মানুষের অস্তিত্বের স্বার্থে সর্বপ্রকার মাত্রাতিরিক্ত অনুরাগ তথা অন্ধত্ব বর্জনীয়!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অল্প কথায় চমৎকার বলেছেন।

২| ৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৬

শামছুল ইসলাম বলেছেন: তাই,মানুষের অস্তিত্বের স্বার্থে সর্বপ্রকার মাত্রাতিরিক্ত অনুরাগ তথা অন্ধত্ব বর্জনীয়!
--এই মাত্রা জ্ঞানটা অর্জন করাটাই তো একটা বিশাল শিক্ষা - যা পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকেই গড়ে উঠে ।

৩| ৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৩

হঠাৎ ধুমকেতু বলেছেন: শিক্ষার মূল উদ্যেশ্য ই হল মাত্রাজ্ঞান শিক্ষা দেয়া। মাত্রা জ্ঞানহীনতা সুখ অথবা দুঃখ কোন কিছুরই সুষম বন্টন করতে পারেনা। অসম সুখ বা দুঃখ বিন্দু তৈরি করে পৃথিবীকে বিস্ফোরনোন্মুখ করে তুলে। সভ্য সমাজের লিটমাস হল মাত্রাজ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা।

৪| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অল্প কথায় চমৎকার বলেছেন।

৫| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৯

আহসানের ব্লগ বলেছেন: হুম

৬| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৮

রিপন বর্মণ বলেছেন: :) চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.