![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্ক্সবাদী রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি
১৯০৩ সালে ভাগ হয় দু'ভাগে!গঠিত হয় দু'টো উপদল:বলশেভিক(Bolshevik) আর মেনশেভিক(Menshevik)!
[ইংরেজি 'Bolshevik' শব্দটির উৎপত্তি রাশিয়ান bol'shinstvo থেকে;যার অর্থ-Majority বা সংখ্যাগরিষ্ঠতা!
আর,'Menshevik' শব্দটির উৎপত্তি রাশিয়ান men'shinstvo থেকে;যার অর্থ-Minority বা সংখ্যালঘুতা!]
একটি গুরুত্বপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় উল্লিখিত প্রথম উপদলটির নাম হয়-বলশেভিক;আর,সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় অপরটির নাম হয়-মেনশেভিক!
বলশেভিকদের নেতা হন-ভ্লাদিমির লেনিন!
জুলিয়ান বর্ষপঞ্জীমতে,
২৫শে অক্টোবর,১৯১৭
আর,গ্রেগোরিয়ান বর্ষপঞ্জীমতে,
৭ই নভেম্বর,১৯১৭
সেন্ট পিটার্সবার্গে সংঘটিত হয় একটি সশস্ত্র অভ্যুত্থান!
এ-ঐতিহাসিক অভ্যুত্থানকে 'অক্টোবর বিপ্লব' নামে অভিহিত করা হয়!তবে,'নভেম্বর বিপ্লব' কিংবা 'বলশেভিক বিপ্লব' নামেও এটি পরিচিত!
এ-বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন শ্রমিক শ্রেণী!তারা হাত মিলিয়েছিলেন গরিব কৃষকদের সঙ্গে!
ও'দিন সন্ধ্যায় তৎকালীন রুশ বুর্জোয়া সরকারের শেষ ঘাঁটি 'শীত প্রাসাদ'-এর ওপর বিজয়ী আক্রমণ চালায় বিপ্লবীরা!
একই সময়ে একটি জরুরি অধিবেশনে ভ্লাদিমির লেনিন জানান-
'যে শ্রমিক ও কৃষক বিপ্লবের
প্রয়োজনীয়তার কথা বলশেভিকরা সর্বদা বলে এসেছে তা ঘটল!'
'অক্টোবর বিপ্লব'-এর বিজয়ের মধ্য দিয়ে পৃথিবীতে দেখা দেয় প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র!
এর ফলে 'একচেটিয়া পুঁজিবাদ' অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়!এর কবল থেকে মুক্তি পায় বিশ্বের এক-ষষ্ঠাংশব্যাপী বিস্তৃত বিশাল একটি দেশের জনগণ!
এর ফলে নিশ্চিত হয় রাশিয়ার শ্রমিক,কৃষক তথা মেহনতি মানুষের সামাজিক মুক্তি!সমাধা হয় অভ্যন্তরীণ জাতীয়,রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলো!
রাশিয়া বিশ্বের চোখে হয়ে ওঠে রাজনৈতিকভাবে প্রাগ্রসর একটি রাষ্ট্র!
এ-বিপ্লবকে সারা বিশ্বে 'কমিউনিস্ট বিপ্লব' নামেও অভিহিত করা হয়ে থাকে!এর ফলে উত্থান ঘটে রুশ সাম্রাজ্যের!'কমিউনিস্ট বিপ্লব' বৃহত্তর 'রুশ বিপ্লব'-এর একটি অংশ!
ভৌগৌলিকভাবে পাশাপাশি সমমনা অঞ্চলগুলোকে একীভূত করে ১৯১৮-তে সৃষ্টি হয় সোভিয়েত ঐক্য!
বিভিন্ন সময়ে এর ব্যাপ্তি পরিবর্তিত হয়!
তবে,সর্বশেষ বৃদ্ধির পরে এর ব্যাপ্তি দাঁড়ায়-বাল্টিক রাষ্ট্রসমূহ,পূর্ব পোল্যান্ড ও বেসার্বিয়া পর্যন্ত;অর্থাৎ,রাশিয়াসহ ৪টি দেশের একটি ফেডারেশন গঠিত হয়!
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন থেকে বাদ দেয়া হয় ফিনল্যান্ড ও পোল্যান্ডকে!
১৯৫৬ থেকে ভেঙে যাওয়া পর্যন্ত;অর্থাৎ,১৯৯১ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে মোট ১৫টি প্রজাতন্ত্র একীভূত ছিলো!এগুলো হচ্ছে-
১)আর্মেনিয়া
২)আজারবাইজান
৩)বেলারুশ
৪)এস্তোনিয়া
৫)জর্জিয়া
৬)কাজাখস্তান
৭)কিরগিজিস্তান
৮)লাটভিয়া
৯)লিথুয়ানিয়া
১০)মলদোভিয়া
১১)রাশিয়া
১২)তাজিকিস্তান
১৩)তুর্কমেনিস্তান
১৪)ইউক্রেন
১৫)উজবেকিস্তান
১৯৪৫ থেকে ১৯৯১ পর্যন্ত;অর্থাৎ,দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে অবসান পর্যন্ত সময়ে সোভিয়েত ইউনিয়ন ছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধে লিপ্ত একমাত্র প্রতিদ্বন্দ্বী পরাশক্তি!
সোভিয়েত-পতনের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় মার্কিন পুঁজিবাদের সঙ্গে এ-অঞ্চলের স্নায়ুযুদ্ধ!
এসময়ে উল্লিখিত ১৫টি প্রজাতন্ত্রের ১১টি নিজেদের মধ্যে গঠন করে স্বাধীন দেশের একটি শিথিল রাষ্ট্রমণ্ডল!
বাল্টিক রাষ্ট্রত্রয়-লিথুনিয়া,লাটভিয়া ও এস্তোনিয়া এতে যোগ দেয় নি!পরবর্তীতে ২০০৪ সালে এ-তিনটি রাষ্ট্র যোগ দেয় ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে!
সোভিয়েত ঐক্য অটুট থাকলে 'পুঁজিবাদ' এতোটা আগ্রাসী চরিত্র নিয়ে অবাধে বিচরণ করতে পারতো না বিশ্বজুড়ে!
সমাজতন্ত্রে নিহিত মানুষের আর্থসামাজিক মুক্তি ও সুশৃঙ্খল জীবনের পথপরিক্রমা!
সোভিয়েত ইউনিয়নের উত্থান আর পতনের ইতিহাস পড়লে আরেকবার মনোজগতে আলোড়িত হয়-'একতাই বল'-উক্তিটির যথার্থতা!
©somewhere in net ltd.