নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নশ্বর কাঠামো এক\nনিয়ত করি অমৃত সন্ধান.।

আসিফ হাওলাদার

মহাবিশ্বের গর্বিত তুচ্ছ সন্তান

আসিফ হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

অনধিকার-ই সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার!!

১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২১

সংখ্যালঘু হলে মৌলিক অধিকার পরিণত হয় অনধিকারে!
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদেরকে তাদের বৈশাখী উৎসব-'বৈসাবী' পালনে বাধা প্রদান করা হচ্ছে!
আর এ বাধাটি প্রদান করছে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা স্বয়ং রাষ্ট্রই!!
পার্বত্য চট্টগ্রাম কি বাঙলাদেশের বাইরের কোন অঞ্চল?
-অবশ্যই না!
তবে তাদের ক্ষেত্রে কেন সাংবিধানিক অধিকার প্রযোজ্য হচ্ছে না???
কেন?কেন?
এমনটিও নয় যে,নৃ-গোষ্ঠীর মানুষদের ঐ উৎসব 'বাঙলাদেশ'কে অস্তিত্ব সংকটে ফেলছে!!
বাঙলাদেশের নাগরিক হিসেবে সাংস্কৃতিক স্বাধিকার তাদেরও রয়েছে এবং থাকা বাঞ্ছনীয়!

এরকম-ই যদি চলতে থাকে,তবে অন্যান্য পার্থিব তাৎপর্যবহুল শব্দের মতো 'স্বাধীনতা' শব্দটিও জাদুঘরে স্থান পাবে এবং আগামী প্রজন্ম এটিকে কিংবদন্তী-শিশুভোলানো গল্প হিসেবেই জানবে!!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৮

ক্ষতিগ্রস্থ বলেছেন: কেন বাধা দেয়া হয়েছে জেনে এসে পোস্ট দেন, না জেনে সস্তা সেন্টিমেন্টের ধুঁয়া তুলবেন না.

২| ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৮

ডক্টর লেকটার বলেছেন: দেশটার নাম 'বাঙলাদেশ'??
এসব আবাইল্লা আতেলগুলার কাজ দেখলে মাথা অটো হট হইয়া যায়

৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৪

আসিফ হাওলাদার বলেছেন: ডক্টর লেকচার,আপনি সম্ভবত বানান সম্পর্কে অজ্ঞ!!!

৪| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৭

আসিফ হাওলাদার বলেছেন: ক্ষতিগ্রস্থ,যে কারণেই হোক;এটি যদি সমতলের কোন অঞ্চলে হতো,তাহলে আপনার প্রতিক্রিয়াটি ভিন্ন থাকতো!!আমি নিরপেক্ষ দৃষ্টিকোণকে গুরুত্ব দিয়ে পোস্টটি লিখেছি!!

৫| ১৪ ই জুন, ২০১৫ সকাল ৯:০৪

ডক্টর লেকটার বলেছেন: বুঝতেই পরতেছি আপনি বানান বিশেষজ্ঞ।
তা জনাব- দেশটার সকল রাষ্ট্রীয় দলিলপত্রে নামের বানান কি রূপে লেখা হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.