নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়তে, জানতে ও লিখতে ভালবাসি । বিতর্কিত বিষয়গুলো নিয়ে জানতে ও জানাতে খুব বেশি ভাল লাগে ।

মোঃ আসিফ ইকবাল রুমি

গল্প শুনতে ও বলতে ভালবাসি ।

মোঃ আসিফ ইকবাল রুমি › বিস্তারিত পোস্টঃ

ধর্ম নাকি বাস্তববাদীতা

২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১১

প্রতিদিনের মতো সকালের নাস্তা শেষে প্রলয় ভাইয়ের রুমে কার্ড খেলতে হাজির মুবিদ।




বেশ ধর্ম বিমূখ সাথে গল্প প্রেমী মানুষ প্রলয় ভাই।
টুয়েন্টি নাইনের দুইটা গেম শেষ হতে হতে পাঁচটা গল্প শেষ হয় প্রলয় ভাইয়ের।


জ্বলন্ত সিগারেট মুখে নিয়ে বসতে বলল প্রলয় ভাই।


কার্ড খেলতে খেলতে সানি বলল,” ভাই জাতি যতই সভ্য হচ্ছে ততই অলস আর অসুস্থ হয়ে যাচ্ছে। “


শুরু হলো বিপত্তি।

প্রলয় ভাই বলে উঠলো,”দেখ সভ্য করেছে আমাদের জীবনের বাস্তবটা কোন ধর্মীয়ও বিশ্বাস না।”


কথাটা হজম করতে না পারলেও তর্কে না গিয়ে কারণ জানতে চাইলো মুবিদ।

“ভাই কেন মনে হয় সভ্যতা পরিবর্তনে ধর্মের অবদান নেই?”


শুরু হল বিতর্ক, বিতর্ক লম্বা চলবে বুঝে এই সুযোগে সানি প্রলয় ভাইয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে নিলো।


প্রলয় ভাই শুরুতে প্রশ্ন করলো জানিস, “পৃথিবীর প্রাচীন ধর্ম কি?”
“সনাতন “বলে উঠলো সানি।

“কতোগুলো দেবতা দেবী আছে সনাতন ধর্মে, আর শুরুর দিকের কইটার নাম বল কেউ ।”


আবির উত্তরে বলে উঠলো,”হাজার খানেক তো হবে।
আর শুরুর দিকে সূর্য, চাঁদ, নদী এগুলোর পূজা করতো কিন্তু কেন বলতো প্রলয় দ্যা।”


“সেটাই আসলে মানুষ সেই জিনিষেরও পূজা করতো যাকে ভয় পেত অথবা যার কাছে ভয় থেকে মুক্তির রাস্তা পেত।”

এতোক্ষণে খেলা শেষ সবাই গল্প শুনতে বেশ আরাম করে গুটি মেরে বসলো।

“একটু খুলে বলবে প্রলয় দ্যা “, বলল রাকিব।


“দেখ শুরুটা করি অন্ধকার নিয়ে।
মানুষের প্রথম ও প্রাচীন ভয় ছিল অন্ধকার, দিনের শুরুতে দেখলো সূর্যের আলো অন্ধকার দূর করে মানুষ পেলো প্রথম দেবতা সূর্যদেব।
তারপর যখন দেখলো আগুন অন্ধকার দূর করে আসলো অগ্নিদেব।

এভাবে মানব-দানব, পশু-পাখি, গাছ, সহ সাদৃশ্য সব কিছুর অবয়ব বানিয়ে পূজা করা শুরু করলো তারা।
একটা সময় সাদৃশ্য ব্যাপার গুলো সমাধান দিতে সক্ষম না হওয়ায় অদৃশ্যে বিশ্বাস আনল মানুষ।

এবার আসি সভ্যতার পরিবর্তনে, একটা সময় মানুষ ক্ষুধা নিবারণের জন্য ফলমূল যথেষ্ট নয় বুঝতে পারলো মানুষ।
পশু শিকার শুরু করলো, পশু শিকারে প্রাণের ঝুঁকি অনূভব করায় গোত্রে বসবাস শুরু করলো তারা বেঁচে থাকার তাগিতে।
জনসংখ্যা বাড়ার সাথে সাথে খাদ্য সঙ্কট দেখা দেয় মানুষের।

নদীর পানি জমিনে ঢেলে আবাদ করা সম্ভব আবিস্কার করলো ক্ষুধার্ত জাতি।
এর পর নদীর পার ঘেঁষে আবিস্কার হল নতুন বেশ কিছু সভ্যতা।”

বলে হাপ ছেঁড়ে একটা সিগারেট ধরালো প্রলয় দ্যা ।

অন্যান্য পর্ব সমূহ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৪

কামাল১৮ বলেছেন: “যে গল্পের শেষ নেই”

২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: সবচেয়ে প্রাচীন এবং খাঁটি ধর্ম হল ইসলাম ধর্ম। হজরত আদমের (আঃ) যুগ থেকেই মানুষ আচরণে সভ্য ছিল। পরবর্তীতে সভ্য লোকের পাশাপাশি কিছু লোক অসভ্য হয়ে যায়।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

মোঃ আসিফ ইকবাল রুমি বলেছেন: সহমত ভাই।। সাড়ে চুয়াত্তর

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

মোঃ আসিফ ইকবাল রুমি বলেছেন: কামাল১৮ ভাই ।। তারপরও গল্প চলছে, গল্প চলবে। সাথে চলবে গঠনমূলক আলোচনা।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

মোঃ আসিফ ইকবাল রুমি বলেছেন: আমি তো শুধু নিজের অভিজ্ঞতা থেকে একটা আড্ডার আসরের ব্যাখ্যা দিলাম।। রাজীব ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.