নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প শুনতে ও বলতে ভালবাসি ।
প্রযুক্তির যেই অংশটা ছাড়া আমাদের জীবন চিন্তাই করা যায় না তার নাম গুগল । এই গুগলের অন্যতম একটি পণ্য গুগল ম্যাপ। যা আমরা নিয়মিত ব্যবহার করে থাকি।সাধারণত অপরিচিত কোন স্থানে যাওয়ার জন্য আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে থাকি ।
কিন্তু এই গুগল ম্যাপের এমন অনেক ফিচার রয়েছে যা আমাদের অনেকের অজানা।
ফিচারগুলোতে যাওয়ার আগে কিছু প্রশ্ন করি
-গত এক সপ্তাহে আপনি কোথায় কোথায় গিয়েছেন?
হয়তোবা ব্রেইনে একটু জোর দিলে সেটা চিন্তা করে বের করা সম্ভব।
কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়,
-গত এক সপ্তাহ কত কিলোমিটার হেটেছেন?
-কত কিলোমিটার গাড়িতে চড়েছেন?
এই প্রশ্নগুলোর উত্তর আপনার পক্ষে হয়তো দেওয়া সম্ভব হবে না।
অথবা, বিগত এক বছরে কতগুলো জায়গা ভ্রমণ করেছেন? অথবা যদি নির্দিষ্ট কোন তারিখ ধরে জিজ্ঞাসা করা হয় যে সেদিন আপনি কি করেছেন?
সব প্রশ্নের পাশাপাশি আমাদের দেশে গুগল ম্যাপ ব্যবহার করার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ঢাকার বাইরে অনেক জায়গাতেই নেটওয়ার্ক অ্যাভেইলেবল না থাকা অথবা মোবাইলে ডাটা প্যাকেজ এক্টিভ না থাকায় গুগল ম্যাপ ব্যবহার করতে না পারা।
বর্তমানে এখন বাজারে এমন অনেক ডিভাইস আছে যেগুলোর মাধ্যমে আপনি হয়ত উপরের সবগুলো প্রশ্নের উত্তর পাবেন।
কিন্তু তার জন্য গুনতে হবে অনেকগুলো টাকা।
আপনার ফোনে থাকা গুগল ম্যাপটি ব্যবহার করে আপনি এই সব সমস্যার সমাধান পেয়ে যাবেন কয়েক সেকেন্ডে।
সমস্যাঃ
ঢাকার বাইরে অনেক জায়গাতেই নেটওয়ার্ক অ্যাভেইলেবল না থাকা অথবা মোবাইলে ডাটা প্যাকেজ এক্টিভ না থাকায় গুগল ম্যাপ ব্যবহার করতে না পারা।
সমাধানঃ
—- আপনার ফোনের গুগল ম্যাপ সফটওয়্যারটি ওপেন করবেন
—- সফটওয়্যার এঁর উপরের দিকে থাকা আপনার ছবিতে ক্লিক করুন
—- “Offline map” এ ক্লিক করুন
—- ”Select your own map” এ ক্লিক করুন
—- এবার একটি চারকোনা বক্স পাবেন। এই বক্সে সচরাচর যেই জায়গাগুলোতে বেশি যাওয়া হয়, অথবা যে জায়গাতে যেতে চাচ্ছেন সেই জায়গাগুলো সিলেক্ট করুন। সিলেক্ট করে “Download” অপশনটি ক্লিক করুন।
—- এবার চাইলে আপনি আপনার ডাউনলোড করা ম্যাপটির পছন্দ মত নাম দিতে পারছেন। যাতে পরবর্তীতে একই জায়গার জন্য আবার ম্যাপ ব্যবহার করার প্রয়োজন হলে আপনি ওই ডাউনলোড করা ম্যাপটিই ইউজ করতে পারেন। যার জন্য কোন ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।
সমস্যা -
-গত এক সপ্তাহে আপনি কোথায় কোথায় গিয়েছেন?
-গত এক সপ্তাহ কত কিলোমিটার হেটেছেন?
-কত কিলোমিটার গাড়িতে চড়েছেন?
এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা -
সমাধানঃ
—- আপনার ফোনের গুগল ম্যাপ সফটওয়্যারটি ওপেন করবেন
—- সফটওয়্যার এঁর উপরের দিকে থাকা আপনার ছবিতে ক্লিক করুন
—- “Your Timeline” এ ক্লিক করুন
—- এবার আপনি আপনার কাঙ্খিত ইন্টারফেসটি পাবেন, যার মধ্যে মাঝখানের অংশে একটি ক্যালেন্ডার অপশন পাবেন যেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনার কাঙ্খিত যেকোন তারিখ।
এবং উপরের অংশে পাবেন, Day/ Trip/ Place/ City/ World
যে অপশনগুলো সিলেক্ট করে আপনি উপরের নব্বই শতাংশ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অবশিষ্ট ২০% এর জন্য “Insights” অপশনটিতে যেতে হবে। এই অপশনে গেলে পাবেন কতটুকু পথ হেটেছেন, কতটা পথ গাড়িতে চড়েছেন, অথবা কতটা পথ সাইকেল, মটরসাইকেলে চড়েছেন।
নিয়মিত আপডেটের জন্য যুক্ত হোন
২| ১৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১১
বিটপি বলেছেন: এগুলো অবশ্য জানাই ছিল।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৮
মোঃ আসিফ ইকবাল রুমি বলেছেন: ধন্যবাদ।। সাহাদাত ভাই
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৮
মোঃ আসিফ ইকবাল রুমি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১০
মোঃ আসিফ ইকবাল রুমি বলেছেন: আগামীতে চেষ্টা করবো নতুন অজানা কিছু লিখার, ধন্যবাদ।। জনাব বিটপি
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১২
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল তথ্য।